#মুম্বই: ফেসবুক-জিও-র চুক্তির পরই এশিয়ার ধনীদের তালিকায় প্রথম স্থানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুুকেশ আম্বানি। আলিবাবা প্রতিষ্ঠাতা জ্যাক মা-কে সরিয়ে ফের শীর্ষে রিলায়েন্স চেয়ারম্যান। ফেসবুকের সঙ্গে চুক্তির পর দেশের অন্যতম সম্পদশালী সংস্থা হিসাবে উঠে এসেছে রিলায়েন্স জিও।
ভারতে নয়া সম্ভাবনার দরজা খুলে দিয়েছে জিও-ফেসবুক চুক্তি। ডিজিটাল দুনিয়া যখন নতুন সম্ভাবনার আশায়, তখনই তৈরি হল নতুন রেকর্ড। জিও-ফেসবুক চুক্তির পরই এশিয়ায় ধনীদের তালিকায় পয়লা নম্বরে ফিরলেন মুকেশ আম্বানি। আলিবাবা প্রধান জ্যাক মা-কে সরিয়ে ফের এশিয়ার এক নম্বর ধনী এখন রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজ চেয়ারম্যান।
ফেসবুক চুক্তির মাধ্যমে ৪০০ কোটি ডলার সম্পদ বেড়েছে মুকেশ আম্বানির ৷ এই মুহূর্তে ৪,৯০০ কোটি ডলারের মালিক তিনি ৷ আলিবাবা প্রধানের তুলনায় ৩০০ কোটি ডলার বেশি সম্পদশালী রিলায়েন্স চেয়ারম্যান ৷
দীর্ঘদিন এশিয়ার সেরা ধনীদের তালিকায় এক নম্বরেই ছিলেন রিলায়েন্স চেয়ারম্যান। করোনার ধাক্কায় তেলের দামে ধস নামায় তাঁকে সরিয়ে এক নম্বরে চলে আসেন চিনের অনলাইন মার্কেটের বেতাজ বাদশা জ্যাক মা। এরই মধ্যে দুনিয়াকে চমকে দিয়ে গাঁটছড়া বাধে ফেসবুক ও জিও। ৪৩ হাজার ৫৭০ কোটি টাকার এই চুক্তির পরই হারানো শীর্ষস্থান ফিরে পেলেন মুকেশ আম্বানি।