#নয়াদিল্লি: লাগাতার খারাপ আবহাওয়া ও ঘন কুয়াশার জেরে একাধিক ট্রেন বাতিল করতে বাধ্য হয়েছে ভারতীয় রেল ৷ এর জেরে স্বাভাবিক ভাবেই সমস্যা পড়তে হয়েছে যাত্রীদের ৷ শনিবার একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে ৷ গোটা উত্তর ভারত বর্তমানে কনকনে ঠান্ডায় কাঁপছে ৷ কুয়াশার জেরে দৃশ্যমান্যতা কম থাকায় ট্রেন পরিচালনায় সমস্যা হচ্ছে ৷
আরও পড়ুন: ডিডিএ হাউজিং স্কিমের জন্য আবেদনকারীর যোগ্যতার মাপকাঠি কী কী....
রবিবার ২৩ জানুয়ারি ভারতীয় রেল (Indian Railway) এর জেরে ১০৩০ ট্রেন পুরোপুরি ভাবে ট্রেন বাতিল করা হয়েছে ৷ ২৪টি ট্রেন আংশিক ভাবে বাতিল করা হয়েছে ৷ যে ট্রেনগুলি ক্যান্সেল করা হয়েছে তার মধ্যে উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র, নয়াদিল্লি, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, গুজরাত, বিহার ও ঝাড়খন্ডের মধ্যে চলাচল করা ট্রেন বাতিল করা হয়েছে ৷ আপনার যদি এদিন ট্রেনে যাত্রা করার থাকে তাহলে চেক করে নিন আপনার ট্রেন বাতিল হয়েছে কিনা ৷
আরও পড়ুন: ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ভুলেও করবেন না এই ৪টি কাজ, হতে পারে বড় লোকসানযাত্রীদের সুবিধার্থে বাতিল হওয়া ট্রেনের লিস্ট ভারতীয় রেলের ওয়েবসাইটে দেওয়া থাকে ৷ পাশাপাশি NTES app এ এই বিষয়ে জানতে পারবেন ৷ যে কোনও ট্রেনের স্টেট্যাস জানার জন্য https://enquiry.indianrail.gov.in/mntes ওয়েবসাইটে যেতে হবে ৷ ট্রেনের নম্বর দিয়ে স্টেট্যাস জানতে পারবেন সহজেই ৷
আরও পড়ুন: এবার এফডি-তে সুদের হার বৃদ্ধি করল এই ব্যাঙ্ক
রেলের তরফে ট্রেন বাতিল করা হলে অটোমেটিক রিফান্ড হয়ে যায় টাকা আপনার কাছে ই-টিকিট থাকলে ট্রেন বাতিল হলে টিকিট ক্যান্সেল করার দরকার পড়ে না ৷ ট্রেন বাতিল হলে টিকিটের টাকা নিজে থেকেই আপনার অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যায় ৷ এই ক্ষেত্রে টিকিট ডিপোজিট রিসিপ্ট অর্থাৎ টিডিআর ফাইল করারও দরকার পড়ে না ৷নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।