Moneycontrol Pro 2020 Contest| ৪০০ ভাউচার জিতে গেলেন এঁরা, ১ লক্ষ টাকা কার ভাগ্যে?

Last Updated:

আপনি যদি Moneycontrol Pro-এর গ্রাহক না হয়ে থাকেন এখনও, এ বার সুযোগ পাবেন৷ আপনাকে শুধু Moneycontrol Pro contest-এ অংশ নিতে হবে৷ কী রকম এই প্রতিযোগিতা?

অ্যামাজন গিফট ভাউচারের বিজেতাদের নাম ঘোষণা করল Moneycontrol Pro৷ কারা জয়ী হলেন, তা জানতে ক্লিক করুন https://www.moneycontrol.com/promos/pro.php লিঙ্কে৷
Moneycontrol Pro হল Moneycontrol-এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন পরিষেবা৷ এই পরিষেবায় অর্থনৈতিক সিদ্ধান্ত ও লগ্নির সিদ্ধান্ত নিতে বিশেষজ্ঞের পরামর্শ পাবেন গ্রাহকরা৷ ভিডিও চলাকালীন কোনও বিজ্ঞাপন দেখতে হবে না৷ একেবারে স্মুদ ভাবে নিজের সময় মতো বিনিয়োগের নানা মূল্যবান পরামর্শ পাবেন৷ একেবারে বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়া হবে, কেন বিনিয়োগ করবেন, কোথায় করবেন, কী ভাবে করবেন৷
advertisement
আপনি যদি Moneycontrol Pro-এর গ্রাহক না হয়ে থাকেন এখনও, এ বার সুযোগ পাবেন৷ আপনাকে শুধু Moneycontrol Pro contest-এ অংশ নিতে হবে৷ কী রকম এই প্রতিযোগিতা? খুব সহজ, আপনি সবাস্ক্রাইব করলেন, উত্তর দিলেন ক্যুইজের ও জিতলেন৷
advertisement
Moneycontrol Pro-এর বার্ষিক সাবস্ক্রিপশন চার্জ ৯৯৯ টাকা৷ PRO2020 ডিসকাউন্ট কুপোন থাকলে আপনার জন্য ৩৯৯ টাকা৷ ১ হাজার সৌভাগ্যবান পাবেন ৪০০ টাকার অ্যামাজন গিফট ভাউচার৷ একজন ভাগ্যবান বিজেতা পেতে পারেন মেগাপ্রাইজ ১ লক্ষ টাকা৷ এর জন্য ভিজিট করুন https://www.moneycontrol.com/promos/pro.php৷ এই লিঙ্কে প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত বলা রয়েছে৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Moneycontrol Pro 2020 Contest| ৪০০ ভাউচার জিতে গেলেন এঁরা, ১ লক্ষ টাকা কার ভাগ্যে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement