Money Making Tips: এই উপায়ে পুকুরে মাছ চাষে ৪০ শতাংশ পর্যন্ত লাভ! জেনে নিন পদ্ধতি
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Money Making Tips; এই নিয়মে পুকুরে মাছ চাষ করতে পারলে লাভের পরিমাণ পাওয়া যেতে পারে প্রায় ৪০ %, যে কয়েকটা দিক গুরুত্ব দিলে মাছ চাষে লাভ বেড়ে যাবে কয়েক গুণ
হাওড়া: সঠিক উপায়ে পুকুরে মাছ চাষ করতে পারলে ৪০ শতাংশ পর্যন্ত লাভের পরিমাণ! মাছ চাষ দারুন লাভজনক। যে কারণে সর্বদা মাছ চাষের প্রতি চাষীদের আগ্রহ থাকে দারুন। শুরুতে মানুষ মাছ চাষ করার আগ্রহ দেখালেও কিছুদিন মাছ চাষের পর দেখা যায় যথাযথ লাভ থেকে বঞ্চিত হয় অনেকে। যে কারণে মাছ চাষের আগে যতটা বেশি উৎসাহিত হয়, পরে ঠিক মত লাভের পরিমাণ না পেয়ে নিরাশ হতে হয় অনেককে। সেই দিক থেকে যে কয়েকটি নিয়ম পুকুরে মাছ চাষে লাভের পরিমাণ বাড়িয়ে দেয় কয়েক গুণ ।
বিস্তারিত জানাচ্ছেন অভিজ্ঞ এক মাছ চাষি। সময়ে পুকুরে মাছ ছাড়া, মাছ বিক্রি করা, মাছের অনুপাতে নির্দিষ্ট পরিমাণ খাবার দেওয়া এবং পুকুরের যত্ন নিতে পারলেই যে কেউ মাছ চাষী হবেন লাভবান।
advertisement
মাছ চাষের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ হল জল বা পুকুরে প্রতিদিনের অবস্থা নির্ণয়। প্রতিদিন সকালে পুকুর পরিদর্শনে বোঝা যাবে কোন দিন কতটুকু পরিমান কি খাবার দেওয়া প্রয়োজন। চাষির এই অভিজ্ঞতা থাকলে সহজে লোকসান হবে না মাছ চাষে।
advertisement
পুকুর পরিচর্যার জন্য প্রতি মাস অন্তর চুন ব্যবহারের বিকল্প নেই। একই সঙ্গে প্রতিমাসে পুকুরে জাল দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। প্রতি কুইন্টাল মাছ পিছু ২-৪ কেজি খাবার। সাধারণত নিম মহুয়া সর্ষে হল বাজারে পাওয়া রেডিমেড খাবারের থেকেও বেশি উপকারি মাছের জন্য, জানাচ্ছেন অভিজ্ঞ মাছ চাষি। পৌষ মাঘ মাসের পর থেকে এই কয়েক মাস পুকুরে চারা মাছ ছাড়ার উপযুক্ত সময়। মাছ ছাড়ার আগে চুন দিয়ে পুকুর পরিষ্কার এবং খোল ব্যবহার করে পুকুর তৈরি করে নিতে হবে।
advertisement
নির্দিষ্ট দিন অন্তর পুকুরে জাল দেওয়ার ব্যবস্থা করতে হবে। মিঠা জলের মাছ রুই কাতলা এবং মৃগেল নির্দিষ্ট অনুপাতে চাষ করতে হবে। যে পুকুরে বক পানকৌড়ির মত পাখির উপদ্রব রয়েছে সেখানে ১০০ থেকে ১৫০ গ্রাম ওজনের মাছ ছাড়া লাভজনক।এ প্রসঙ্গে একজন সফল মাছ চাষি শেখ মিজানুর রহমান জানান, মাছ চাষ ব্যয়বহুল একটি ব্যবসা। পুকুরে কম খরচ করে চাষ করলে মাছ বেঁচে থাকবে মাছের বৃদ্ধি কম হবে। ফলে লাভের পরিমাণ কম হবে। পর্যাপ্ত খাবার দিতে পারলে মাছ চাষ প্রায় ৪০% পর্যন্ত লাভ হতে পারে।
advertisement
রাকেশ মাইতি
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 05, 2025 5:10 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: এই উপায়ে পুকুরে মাছ চাষে ৪০ শতাংশ পর্যন্ত লাভ! জেনে নিন পদ্ধতি
