Money Making Ideas: কারও পৌষ মাস, কারও সর্বনাশ! খালের জলেই লক্ষ্মীলাভ !
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Money Making Tips: যেখানে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন বন্যায়, সেখানে কেউ খালের জল থেকেই উপার্জন করছেন মোটা টাকা।
পশ্চিম মেদিনীপুর: কারও পৌষ মাস, আবার কারও সর্বনাশ। যদিও এখন শ্রাবণ মাস। নদীতে বেড়েছে জল। সুবর্ণরেখা নদী ফুলে ফেঁপে উঠেছে। ভয় বাড়ছে নদী তীরের মানুষজনের। যদিও নদীতে জল বাড়ায় বেশ কিছু মানুষ আতঙ্কিত হলেও কিছু জনের আবার পৌষ মাস। কারণ বছরের নির্দিষ্ট এই সময়ের বেশ ভাল রোজগার হয় মাত্র ক’দিনে। আয় উপার্জনের আশায় সকাল থেকে জলে পড়ে থাকেন গ্রামের বেশ কিছু মানুষ। আর এর থেকেই সারাদিনে বেশ কয়েক হাজার টাকা রোজগার করেন তারা। প্রতিবছর মাত্র কয়েক দিনের পরিশ্রমে তাদের রোজগার হয়ে দাঁড়ায় প্রায় বেশ কয়েক হাজার টাকার মত।
জলে নেমে মশারি নেট বা জাল দিয়ে তারা ধরছেন ডিম পোনা। স্থানীয় বাজার এবং পাইকারদের বিক্রি করে মিলছে লাভ। বর্ষায় বানভাসি হয় সুবর্ণরেখা নদী। নদীতে থাকা একাধিক মাছের ডিম পোনা ভেসে আসে জলে। শুধু নদীর স্রোতে নয়, নদীর সঙ্গে সংযোগকারী খাল গুলোতেও ভেসে আসে এই ডিম পোনা মাছ। আর এতেই যেন লক্ষী লাভ হয় গ্রামের বাসিন্দাদের। কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেশ কয়েক হাজার টাকার ডিম পোনা জল থেকে ছেঁকে তুলেন তারা। সকাল থেকে দুপুর কিংবা বিকেল পর্যন্ত জলে থাকার পর বেশ কয়েক হাজার টাকার ডিম পোনা তুলে তারা বিক্রি করেন।
advertisement
advertisement
কখনও বাড়ি থেকে আবার কখনও ওই জায়গা থেকেই বিক্রি হয়ে যায় এই ডিম পোনা গুলো। বছরের এই বর্ষাকালে সামান্য কয়েকটা দিনেই তাদের বেশ ভাল রোজগার হয়। পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার বেলমুলা এলাকায় পালানিয়া খালে সকাল থেকে বহু মানুষের ভিড়। এলাকার বেশ কয়েকটি পরিবারের বহু পুরুষ মহিলা জাল নিয়ে জল থেকে ছেঁকে তুলছেন এই ছোট্ট ছোট্ট ডিম পোনা। প্রতি বাটি দরে বিক্রি করছেন সেগুলো।
advertisement
আকার আকৃতি অনুযায়ী ডিম পোনার প্রতি বাটির দাম আড়াই’শ থেকে পাঁচ’শ টাকা পর্যন্ত। নদীর এক কুল ভাঙলেও অন্যদিকে এই বর্ষার জন্যই অপেক্ষা করে থাকেন বেশ কিছু মানুষ। কারণ বছরে এই সময় বিনা খরচে তাদের উপার্জন হয় বেশ। লক্ষ্মী লাভের আশায় তাই বর্ষাকালে খুঁজে চলেন এলাকার মানুষ ।
advertisement
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2025 2:17 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Ideas: কারও পৌষ মাস, কারও সর্বনাশ! খালের জলেই লক্ষ্মীলাভ !