Money Making Tips: সামান্য খরচে অধিক ফলন, বুলেট লঙ্কা চাষ করে মোটা টাকা আয় !
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Money Making Tips: কম খরচে অধিক ফলন! বুলেট লঙ্কা চাষ করে প্রতি মাসে মোটা টাকা আয় করছেন অনেক চাষি। এই লঙ্কার চাহিদা বাজারে ব্যাপক, ফলে স্বল্প পরিশ্রমেই মিলছে বড় মুনাফা। জেনে নিন চাষের সহজ পদ্ধতি।
দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের বেশিরভাগ মানুষ চাষবাসের উপরে নির্ভরশীল। তবে বিভিন্ন মরশুমে বিভিন্ন ধরনের চাষ করতে দেখা যায় কৃষকদের। ধান চাষের পাশাপাশি লঙ্কা চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে এই সমস্ত চাষিরা। মূলত জমির অবশিষ্ট অংশ অর্থাৎ জমির আলের উপর দিয়ে এই চাষ করছেন তারা।
এর পাশাপাশি সুন্দরবনের এলাকার প্রতি বছরই নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে থাকে। অনেক সময়ে নদীবাঁধ ভেঙে নোনা জলে প্লাবিত হয়ে যায় গোটা গ্রাম। চাষের জমিও ক্ষতিগ্রস্ত হয়। আর সেই কথা মাথায় রেখে সুন্দরবনের চাষিরা অল্প জমিতে সামান্য খরচ করে অধিক ফলন ফলিয়ে আয়ের দিশা দেখছে দক্ষিণ ২৪ পরগনার এই সমস্ত চাষিরা।
advertisement
advertisement
সুন্দরবনের বিভিন্ন এলাকা-সহ ভাঙড়, গোসাবা, বাসন্তী, কুলতলীপ্রভৃতি এলাকায় এই চাষের চাহিদা বেড়েছে। বাড়তি ফল লাভের আশায় চাষিরা অন্য আনাজের পাশাপাশি বুলেট লঙ্কা চাষ করছে। এই কারণে অন্যান্য লঙ্কার বাজারদর তলানিতে এসে ঠেকেছে। এই চাষেই লাভ দেখতে পারছেন কৃষকরা। তবে এই লঙ্কা শুধুমাত্র এই রাজ্যেই নয়, অন্যান্য জায়গাতেও রফতানি হচ্ছে।
advertisement
ফলন যেমনই হোক, বাজারদরের উপর নির্ভর করে চাষিদের ভবিষ্যৎ। আর এইখানেই মুনাফা লুটে নিচ্ছেন চাষিরা। বর্তমানে বুলেট লঙ্কার বাজারদর খুব চড়া। অন্য জাতের লঙ্কার পাইকারি বাজারে দাম, বুলেট লঙ্কার থেকে প্রায় তিনভাগের একভাগ। তাই এই চাষ চাষিদের স্বস্তি ।
advertisement
শুধু তাই নয় বুলেট লঙ্কা চাষের কিছু প্রধান প্রধান সুবিধা রয়েছে। প্রথমত, অন্যান্য লঙ্কার থেকে এই লঙ্কার ফলন বেশি। ফলে অল্প জমিতে চাষ করে অনেক পরিমাণে ফসল পান চাষিরা। এছাড়াও, অন্য জাতের লঙ্কা ফলতে যেখানে আড়াই থেকে তিন মাস সময় লাগে, সেখানে বুলেট লঙ্কা গাছে দুই মাসেই ফল আসে। আর বাজারে কাঁচালঙ্কার এই চাহিদার পূরণ ঘটাচ্ছে সুন্দরবনের চাষিরা। বিশাল পরিমাণে বুলেট লঙ্কা চাষ করে বাজারে জোগান দিচ্ছে তারা।
advertisement
সুমন সাহা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 25, 2025 5:08 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: সামান্য খরচে অধিক ফলন, বুলেট লঙ্কা চাষ করে মোটা টাকা আয় !