Money Making Ideas: হাতে তৈরি এই জুয়েলারি বিক্রি করে মাসে আয় হচ্ছে ভাল অঙ্কের টাকা !
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Money Making Ideas: সামান্য খরচে কাঁচামাল দিয়েই এই জুয়েলারি বানাচ্ছেন তিনি। তবে গ্রামীণ এলাকার মহিলাদের দিচ্ছেন স্বনির্ভর হওয়ার ভাবনা।
পশ্চিম মেদিনীপুর: সকাল থেকে বাড়ির অন্যান্য কাজ সামলে স্কুলে যেতে হয় তাকে, বাচ্চা পড়িয়ে বাড়িতে ফিরে ফের সাংসারিক কাজ। ব্যস্ততার মাঝেও নিজের প্রতিভার প্রকাশ ঘটিয়েছেন এই শিক্ষিকা। সারাদিনের মানসিক চাপের পর তিনি হাতের কাজেই নিজের আনন্দ খুঁজে নিয়েছেন। তিনি সাহিত্যের শিক্ষিকা। বইয়ের প্রতিটি লাইনে লেখক এর রস-বোধের সঙ্গে একাত্ম হয়েছেন। তবে সারা দিনের মানসিক এবং শারীরিক চাপের পর নিজেকে একটু রেহাই দিতে অবসরে তিনি বসে পড়েন এই কাজে। বিদ্যালয় থেকে ফিরে বাড়ির কাজ এবং ছেলেমেয়েদের পড়াশুনোর পর অবসরে রাত্রিতে চলে তার হাতের কাজ। হাতের এই কাজ করে মিলছে উপার্জনও। তবে উপার্জনের চেয়েও মানসিক শান্তি খুঁজে পেয়েছেন এই কাজে। তবে অন্যদের দিচ্ছেন স্বনির্ভর হওয়ার ভাবনা। শিক্ষিকার গুন এবং তার শিল্প নিপুণতা অবাক করবে সকলকে।
ছোটবেলায় তিনি প্রাথমিক অঙ্কন শিক্ষাও নিয়েছেন। তবে বেশ কয়েক বছর ধরে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত থাকার কারণে বিভিন্ন সময় হাতের বিভিন্ন কাজও করতে হয়েছে। তবে বর্তমানে ক্লে দিয়ে বিভিন্ন ধরনের হ্যান্ডমেড জুয়েলারি বানাচ্ছেন এই শিক্ষিকা। বাড়ি থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে স্কুল। প্রতিদিন যাতায়াত করতে হয় তাকে। বাড়িতে বাচ্চা ও অন্যান্য সাংসারিক কাজের পর বসে পড়া ক্লে, রং তুলি নিয়ে। নিজের শিল্প ভাবনায় ও শিল্প নিপুণতায় বানিয়ে তুলছেন একাধিক হ্যান্ডমেড গয়না। বিক্রিও করছেন তিনি।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির বাসিন্দা অনিন্দিতা চক্রবর্তী ষড়ঙ্গী। ইংরেজি বিভাগের শিক্ষিকা তিনি। নাচ এবং আবৃত্তি তার শখ, তবে তিনি শুরু করেছেন ক্লে দিয়ে জুয়েলারি বানানোর কাজ। শুধু তাই নয় অবসর সময়ে হাতে তৈরি এই জুয়েলারি বিক্রি করে মাসিক লাভ জুটছে শিক্ষিকার। করোনার সময় থেকে বিভিন্ন ভিডিও দেখে শিখেছেন জুয়েলারি তৈরি। গত বেশকয়েকমাস ধরেই করেছেন ক্লে জুয়েলারি বানানোর কাজ। শুধু তাই নয়, তিনি অন্যান্য জুয়েলারিও তৈরি করতে পারেন।
advertisement
সামান্য খরচে এবং সামান্য কাঁচামাল দিয়েই এই জুয়েলারি বানাচ্ছেন তিনি। তবে গ্রামীণ এলাকার মহিলাদের দিচ্ছেন স্বনির্ভর হওয়ার ভাবনা। আগামীতে তিনি জঙ্গলমহলের প্রান্তিক গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করতে এই হ্যান্ডমেড জুয়েলারি তৈরির প্রশিক্ষণ দেবেন বলে চিন্তাভাবনা করছেন। বাড়িতে সবাই ঘুমিয়ে পড়লে রাত পর্যন্ত চলে তার জুয়েলারি তৈরির কাজ। প্রসঙ্গত এই রেজিন ক্লে বেশ কয়েক বছর পর্যন্ত নষ্ট হয় না। তার হাতে তৈরি গয়নার দাম রয়েছে ১০০ থেকে ২৫০ টাকার মধ্যে। এছাড়াও পছন্দের মত বানিয়ে দিচ্ছেন তিনি। রয়েছে বাচ্চাদের জন্য পেন্ডেন্ট, গয়নাও।
advertisement
রঞ্জন চন্দ
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 17, 2025 3:57 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Ideas: হাতে তৈরি এই জুয়েলারি বিক্রি করে মাসে আয় হচ্ছে ভাল অঙ্কের টাকা !