Money Making Ideas : শীতের হিট এই সবজি, চাষ করলেই পাওয়া যায় বিরাট লাভ !
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Money Making Ideas: এই সময় এই ফুলকপি চাষ করলে অনেকটাই লাভবান হন তারা।
পুরুলিয়া : শীতকালীন সবজি গুলির মধ্যে ফুলকপি অন্যতম। শীতের দিনে তাই ব্যাপক হারে বাজারে পাওয়া যায় এই সবজি। কম বেশি সকলের ঘরে, ঘরেই এই ফুলকপি রান্নার মেনুতে থাকেই। তাই শীতকালীন এই হিট সবজি চাষ করে ব্যাপক লাভ করছেন ঝালদা ২ নং ব্লকের কোটশিলা থানার অন্তর্গত বেগুনকোদর এলাকার চাষিরা। শুধুমাত্র জেলা পুরুলিয়া নয় পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড , রাচিতেও এই ফুলকপি রফতানি করছেন তারা। শীতের এই সবজি চাষ করে তারা অনেকটাই লাভবান হয়েছেন।
এ বিষয়ে চাষিরা বলেন , প্রতিবছরই এই সময় তারা ফুলকপির চাষ করেন। এটি শীতকালীন ফুলকপি। এই ফুলকপি বিশেষভাবে শীতকালেই চাষ হয়। শীতকালীন এই ফুলকপি চাষ করলে তাদের লোকসান খুব একটা হয় না। তাই এই সময় এই ফুলকপি চাষ করলে অনেকটাই লাভবান হন তারা। অন্যান্য বছরে তুলনায় এ-বছর ফুলকপির দাম বেশ খানিকটা বেশি রয়েছে। বৃষ্টির কারণে ফুলকপির দাম বৃদ্ধি পেয়েছে। তাই তাদের লাভ বেশি হচ্ছে।
advertisement
advertisement
পুরুলিয়া ছাড়াও রাঁচি, বোকারো সহ বিভিন্ন জায়গাতে তাদের ফুলকপি রফতানি হচ্ছে। শীতের রাজা ফুলকপি। তাই শীতকালে বাঙালির পাতে ফুলকপি থাকা একপ্রকার অনিবার্য। তাই এই সময় বাড়তি রোজগারের আশায় ফুলকপি চাষ করেন বহু চাষি। জেলা পুরুলিয়ার বেগুনকোদরের চাষিরাও শীতকালীন ফুলকপি চাষ করে লাভবান হচ্ছেন।
advertisement
শীতকালের শুরুতে ফুলকপির দাম কিছুটা বেশি থাকলেও শীত বাড়ার সঙ্গে , সঙ্গে ফুলকপি স্বল্প মূল্যেই পাওয়া যায়। আর এ-বছর পুরুলিয়ার বিভিন্ন বাজার গুলিতে ব্যাপক হারে ফুলকপি বিক্রি হতে দেখা যাচ্ছে। যথেষ্টই চাহিদা রয়েছে এই সবজির।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 04, 2024 5:59 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Ideas : শীতের হিট এই সবজি, চাষ করলেই পাওয়া যায় বিরাট লাভ !