বদলে যাচ্ছে উত্তর কলকাতার মানচিত্র; এবার স্কাইওয়াকে কাটাতে পারেন গ্রীষ্ম-সন্ধ্যা

Last Updated:

Merlin Group Launches Serenia: যাঁরা অনেকটা খোলামেলা জায়গায় ঘর বাঁধার স্বপ্ন দেখেন তাঁদের জন্য এটি আদর্শ হতে পারে। Serenia- house of Merlin এক নতুন স্বপ্নের কারিগর।

বদলে যাচ্ছে উত্তর কলকাতার মানচিত্র; এবার স্কাইওয়াকে কাটাতে পারেন গ্রীষ্ম-সন্ধ্যা
বদলে যাচ্ছে উত্তর কলকাতার মানচিত্র; এবার স্কাইওয়াকে কাটাতে পারেন গ্রীষ্ম-সন্ধ্যা
কলকাতা: মাথার উপর ছাদ আর দু’বেলা পেট ভরা ভাত— এমন স্বপ্ন অনেকদিন দেখা বন্ধ করেছে বাঙালি। এখন তার হাতের মুঠোয় উঠে আসছে বিলাসবহুল বাসস্থান। উত্তর কলকাতার লাল সিমেন্ট বাঁধানো রোয়াক আর চক মিলানো শরিকি বাড়ি ভেঙে পড়ছে একের পর এক। কলকাতার নতুন স্থায়ী বাসস্থান হয়ে উঠছে অত্যাধুনিক আবাসন।
তেমনই এক নতুন আবাসনের হদিশ পাচ্ছে কলকাতা। বিলাসবহুল কনডোমিনিয়াম— দুই, তিন এবং চারটি শয়নকক্ষ-সহ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ঘর। আর ঘরের বাইরে তাকালেই নয়নাভিরাম দৃশ্য। শুধুই কি ঘর! না সেই সঙ্গে রয়েছে নানা ধরনের সুযোগ সুবিধা, স্কাইওয়াক। আর অনেকটা খোলামেলা সবুজ এলাকা। তিনদিক খোলা, ঘর থেকেই দেখা যেতে পারে এক টুকরো জলাশয়।
advertisement
advertisement
এমন একটা বাসস্থানের ছবি ইতিমধ্যেই দেখিয়ে ফেলেছেন টলিউডের ‘ফার্স্ট কাপল’ দেব-রুক্মিণী। আসলে পূর্ব ভারতের প্রথম শ্রেণির রিয়েল এস্টেট গ্রুপ Merlin তৈরি করছে ‘Serenia’। ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের উপর উচ্চতম আবাসিক কনডোমিনিয়াম।
advertisement
যাঁরা অনেকটা খোলামেলা জায়গায় ঘর বাঁধার স্বপ্ন দেখেন তাঁদের জন্য এটি আদর্শ হতে পারে। Serenia- house of Merlin এক নতুন স্বপ্নের কারিগর। সংস্থার এমডি সাকেত মোহতা বলেন, ‘স্থাপত্যের মাস্টারপিস তৈরিতে আমাদের কয়েক দশকের অভিজ্ঞতা। সিটি অফ জয়-এর উত্তরাংশে আবাসনের ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে প্রস্তুত।’
advertisement
Merlin Serenia, আসলে Eden Reality এবং Merlin Group-এর যৌথ উদ্যোগ। প্রায় ১১ একর এলাকা জুড়ে এই প্রকল্প গড়ে উঠছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের কাছে। চারটি টাওয়ারের প্রত্যেকটি ২৮ তলা। সঙ্গে রয়েছে ১৮ একরের একটি জলাশয়। ৭৩২ বর্গফুট থেকে ১৬৩৪ বর্গফুট (বিল্ট-আপ এরিয়া) পর্যন্ত বিভিন্ন মাপের ৮৩২টি অ্যাপার্টমেন্ট থাকছে এখানে। দাম শুরু হচ্ছে ৬৪ লক্ষ থেকে। সর্বোচ্চ ১.৩ কোটি টাকা।
advertisement
সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রকল্পটি গ্রিন বিল্ডিং নর্ম মেনে তৈরি করা হয়েছে, এবং এটি RERA অনুমোদিত ৷ নির্মাণ কাজ শেষ হবে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে।
কলকাতা বিমানবন্দর থেকে মাত্র ৩০ মিনিটের দূরত্ব। একেবারে হাতের নাগালে মেট্রো, রেলস্টেশন, স্কুল, কলেজ এবং হাসপাতাল। সড়ক পথে শ্যামবাজার পাঁচ মাথার মোড় ১৫ মিনিটের দূরত্ব।
advertisement
তিন দিকেই খোলা অ্যাপার্টমেন্টে বারান্দা এবং ওপেন টেরেস রয়েছে। সঙ্গে রয়েছে ছাদের বাগান, সুইমিং পুল এবং অবশ্যই স্কাইওয়াক। তা ছাড়া, অত্যাধুনিক ফিটনেস সেন্টার, ক্লাব হাউস, অ্যাম্ফিথিয়েটার, লাউঞ্জ, যোগা ডেক এবং সবুজ জগিং ট্রেইল তো রয়েছেই।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বদলে যাচ্ছে উত্তর কলকাতার মানচিত্র; এবার স্কাইওয়াকে কাটাতে পারেন গ্রীষ্ম-সন্ধ্যা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement