রাস্তায় থাকবে না Alto, Wagon বা Celerio! মারুতি সুজুকি বন্ধ করতে পারে ছোট গাড়ি উৎপাদন
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
করোনা মহামারীর পর থেকে এমনিতেই ছোট গাড়ি বিক্রির বাজার খারাপ। অন্য দিকে দামি এবং বড় গাড়ির বিক্রি বেড়ে চলেছে।
#নয়াদিল্লি: গাড়ি বিষয়ে সম্প্রতি নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। গত জানুয়ারিতে কেন্দ্রীয় সড়ক এবং পরিবহণমন্ত্রী নিতিন গড়করী এ দেশের সকল গাড়ি নির্মাতাদের জন্য একটি ড্রাফট তৈরি করেছেন। সেই ড্রাফট অনুযায়ী, সমস্ত নতুন গাড়িতে যাত্রীদের জন্য ছয়টি এয়ারব্যাগ (AirBag) রাখা বাধ্যতা মূলক করার কথা বলা হয়েছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানান হয়েছে।
কিন্তু, কেন্দ্রীয় সরকারের এই নতুন নিয়ম বিপাকে ফেলেছে গাড়ি নির্মাতাদের। তারা মনে করছে, সব বিভিন্ন ধরনের গাড়িতে ছয়টি এয়ারব্যাগ লাগানোর ফলে, বেড়ে যাবে গাড়ির দাম। এর ফলে গাড়ি বিক্রির উপরে তার প্রভাব পড়বে। স্বাভাবিক ভাবেই গাড়ির দাম বেড়ে গেলে তার বিক্রি কমে যাবে। মারুতি সুজুকি (Maruti Suzuki)-র চেয়ারম্যান আর সি ভার্গব (RC Bhargav) জানিয়েছেন, এর ফলে কম দামি, ছোট গাড়ির বিক্রির উপরে সরাসরি প্রভাব পড়বে। গত কয়েক বছরের মন্দার পর গাড়ি উৎপাদক সংস্থাগুলির আরও ক্ষতি হবে।
advertisement
advertisement
ছোট গাড়ি বন্ধের কারণ—
আর সি ভার্গব জানিয়েছেন যে, করোনা মহামারীর পর থেকে এমনিতেই ছোট গাড়ি বিক্রির বাজার খারাপ। অন্য দিকে দামি এবং বড় গাড়ির বিক্রি বেড়ে চলেছে। তিনি আরও জানিয়েছেন যে, ছোট গাড়ি বিক্রি করে এমনিতেই বেশি লাভ হয় না। তার উপর নির্মাণ খরচ বাড়লে আগামী দিনে ভারতের সব থেকে বড় গাড়ি নির্মাতা সংস্থার তরফে বন্ধ করে দেওয়া হতে পারে ছোট গাড়ির উৎপাদন।
advertisement
বেড়ে যেতে পারে ছোট গাড়ির দাম -
সারা বিশ্বে গাড়ি বিক্রির বাজারে ভারতের স্থান পঞ্চম। বার্ষিক প্রায় ৩ মিলিয়ন ইউনিট গাড়ি বিক্রি হয় এখানে। ভারতের সব থেকে বড় গাড়ি নির্মাণকারী সংস্থা হল মারুতি সুজুকি। পরিসংখ্যান বলছে, ভারতে সব থেকে বেশি বিক্রি হয় ৪ লাখ টাকা থেকে ৭ লাখ টাকা দামি গাড়ি। এর মধ্যে হ্যাচব্যাক গাড়ির সংখ্যা সব থেকে বেশি। অটো মার্কেট ডেটা প্রদানকারী JATO Dynamics জানিয়েছে যে, ড্রাইভার এবং সামনের যাত্রীর জন্য এয়ারব্যাগ লাগানো এখনই বাধ্যতা মূলক। কিন্তু, এখন আরও চারটি এয়ারব্যাগ লাগাতে হলে প্রায় ১৭,৬০০ টাকা দাম বেড়ে যেতে পারে।
advertisement
বেশি দামে কি বিক্রি হবে গাড়ি?
ভারতে JATO-এর কর্মকর্তা রবি ভাটিয়া (Ravi Bhatia) জানিয়েছেন যে, শুধু ১৭,৬০০ নয়, কিছু কিছু ক্ষেত্রে দাম বৃদ্ধির পরিমাণ আরও অনেকটা বেশি হতে পারে। কারণ অতিরিক্ত এয়ারব্যাগ লাগানোর জন্য বিভিন্ন গাড়ির ডিজাইনেও পরিবর্তন আনতে হতে পারে। তাতে খরচ বাড়তে পারে অনেকটাই। এর ফলে গাড়ির দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বেশি দামে ছোট গাড়ি বিক্রি হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 29, 2022 6:06 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
রাস্তায় থাকবে না Alto, Wagon বা Celerio! মারুতি সুজুকি বন্ধ করতে পারে ছোট গাড়ি উৎপাদন