Maruti Suzuki ফের বাজারে নিয়ে এল ‘কম তেল খাওয়া’ গাড়ি, নবরাত্রিতে লঞ্চ হল Grand Vitara
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এই গাড়ির বুকিং ওপেন হওয়ার পর ৫৫ হাজার মানুষ এই গাড়ি বুক করে ফেলেছেন৷
#কলকাতা: লম্বা সময় ধরে মারুতি সুজুকি -র যে গাড়ির অপেক্ষায় ছিল৷ সেই গাড়ি নবরাত্রিতে লঞ্চ করে দিল গাড়িটি৷ মারুতি সুজুকি নিজেদের এসইউভি গ্র্যান্ড বিটারা -লঞ্চ করে দিল৷ দাবি করা হচ্ছে ভারতীয় রাস্তার জন্য এই গাড়ি দারুণ কারণ এটি ভারতীয় রাস্তায় সবচেয়ে বেশি মাইলেজ দেওয়া এসইভি হতে চলেছে৷ অন্যদিকে গ্র্যান্ড বিটারা দামও আকর্ষক রাখা হয়েছে৷ পাশাপাশি বর্গের এই গাড়ি৷
গ্র্যান্ড বিটারা-তে সিগমা, ডেল্টা, জেটা, জেটা প্লাস, অল্ফা এবং অল্ফা প্লাস ভ্যারিয়েন্টে হয়৷ যে পেট্রোল এবম হাইব্রিড দুরকম ইঞ্জিন কম্বিনেশনে পাওয়া যাবে৷ আর কোম্পানি এই গাড়ি বিক্রি হবে৷
advertisement
সিগমা ভ্যারিয়েন্টের দাম ১০.৪৫ লক্ষ টাকা
advertisement
ডেল্টা ভ্যারিয়েন্টের দাম ১১.৯০ লক্ষ টাকা
জেটা ভ্যারিয়েন্টর দাম দাম ১৩.৮৯ লক্ষ টাকা
আলফা ভ্যারিয়েন্টের দাম ১৫.৩৯ লক্ষ টাকা
ডুয়াল টোন রঙের অপশনে আলফা ও আলফা প্লাস দামে ১৫.৫৫ লক্ষ টাকা
আরও পড়ুন - শহরের একটি রাস্তার নাম প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নামে করার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement
এটি এবং স্মার্ট হাইব্রিডের সঙ্গে কী হবে দাম
ডেল্টা ভ্যারিয়েন্টের দাম ১৩.৪০ লক্ষ টাকা
জেটা ভ্যারিয়েন্টের দাম ১৫. ৩৯ লক্ষ টাকা
আলফা ভ্যারিয়েন্টের দাম ১৬.৮৯ লক্ষ টাকা
ডুয়াল টোন কালার অপশনে আলফা ভ্যারিয়েন্টের দাম ১৭.০৫ লক্ষ টাকা
ইনটিলিজেন্স ইলেকট্রিক হাইব্রিজ ইসিবিটি অপশনে সমস্ত ভ্যারিয়েন্টের দাম ১৭.৯৯ লক্ষ থেকে ১৯.৬৫ লক্ষ টাকা৷
advertisement
৫৫ হাজার ইউনিট বুক
গ্র্যান্ড বিটারা -র মাইল্ড আর স্ট্রং হাইব্রিড দুই অপশনই টয়োটা হাইব্রিডর টয়োটা -র প্ল্যাটফর্মে তৈরি করা হয়েছিল৷ এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা গ্র্যান্ড বিটারার স্ট্রং হাইব্রিড অপশনের৷ কোম্পানির দাবি ১ লিটারে ২৮ কিমি অবধি মাইলেজ দেবে এই গাড়ি৷ এই গাড়ির বুকিং ওপেন হওয়ার পর ৫৫ হাজার মানুষ এই গাড়ি বুক করে ফেলেছেন৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 26, 2022 4:59 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Maruti Suzuki ফের বাজারে নিয়ে এল ‘কম তেল খাওয়া’ গাড়ি, নবরাত্রিতে লঞ্চ হল Grand Vitara