Mango Cultivation: থাইল্যান্ডের কাটি বন আম পাবেন বীরভূমে! এখন মিলবে ৩০০ টাকা দরে
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Mango Cultivation: ফলের রাজা আম। আর এই আম বাচ্চা থেকে শুরু করে বয়স্করা সকলেই খেতে পছন্দ করেন। তবে অন্যান্য আমের বাইরে যদি এই আম হয় অন্য এক ধরনের আম তাহলে কেমন হয় বলুন তো! বীরভূমে বিদেশি জাতের আম চাষ করে সফলতা পেয়েছেন কৃষি উদ্যোক্তা রাজুউদ্দিন শেখ। তার বাগানে গিয়ে দেখা গেল আমগাছ গুলো কাঁচাপাকা আমে ভরে গেছে।
বীরভূম: ফলের রাজা আম। আর এই আম বাচ্চা থেকে শুরু করে বয়স্করা সকলেই খেতে পছন্দ করেন। তবে অন্যান্য আমের বাইরে যদি এই আম হয় অন্য এক ধরনের আম তাহলে কেমন হয় বলুন তো! বীরভূমে বিদেশি জাতের আম চাষ করে সফলতা পেয়েছেন কৃষি উদ্যোক্তা রাজুউদ্দিন শেখ। তার বাগানে গিয়ে দেখা গেল আমগাছ গুলো কাঁচাপাকা আমে ভরে গেছে। থোকায় থোকায় ঝুলছে হালকা খয়েরি, হালকা কাঁচা হলুদ, লাল-হলুদ ও সবুজ রঙের আমগুলো। এ জাতের আমের চাহিদা রয়েছে বীরভূমের বাজারে।
আরও পড়ুনঃ গাদা গাদা Iron-এর ট্যাবলেট-ক্যাপসুল খাওয়া ছেড়ে ‘এই’ ৫ খাবার রোজ খান! শরীরে তৈরি করবে নতুন রক্ত
মূলত গ্রীষ্মকালে দেখা যায় গ্রাম বাংলা এই গাছে গাছে আমের মুকুল। আর এই গাছের আমের মুকুল থেকেই একসময় সুস্বাদুআম দেখতে পাওয়া যায়।আর এই আম ফলের রাজা হিসেবে পরিচিত।দুপুরবেলায় ফ্যান চালিয়ে গ্রীষ্মের দুপুরে ঘুমাচ্ছেন হঠাৎ শুনতে পাবেন বিভিন্ন ধরনের আমের সম্ভার নিয়ে হাজির ব্যবসায়ীরা। ল্যাংড়া আম থেকে শুরু করে মধুপক্রম আম,চন্দ্রমুখী আম এমন নানান আম নিয়ে হাজির হন বিক্রেতারা। সেই সময় আমের ফলন ভালো হওয়ার কারণে দামও অনেকটাই কম থাকে।প্রায় ৪০ থেকে ৫০ টাকা কিলো দরেই পাওয়া যায় আম।
advertisement
তবে সেই গ্রীষ্মের সময় বাদ দিয়ে বীরভূমের নলহাটির বাউটিয়া গ্রামের রাজুউদ্দিন শেখ প্রায় ১ বিঘা ৫ কাঠা জমির উপর দীর্ঘ প্রায় পাঁচ থেকে ছয় বছর ধরে থাইল্যান্ডের কাটি বোন আম চাষ করে আসছেন। মূলত দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এই চারাগুলি নিয়ে আসেন। তারপরেই তিনি এই আম গাছের চাষ করছেন। তিনি আমাদের আরও জানান মূলত অফ সিজনে তিনি এই আম চাষ করে থাকেন। সূক্ষ্ম আঁটি যুক্ত এই আম পছন্দ করেন সবাই। বর্তমানে এই আম প্রায় ৩০০ টাকা কেজি দরে তিনি বিক্রি করে থাকেন।
advertisement
advertisement
তিনি জানান বর্তমানে এই আম চাষ করে ভাল মুনাফা অর্জন করছেন। তার বক্তব্য তিনি একাই এই মুনাফা অর্জন করতে চান না। কারণ তার মতন হাজারও কৃষক এখনও বর্তমানে আর্থিক সংকট এর মুখে পড়ে রয়েছেন।এবং তাদেরকেই স্বনির্ভর করার জন্য তিনি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আম গাছের চারা নিয়ে আসেন বীরভূমে এবং সেই বীরভূম থেকেই তিনি আম গাছের চারা বিক্রি করে থাকেন সাধারণ কৃষকদের মধ্যে।
advertisement
সৌভিক রায়
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 02, 2025 7:26 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Mango Cultivation: থাইল্যান্ডের কাটি বন আম পাবেন বীরভূমে! এখন মিলবে ৩০০ টাকা দরে









