ফের দাম বাড়ল রান্নার গ্যাসের !

Last Updated:

মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হল ৷ বাড়ির হেঁশেল চালাতে পকেটে আরও জোরে টান পড়তে চলেছে ৷

#নয়াদিল্লি: মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হল ৷ বাড়ির হেঁশেল চালাতে পকেটে আরও জোরে টান পড়তে চলেছে ৷ ফের দাম বাড়ল ভতুর্কির রান্নার গ্যাসের ৷ সিলিন্ডার পিছু দাম বাড়ল ৫.৫৭ টাকা ৷ অন্যদিকে দাম কমল কমল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ৷ সাড়ে ১৪ টাকা কমল প্রত্যেক ভর্তুকিহীন LPG সিলিন্ডারের দাম ৷
নতুন দাম বাড়ার পর দিল্লিতে একটি ১৪.৪ কেজি সিলিন্ডারের দাম এবার বেড়ে দাঁড়াল ৪৪০.৫ টাকা ৷ এর আগে ভর্তুকির বোঝা কমাতে প্রত্যেক মাসে প্রতি সিলিন্ডারে ২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷
এর আগে ভতুর্কিহীন গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল ৮৬ টাকা ৷ বছরে ১২ গ্যাস সিলিন্ডার নিতে পারেন গ্রাহকরা ৷ ১২টার বেশি গ্যাস সিলিন্ডার নিলে পাবেন না কোনও সাবসিডি ৷ উল্লেখ্য, ১০ লাখের উপর বাৎসরিক আয় এমন ১ কোটিরও বেশি পরিবার মোদির আবেদনে সাড়া দিয়ে রান্নার গ্যাসের ভর্তুকি ছেড়ে দিয়েছেন ৷
advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ফের দাম বাড়ল রান্নার গ্যাসের !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement