LPG Price : পুজোতে মধ্যবিত্তের জন্য বড় উপহার, দাম কমল গ্যাস সিলিন্ডারের
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
এর আগে ১ সেপ্টেম্বরেও অয়েল মার্কেটিং সংস্থাগুলি কর্মাশিয়াল এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা পর্যন্ত কমানো হয়েছিল ৷
#কলকাতা: পুজোতে গ্রাহকদের জন্য বড় সুখবর নিয়ে হাজির দেশের তেল সংস্থাগুলি ৷ এদিন কর্মাশিয়াল সিলিন্ডারের দাম কমার ঘোষণা করল অয়েল মার্কেটিং সংস্থাগুলি ৷ মহানগরগুলিতে ১৯ কিলোগ্রামের এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ৩৭ টাকা পর্যন্ত (৩৬.৫০ টাকা) সস্তা হয়েছে ৷ নতুন দাম ১ অক্টোবর থেকে লাগু করা হবে ৷ রান্নার গ্যাস সিলিন্ডারের দামে অবশ্য কোনও বদল করা হয়নি ৷
দিল্লিতে কর্মাশিয়াল এলপিজি সিলিন্ডারে দাম ২৫.৫০ টাকা কমে ১৮৫৯ টাকা হয়েছে ৷ এর আগে দাম ছিল ১৮৮৫ টাকা ৷ কলকাতায় কর্মাশিয়াল এলপিজি সিলিন্ডার ১৯৯৫.৫০ টাকা হয়েছে ৷ মুম্বইয়ে ১৮৪৪ টাকা থেকে কমে সিলিন্ডার প্রতি ১৮১১.৫০ টাকা হয়েছে ৷ চেন্নাইয়ে ২০৪৫ টাকা থেকে কমে ২০০৯.৫০ টাকা হয়েছে ৷
advertisement
advertisement
সেপ্টেম্বরেও কমেছিল দাম-
এর আগে ১ সেপ্টেম্বরেও অয়েল মার্কেটিং সংস্থাগুলি কর্মাশিয়াল এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা পর্যন্ত কমানো হয়েছিল ৷ এর আগে জুলাই মাসে মাত্র ৮.৫ টাকা কমানো হয়েছিল ৷ তবে জুলাই মাসে বাড়ির রান্নার গ্যাসের দাম প্রায় ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছিল ৷ এদিন অবশ্য ১৪.২ কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে ৷
advertisement
রান্নার এলপিজি সিলিন্ডারের দাম-
দিল্লিতে বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১০৫৩ টাকা, কলকাতায় ১০৭৯ টাকা, মুম্বইয়ে ১০৫২.৫ টাকা এবং চেন্নাইয়ে ১০৬৮.৫ টাকা ৷ সাধারণত সিলিন্ডারের দাম বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা হয়ে থাকে ৷ বিভিন্ন রাজ্য সিলিন্ডারের উপর আলাদা আলাদা ভ্যাট (ভ্যালু অ্যাডেড ট্যাক্স) লাগু করে থাকে ৷
advertisement
এবার থেকে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের সংখ্যা বেঁধে দিল কেন্দ্র। নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে গ্রাহকরা বছরে মাত্র ১৫টি সিলিন্ডার কিনতে পারবেন। এর বেশি নয়। এর বাইরে গ্রাহকদের মাসে মাত্র ২টি সিলিন্ডার কেনার ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে সিলিন্ডার পাওয়ার জন্য মাস বা বছরের কোনও কোটা নির্ধারণ করা হয়নি।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 01, 2022 9:57 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LPG Price : পুজোতে মধ্যবিত্তের জন্য বড় উপহার, দাম কমল গ্যাস সিলিন্ডারের