Loan App: লোন নেওয়ার আগে বুঝে তারপরেই নিন! এই ভুলগুলো করলেই কিন্তু বিপদ

Last Updated:

Loan App: বিভিন্ন অ্যাপও থাকে, যেগুলি এইসব ক্ষেত্রে লোন অফার করে থাকে। কিন্তু এর ফাঁদে পড়ে জালিয়াতির কবলে পড়েছেন অনেকে

এই ভুলগুলো করলেই কিন্তু বিপদ
এই ভুলগুলো করলেই কিন্তু বিপদ
অনেকেই অনলাইনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে লোন নিয়ে থাকেন। কিন্তু লোন নিয়ে বিভিন্ন সমস্যায় পড়ে যাওয়ার অভিযোগও মাঝেমধ্যে আসে। বিভিন্ন অ্যাপও থাকে, যেগুলি এইসব ক্ষেত্রে লোন অফার করে থাকে। কিন্তু এর ফাঁদে পড়ে জালিয়াতির কবলে পড়েছেন অনেকে।
কখনও কখনও একটি অ্যাপ আসল না নকল তা খুঁজে বের করা কঠিন। প্রায়ই এই অ্যাপসের কর্মীরা লোন নিতে ফোন করেন। অনেক সময় এই অফারগুলি খুব আকর্ষণীয় দেখায়। কিন্তু তাড়াহুড়ো করে ঋণ নেওয়া আপনার জন্য বিপজ্জনক হতে পারে। ঋণ নেওয়ার সময়ে কী কী বিষয় মাথায় রাখতে হবে, জেনে নিন।
advertisement
আপনি ঋণ নেওয়ার শর্তাবলী, চুক্তি, মন দিয়ে পড়ুন। কী নিয়ম, শর্ত কী, এসব মাথায় রাখুন। অনেক সময় শর্তাবলীতে এমন কিছু লেখা থাকে, যার কারণে আপনার বড় ক্ষতি হতে পারে। এতে সুদের হার সম্পর্কে তথ্য রয়েছে, কোন সময়ে ঋণটি সম্পূর্ণ হবে এবং এর জন্য আপনাকে কত অতিরিক্ত টাকা দিতে হবে, এই সমস্ত তথ্য রয়েছে।
advertisement
এর সঙ্গে ঋণ ঠিক সময়ে না দেওয়া হলে কী কী জরিমানা দিতে হবে এবং ঋণ তাড়াতাড়ি পরিশোধ করলে কী কী সুবিধা পাওয়া যেতে পারে বা ক্ষতি হতে পারে, এই সব শর্তাবলীতে লেখা আছে।
লোন অ্যাপ কতটা বিশ্বাসযোগ্য তা দেখতে হলে, শুধুমাত্র সেই অ্যাপের পর্যালোচনার উপর নির্ভর করবেন না। গুগল প্লে স্টোরে সেই অ্যাপটির রিভিউ ভালভাবে পড়ুন, স্টোরে এর রেটিংও দেখুন। একই সময়ে বা ঘন ঘন বিভিন্ন অ্যাপ থেকে ঋণ নেওয়া আপনার ক্রেডিট স্কোরকে প্রভাবিত করে। তাই একাধিক লোন অ্যাপ ব্যবহার করবেন না।
advertisement
সেই অ্যাপের সম্পর্কে তথ্য অনলাইন কিংবা ইউটিউবে অনুসন্ধান করুন। যতক্ষণ না আপনি জানতে পারছেন যে অ্যাপটি আসল এবং RBI-এর রেজিস্ট্রার করা ততক্ষণ আপনি ঋণ নেবেন না। অ্যাপে আপনার কোনও ব্যক্তিগত তথ্যও লিখবেন না।
advertisement
আপনার গোপনীয়তার সঙ্গে কখনই আপস করবেন না। আপনার ডিভাইসে অবস্থান, গ্যালারি, ফোনে থাকা নম্বরের তথ্য ইত্যাদিতে আগে থেকে দেবেন না। আপনি যে প্রতিষ্ঠান থেকে ঋণের জন্য আবেদন করছেন সেটির গোপনীয়তা নীতিও দেখুন।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Loan App: লোন নেওয়ার আগে বুঝে তারপরেই নিন! এই ভুলগুলো করলেই কিন্তু বিপদ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement