Indian Railways: আজ থেকে এই সব ট্রেনগুলি বাতিল করল ভারতীয় রেল
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
১৯ মে অর্থাৎ বুধবার থেকে একাধিক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে (Indian Railways) ৷
#নয়াদিল্লি: করোনার প্রকোপের পাশাপাশি মহারাষ্ট্র ও গুজরাটে আছড়ে পড়া ভয়ঙ্কর ঘূর্নিঝড় তৌকতাই-এর জেরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য ১৯ মে অর্থাৎ বুধবার থেকে একাধিক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে (Indian Railways) ৷ এর মধ্যে ট্রেনে করে কোথাও যাওয়ার প্ল্যান থাকলে অবশ্যই বাতিল হওয়া ট্রেনের লিস্ট অবশ্যই চেক করে নিন ৷ ওয়েস্টার্ন রেলওয়ের তরফে ট্যুইট করে এই বিষয়ে জানানো হয়েছে ৷ এর মধ্যে সাপ্তাহিক ও প্রতিদিন চলতে থাকা ট্রেন সামিল রয়েছে ৷
ওয়েস্টার্ন রেলওয়ে ট্যুইটে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে যাত্রী সংখ্যা কম হওয়ার কারণে গান্ধিধাম-নাগরকোইল সাপ্তাহিক স্পেশ্যাল বাতিল করা হয়েছে ৷ এছাড়া বেরাবল-বান্দ্রা টার্মিনাস ও ভাবনগর-বান্দ্রা টার্মিনাসে বাতিল করা হয়েছে ৷ দেখে নিন বাতিল হওয়া ট্রেনের পুরো লিস্ট৷
২৫ ও ২৮ মে বাতিল থাকবে যে ট্রেনগুলি
২৮ মে ২০২১ গান্ধিধাম থেকে ট্রেন নম্বর ০৬৩৩৫ গান্ধিধাম স্পেশ্যাল ও ২৫ মে নাগরকৌইল থেকে ট্রেন নম্বর ০৬৩৩৬ নাগরকৌইল-গান্ধিধাম স্পেশ্যাল বাতিল করা হয়েছে ৷
advertisement
advertisement
১৯ মে বাতিল থাকবে এই ট্রেনগুলি
এছাড়া ১৯ মে,২০২১ ট্রেন নম্বর ০৯২১৮ বেরাবল-বান্দ্রা স্পেশ্যাল ও বান্দ্রা টার্মিনাস থেকে ১৮ মে ২০২১ থেকে ট্রেন নম্বর ০৯২১৭ বান্দ্রা-বেরাবল স্পেশ্যাল বাতিল করা হয়েছে ৷
১৯ মে থেকে বাতিল অন্যান্য ট্রেন (Trains cancelled for 19.05.2021)
-- ট্রেন নম্বর ০৮৪০২ ওখা-পুরি
-- ট্রেন নম্বর ০১১৯১ ভুজ-পুণে
--ট্রেন নম্বর ০৯২০৩ সেকেন্দ্রাবাদ-পোরবন্দর
advertisement
--ট্রেন নম্বর ০৪৬৭৯ জামনগর-মাতা বৈষ্ণ দেবী কাটরা
--ট্রেন নম্বর ০২৯৪৬ ওখা-মুম্বই সেন্ট্রাল
২০ মে থেকে বাতিল ট্রেন (Trains cancelled for 20.05.2021)
-- ট্রেন নম্বর ০২৯৪২ আসানসোল-ভাবনগর
২১ মে থেকে বাতিল ট্রেন (Trains cancelled for 21.05.2021)
-- ট্রেন নম্বর ০৯৫৬৫ ওখা-দেরাদুন
বাতিল হওয়া ট্রেনের পুরো লিস্ট দেখার জন্য www.enquiry.indianrail.gov.in ওয়েবসাইট লগ ইন করুন ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 19, 2021 2:26 PM IST