#নয়াদিল্লি: মঙ্গলবার ফের একাধিক ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল (Indian Railways) ৷ ১৬ মে এর মধ্যে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে আগে চেক করে নিন আপনার ট্রেনের স্টেটাস ৷ বাতিল করা ট্রেনের বিষয়ে উত্তর রেলওয়ে ট্যুইটে জানিয়েছে ৷ এই সমস্ত ট্রেন আজ অর্থাৎ ১১ মে থেকে ১৬ মে পর্যন্ত বাতিল করা হয়েছে ৷
দেশজুড়ে চলতে থাকা সঙ্কটের মধ্যে ভারতীয় রেল দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ, মুম্বই, গুজরাটের একাধিক ট্রেন বাতিল করেছে ৷ যাত্রীর সংখ্যা কম হওয়ায় এই ট্রেনগুলি বাতিল করতে বাধ্য হচ্ছে রেল ৷ তবে এর পাশাপাশি প্রবাসী শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য একাধিক স্পেশ্যাল ট্রেন চালানো হচ্ছে যাতে ট্রেন বাতিল হওয়ায় তাঁদের কোনও সমস্যায় পড়তে না হয় ৷
উত্তর রেলওয়ের ট্যুইট-
सर्वसंबंधित को सूचित किया जाता है कि परिचालनिक कारणों से कश्मीर घाटी के बनिहाल-बारामूला सेक्शन में संचालित निम्नलिखित रेलगाड़ियों को दिनांक 11.05.2021 से 16.05.2021 तक निरस्त करने का निर्णय लिया गया हैः- pic.twitter.com/qCiLcluQw4
— Northern Railway (@RailwayNorthern) May 10, 2021
-- ট্রেন নম্বর ০৪৬১৩ বনিহাল-বারামুলা স্পেশ্যাল ট্রেন ১১ থেকে ১৬ মে পর্যন্ত বাতিল --ট্রেন নম্বর ০৪৬১৪ বারামুলা-বনিহাল স্পেশ্যাল ট্রেন ১১ থেকে ১৬ মে পর্যন্ত বাতিল -- ট্রেন নম্বর ০৪৬১৭ বনিহাল-বারামুলা স্পেশ্যাল ট্রেন ১১ থেকে ১৬ মে পর্যন্ত বাতিল --ট্রেন নম্বর ০৪৬১৮ বারামুলা-বনিহাল স্পেশ্যাল ট্রেন ১১ থেকে ১৬ মে পর্যন্ত বাতিল --ট্রেন নম্বর ০৪৬১৯ বনিহাল-বারামুলা স্পেশ্যাল ট্রেন ১১ থেকে ১৬ মে পর্যন্ত বাতিল --ট্রেন নম্বর ০৪৬২০ বারামুলা-বডগাম স্পেশ্যাল ট্রেন ১১ থেকে ১৫ মে পর্যন্ত বাতিল --ট্রেন নম্বর ০৪৬২২ বডগাম-বনিহাল স্পেশ্যাল ট্রেন ১১ থেকে ১৫ মে পর্যন্ত বাতিল
এছাড়া ট্রেন সংক্রান্ত যে কোনও তথ্যের জন্য রেলের হেল্পলাইন নম্বর ১৩৯-এ ফোন করতে পারবেন যাত্রীরা ৷ www.enquiry.indianrail.gov.in ওয়েবসাইটে গিয়েও তথ্য জানতে পারবেন যাত্রীরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Railways, Trains cancelled