তেলের দাম বেড়েই চলেছে, এক নজরে দেখে নিন ৫টি বেস্ট ইলেকট্রিক স্কুটার, দাম ৩৬ হাজার টাকা থেকে শুরু!

Last Updated:

ভারতের বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি লঞ্চ করেছে তাদের ইলেকট্রিক স্কুটার। এক নজরে দেখে নেওয়া যাক ৫টি সেরা ইলেকট্রিক স্কুটার।

#নয়াদিল্লি: বর্তমানে ক্রমাগত হারে বেড়ে চলেছে তেলের দাম। এর ফলে বাজার ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকছে। এর ফলে ভারতের বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি লঞ্চ করেছে তাদের ইলেকট্রিক স্কুটার। এক নজরে দেখে নেওয়া যাক ৫টি সেরা ইলেকট্রিক স্কুটার।
Ola S1 -
Ola-র দুই ধরনের ইলেকট্রিক স্কুটার রয়েছে। Ola S1-এর দিল্লি এক্স শোরুমের দাম প্রায় ৮৫,০৯৯ টাকা থেকে শুরু। Ola S1 Pro-এর দিল্লি এক্স শোরুমের দাম প্রায় ১,১০,১৪৯ টাকা থেকে শুরু। Ola S1-এর ইলেকট্রিক স্কুটারে রয়েছে ২.৯৮ কেডাবলুএইচ (kwh) ব্যাটারি যা প্রায় ১২১ কিমির রেঞ্জ প্রদান করে থাকে। Ola S1 Pro-এর ইলেকট্রিক স্কুটারে রয়েছে ৩.৯৭ কেডাবলুএইচ ব্যাটারি যা প্রায় ১৮১ কিমির রেঞ্জ প্রদান করে থাকে।
advertisement
advertisement
Simple One -
Simple One ইলেকট্রিক স্কুটারে রয়েছে ৪.৮ কেডাবলুএইচ ব্যাটারি যা পোর্টেবেল। এই ইলেকট্রিক স্কুটারে একবার চার্জ দিলে ইকো মোডে ২০৩ কিমি পর্যন্ত যেতে পারে এবং ভারতীয় ড্রাইভ সাইকেল মোডে ২৩৬ কিমি পর্যন্ত যেতে পারে। Simple One ইলেকট্রিক স্কুটারে দাম প্রায় ১,১০ লাখ টাকা।
advertisement
EeVe Soul -
EeVe Soul ইলেকট্রিক স্কুটারের এক্স শোরুম দাম শুরু প্রায় ১.৩৯ লাখ টাকা থেকে। EeVe Soul ইলেকট্রিক স্কুটারে রয়েছে অ্যান্টি থেফট লক সিস্টেম, জিপিএস নেভিগেশন, ইউএসবি পোর্ট, সেন্ট্রাল ব্রেকিং সিস্টেম, জিও ট্যাগিং, রিভার্স মোড। একবার ফুল চার্জ দিলে EeVe Soul ইলেকট্রিক স্কুটার প্রায় ১২০ কিমি পর্যন্ত চলতে পারে।
advertisement
Bounce Infinity -
Bounce Infinity সম্প্রতি লঞ্চ করেছে তাদের ইনফিনিটি ইলেকট্রিক স্কুটার। ব্যাটারি এবং চার্জার সহ এই Bounce Infinity ইলেকট্রিক স্কুটারের দাম প্রায় ৬৮,৯৯৯ টাকা। এই Bounce Infinity ইলেকট্রিক স্কুটারের দাম ব্যাটারি ছাড়া মাত্র ৩৬,০০০ টাকা। এই Bounce Infinity ইলেকট্রিক স্কুটার একবার চার্জ দিলে প্রায় ৮৫ কিমি পর্যন্ত যেতে পারে।
advertisement
Komaki TN95 -
Komaki তাদের প্রায় তিন ধরনের ব্যাটারি যুক্ত ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। এই তিন ধরনের স্কুটার হল TN95, SE এবং MS। Komaki TN95 ইলেকট্রিক স্কুটারের দাম প্রায় ৯৮,০০০ টাকা। Komaki SE ইলেকট্রিক স্কুটারের দাম প্রায় ৯৬,০০০ টাকা এবং Komaki MS ইলেকট্রিক স্কুটারের দাম প্রায় ৯৯,০০০ টাকা। এই ইলেকট্রিক স্কুটার একবার চার্জ দিলে একটানা প্রায় ১০০ কিমি থেকে ১৫০ কিমি পর্যন্ত যেতে পারে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
তেলের দাম বেড়েই চলেছে, এক নজরে দেখে নিন ৫টি বেস্ট ইলেকট্রিক স্কুটার, দাম ৩৬ হাজার টাকা থেকে শুরু!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement