ট্যালেন্টের বিচারে দেশের কোন তিন শহরের কর্মীরা সবচেয়ে এগিয়ে, দেখে নিন LinkedIn রিপোর্ট

Last Updated:
#কলকাতা: LinkedIn বিশ্বের সবচেয়ে বড় চাকরির নেটওয়ার্কে এখন ভারতের সদস্যদের সংখ্যা ৫৫ মিলিয়ন ছাড়িয়েছে ৷ India Workforce Report (Professional Edition) H2 2018 জুলাই ২০১৮ থেকে ডিসেম্বর ২০১৮-এর ট্যালেন্ট এবং ওয়ার্কফোর্স ট্রেন্ডে দ্বিতীয় এডিশনের রিপোর্ট প্রকাশ করেছে ৷ এর আগে জানুয়ারি ২০১৮ থেকে জুন ২০১৮ পর্যন্ত প্রথম এডিশনের রিপোর্ট প্রকাশ করেছিল তারা ৷ দেশের মধ্যে ট্যালেন্ট এবং স্কিলের যে কোনও অভাব নেই এই রিপোর্টেই তা স্পষ্ট ৷ ভারতীয় কর্মীদের চাহিদা যে কোনও সেক্টরেই অনেক বেশি ৷ ট্যালেন্ট এবং স্কিলের বিচারে রাজধানী দিল্লির পাশাপাশি বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বই, চেন্নাই, কলকাতা, আহমেদাবাদ, চণ্ডীগড়, ভদোদরা এবং জয়পুরের মতো দেশের ১০টা শহর অনেকাংশেই এগিয়ে ৷ যার মধ্যে  দিল্লি-NCR, বেঙ্গালুরু এবং হায়দরাবাদের মতো শহরগুলি সবচেয়ে এগিয়ে ৷
skill
LinkedIn ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজার মহেশ নারায়ণন বলেন, ‘‘ ওয়ার্কফোর্সের বিচারে বিশ্বের তাবড় দেশগুলির সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছে ভারত ৷ যা রিপোর্টেই স্পষ্ট ৷ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে বিজনেস ম্যানেজমেন্ট সব ক্ষেত্রেই কর্মক্ষেত্রে এদেশের কর্মীদের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল ৷ এ ব্যাপারে মুম্বইকেও পিছনে ফেলে দিয়েছে হায়দরাবাদ ৷ যেখানে ট্যালেন্টের এখন ছড়াছড়ি ৷ ’’
advertisement
advertisement
image007
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ট্যালেন্টের বিচারে দেশের কোন তিন শহরের কর্মীরা সবচেয়ে এগিয়ে, দেখে নিন LinkedIn রিপোর্ট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement