LIC IPO: টানা তিন দিন ধরে ঊর্ধ্বমুখী এলআইসি-র শেয়ারের দাম! বিনিয়োগকারীদের কী করা উচিত?

Last Updated:

LIC IPO: মঙ্গলবারে বন্ধ হওয়ার সময় এর প্রতি শেয়ারের দাম ছিল ৬৬৫.২০ টাকা। কিন্তু বুধবার সকালে দেখা যায় এই শেয়ারের দাম প্রায় ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

#নয়াদিল্লি: এই নিয়ে লাগাতার তিন দিন উত্থানের সঙ্গে খুলল লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশনের (LIC) শেয়ার। ফলে তা আজ ৬৭৮.৮০ টাকার এক দিনের উচ্চ স্তরে পৌঁছে গিয়েছে। গত কাল অর্থাৎ মঙ্গলবারে বন্ধ হওয়ার সময় এর প্রতি শেয়ারের দাম ছিল ৬৬৫.২০ টাকা। কিন্তু বুধবার সকালে দেখা যায় এই শেয়ারের দাম প্রায় ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত শুক্রবার এনএসই-তে প্রতি ইক্যুইটি শেয়ারে এলআইসি স্ক্রিপ সর্বকালের সর্বনিম্ন ৬৫০ টাকা হয়েছিল, আর তার পরেই এই উর্ধ্বগতি এসেছে।
শেয়ার বাজারের বিশেষজ্ঞদের মতে, এলআইসি শেয়ারের দর বৃদ্ধিকে নিছক প্রত্যাবর্তন হিসেবেই বিবেচনা করা উচিত। এর এটা সাধারণত সংক্ষিপ্ত কভারিংয়ের কারণেই হয়েছে বলে অনুমান। বিশেষজ্ঞরা বলেছেন যে, অ্যাঙ্কর বিনিয়োগকারীদের লক-ইন পিরিয়ড শেষ হওয়ার আগেই এলআইসি শেয়ারে পতন দেখা গিয়েছে। সেই সঙ্গে তাঁরা আরও জানাচ্ছেন যে, স্টকের মৌলিকতার বিষয়গুলো এখনও দুর্বল।
advertisement
advertisement
এলআইসি স্টকের উপর অধিক ওজনের অবস্থান এবং ৮৪০ টাকার লক্ষ্য মূল্যের সঙ্গে কভারেজ শুরু করেছে জেপি মরগ্যান (JP Morgan)। এই ব্রোকারেজের বক্তব্য, “এলআইসি-র নয়া ব্যবসায়িক মান তার কার্যকর নীতির মাত্র ১ শতাংশ। অতএব, পুরনো নীতি থেকে ৯৯ শতাংশ মান-এর সঙ্গে ০.৭৫x P/EV-কে আমরা অনাবশ্যক ভাবে কঠোর বলে মনে করি, এমনকী এতে কোনও বিকাশ ঘটবে না বলেও আমাদের অনুমান ছিল। কিন্তু সম্প্রতি বাস্তবে এলআইসি-র দর বৃদ্ধি পেয়েছে।” জেপি মরগ্যানের রিপোর্ট বলেছে, “২০২২ অর্থবর্ষে এলআইসি ৪৪ শতাংশ মার্কেট শেয়ার পেয়েছে। কিন্তু গত পাঁচ বছরে প্রতিদ্বন্দ্বীদের কাছে বাজার শেয়ার হারিয়েছে। ব্রোকারেজ ফার্মের আরও বক্তব্য, “এলআইসি-র ইন্ডাস্ট্রির তুলনায় এর খুচরো প্রিমিয়াম দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং তা ২০১৯ সালের স্তরের থেকে অনেকটাই উপরে রয়েছে। এলআইসি আগে জাতীয় স্বার্থে কাজ করত। এর উদ্বৃত্তটাই পলিসিধারক এবং সরকারের মধ্যে ভাগ করে দেওয়া হত। নিয়ন্ত্রকের ক্ষেত্রে বদলই এখন নিশ্চিত করবে এলআইসি-র আরও মুনাফা ধরে রাখার বিষয়টা।”
advertisement
ব্রোকারেজ এমকে গ্লোবাল ফিনান্সিয়াল সার্ভিসেস (Emkay Global Financial Services) জুনের গোড়ার দিকে ‘হোল্ড’ রেটিং-সহ ৮৭৫ টাকার লক্ষ্য মূল্যের সঙ্গে এই স্টকে কভারেজ শুরু করেছিল। এমকে গ্লোবাল ফিনান্সিয়াল সার্ভিসেস বলেছে, “এই বিভাজন অনুশীলন না-হলে, ২০২২ অর্থবর্ষের প্রথম ভাগে এলআইসি-র এমবেডেড মূল্য ৫.৪ লক্ষ কোটি টাকার পরিবর্তে হত ১.২৫ ট্রিলিয়ন টাকা।”
advertisement
অ্যাক্সিস সিকিউরিটিজ (Axis Securities)-এর চিফ ইনভেস্টমেন্ট অফিসার নবীন কুলকার্নি বলেছেন, “এলআইসি-তে দ্রুত সংশোধন, দুর্বল বাজারের প্রবণতা এবং অ্যাঙ্কর বিনিয়োগকারীদের লক-ইন পিরিয়ড শেষ হওয়ার পরে বিক্রির কারণে এলআইসি-র মূল্যায়ন আকর্ষণীয় হয়ে উঠেছে। বিভিন্ন কারণে এলআইসি-র শেয়ারের দর বৃদ্ধি পেতে পারে। তাই বিনিয়োগকারীরা মধ্য থেকে দীর্ঘমেয়াদের লক্ষ্য নিয়ে এই স্টক ধরে রাখতে পারে।”
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LIC IPO: টানা তিন দিন ধরে ঊর্ধ্বমুখী এলআইসি-র শেয়ারের দাম! বিনিয়োগকারীদের কী করা উচিত?
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement