Cooch Behar News: কোজাগরীতে লক্ষ্মীর ভান্ডারেই লক্ষ্মী লাভ, কুমোর থেকে বিক্রেতার
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Lakshmi Puja 2024: বর্তমানে আধুনিকতার যুগে এই ভাঁড় বেশিরভাগ বাড়িতেই খুব একটা চোখে পড়ে না। তবে আজও লক্ষ্মী পুজোর আগে এই ভাঁড় বিক্রি হতে দেখা কোচবিহারের বিভিন্ন এলাকায়।
কোচবিহার: মাটির তৈরি টাকা জমানোর ভাঁড় বাঙালির কাছে লক্ষ্মীর ভাণ্ডার বা লক্ষ্মীর ভাঁড় নামে পরিচিত। একটা সময় এই ভাঁড় বেশিরভাগ বাড়িতেই দেখতে পাওয়া যেত। মূলত লক্ষ্মীর আসনের পাশের এই ভাঁড় বসানো থাকত টাকা জমানোর জন্য। আর এতে বাড়ির মহিলারা টাকা রাখেন সঞ্চয়ের উদ্দেশে। তবে বর্তমানে আধুনিকতার যুগে এই ভাঁড় বেশিরভাগ বাড়িতেই খুব একটা চোখে পড়ে না। তবে, আজও লক্ষ্মী পুজোর আগে এই ভাঁড় বিক্রি হতে দেখা কোচবিহারের বিভিন্ন এলাকায়। সেইজন্য এই ভাঁড় তৈরি করে আজও সংসার প্রতিপালন করে থাকেন বহু মানুষ।
আরও পড়ুনঃ প্রচুর উপকারী…দিনে কটা করে ডিম খাচ্ছেন? ১টার বেশি খেলে কী হয় জানেন? জানুন বিশেষজ্ঞের মত
কোচবিহারের বেশ কিছু মৃৎশিল্পী লক্ষ্মীর ভাঁড় তৈরি করেন। বর্তমানে এই ভাঁড়ের চাহিদা নতুন করে বেড়ে উঠছে, ফলে বিক্রি বেড়েছে এই ভাঁড় গুলির। এমনই এক লক্ষ্মীর ভাঁড় নির্মাণ শিল্পী মিলন পাল জানান, “দীর্ঘ সময় ধরে তাঁরা এই কাজের সঙ্গে যুক্ত। তবে আগে তিনি এই কাজ জানতেন না। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে তিনি এই কাজ শিখেছেন। তারপর থেকে এখনও পর্যন্ত তিনি এই ভাঁড় তৈরি করে আসছেন। সারাবছর অল্প কিছু ভাঁড় বিক্রি হলেও, বছরের এই সময়ে এই ভাঁড়ের বিক্রি বেড়ে ওঠে অনেকটাই। মূলত লক্ষ্মী পুজো উপলক্ষ্যে এই ভাঁড় বিক্রি বাড়ে। তাইতো এই সময় কাজের চাপ থাকে বেশি।”
advertisement
advertisement
লক্ষ্মীর ভাঁড় বিক্রেতা পরেশ পাল ও পম্পা পাল জানান, “লক্ষ্মী পুজোর আগে লক্ষ্মী ভাঁড়ের চাহিদা সবচেয়ে বেশি থাকে। ফলে এই মুহূর্তে ব্যস্ততা তুঙ্গে উঠেছে। কারণ দুর্গা পুজোর দশমী মেটার পর থেকেই লক্ষ্মী পুজোর তোরজোড় শুরু হয়ে যায় জেলায়। ফলে এই সময়ে বহু মানুষ এই জিনিস কিনে নিয়ে যান। তাইতো দীর্ঘ সারাটা বছর এই সময়ের আশায় বুক বেঁধে থাকেন বিক্রেতারাও নির্মাতা।” দীর্ঘ সময় পরেও আজও একপ্রকার অমলিন এই লক্ষ্মীর ভাঁড় নির্মাণ শিল্প। দীর্ঘ সময় পরেও এই জিনিসের চাহিদা অটুট রয়েছে মানুষের মাঝে। তাইতো বছরের পর বছর লক্ষ্মী পুজোর আগে থেকেই এই জিনিস নির্মাণ ও বিক্রিতে ব্যস্ত হয়ে পড়েন এই মানুষের।
advertisement
Sarthak Pandit
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 15, 2024 8:32 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Cooch Behar News: কোজাগরীতে লক্ষ্মীর ভান্ডারেই লক্ষ্মী লাভ, কুমোর থেকে বিক্রেতার
