Lachhman Das Mittal: ছিলেন LIC এজেন্ট, এখন ২৩ হাজার কোটির মালিক! ভারতের প্রবীণতম ধনকুবেরকে চিনুন

Last Updated:

মারুতির ডিলারশিপ নেওয়ার জন্যও আবেদন করেন তিনি৷ কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়৷

লছমন দাস মিত্তল৷
লছমন দাস মিত্তল৷
মুম্বই: পেশাদারি জীবনের শুরুতে এলআইসি এজেন্ট হিসেবেও কাজ করেছেন তিনি৷ আজ সেই মানুষটিই ভারতের প্রবীণতম ধনকুবের৷ শুনতে সিনেমার মতো লাগলেও বাস্তবেও এরকমটা যে হয়, তার জলজ্ব্যান্ত প্রমাণ লছমন দাস মিত্তল৷ ৯৩ বছর বয়সি এই মানুষটি এখন ভারতের প্রবীণতম ধনকুবের৷ তাঁর মোট সম্পদের পরিমাণ এখন ভারতীয় মুদ্রায় প্রায় ২৩ হাজার কোটি টাকা৷ ফোর্বস-এর পক্ষ থেকে ২০২৪ সালের যে ধনকুবেরদের তালিকা প্রকাশ করা হয়েছে, তাতেই ঠাঁই পেয়েছেন লছমন দাস মিত্তল৷
লছমন দাস মিত্তলের আগে দেশের প্রবীণতম ধনকুবেরের জায়গা দখলে রেখেছিলেন মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান কেশব মহিন্দ্রা৷ ২০২৩ সালে ৯৯ বছর বয়সে প্রয়াত হন তিনি৷
advertisement
লছমন দাস মিত্তল বিখ্যাত ট্র্যাক্টর নির্মাণকারী সংস্থা সোনালিকা ট্র্যাক্টর্স-এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান৷ কিন্তু তাঁর প্রথম জীবনের লড়াইয়ের কথা অনেকেই জানেন না৷ ১৯৩১ সালে পঞ্জাবের হোসিয়ারপুরে জন্মগ্রহণ করেন তিনি৷ পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে উর্দুতে স্নাতকোত্তর শেষ করেন তিনি৷ এক সময় এলআইসি এজেন্ট হিসেবে কাজ করেন লছমন দাস মিত্তল৷ মারুতির ডিলারশিপ নেওয়ার জন্যও আবেদন করেন তিনি৷ কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়৷
advertisement
এর পর নিজে ব্যবসা শুরু করেন মিত্তল৷ ইন্টারন্যাশনাল ট্র্যাক্টর্স লিমি়টেড নামে একটি সংস্থা তৈরি করেন তিনি৷ ১৯৯০ সালে ৬০ বছর বয়সে সোনালিকা ট্র্যাক্টর্স বাজারে নিয়ে আসেন তিনি৷
বর্তমানে বিশ্বের ১২০টি দেশে সোনালিকা ট্র্যাক্টর্স পাওয়া যায়৷ পাঁচটি দেশে নিজস্ব কারখানা রয়েছে এই সংস্থার৷ তবে বয়সের কারণেই এখন সংস্থার দৈনন্দিন কাজের সঙ্গে যুক্ত থাকেন না লছমন দাস মিত্তল৷ তাঁর বড়ছেলে অমৃত সাগর সংস্থার ভাইস প্রেসিডেন্ট, ছোট ছেলে দীপক সংস্থার ম্যানেজিং ডিরেক্টর৷ দুই নাতি সুশান্ত এবং রমনও সংস্থার সঙ্গে যুক্ত৷
advertisement
লছমন দাস মিত্তলের মেয়ে ঊষা সাঙ্গওয়ান এলআইসি-র প্রথম মহিলা ম্যানেজিং ডিরেক্টরের পদে বসেন৷ এখন অবশ্য অবসর নিয়েছেন তিনি৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Lachhman Das Mittal: ছিলেন LIC এজেন্ট, এখন ২৩ হাজার কোটির মালিক! ভারতের প্রবীণতম ধনকুবেরকে চিনুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement