এই ব্যাঙ্কের ২৭ লক্ষ গ্রাহকদের জন্য বড় ধাক্কা !
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
নতুন রেট অনুযায়ী এবার এই ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা পর্যন্ত ০.২৫ শতাংশ কম সুদ মিলবে৷
#নয়াদিল্লি: বেসরকারি ব্যাঙ্ক কোটাক মহিন্দ্রা সোমবার সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমানোর ঘোষণা করেছে ৷ আরবিআই-এর তরফে রেপো রেট কমানোর পর কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ নতুন রেট ২৫ মে সোমবার থেকে লাগু করা হয়েছে ৷
নতুন রেট অনুযায়ী এবার এই ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা পর্যন্ত ০.২৫ শতাংশ কম সুদ মিলবে৷ নতুন সুদের হার ৩.৫ শতাংশ হবে ৷ ১ লক্ষ টাকার বেশি ডিপোজিটে ০.৫০ শতাংশ সুদ কমানো হয়েছে ৷ অথার্ৎ এই হিসেব অনুযায়ী, নতুন সুদের হার ৪ শতাংশ ৷
পাশাপাশি স্মল অ্যাকাউন্ট হোল্ডারদের সমান সুদের হার মিলবে ৷ (NRE/NRO) সিনিয়র ও নন সিনিয়রদের জন্য সুদের হার ৩.৫০ শতাংশ ৷
advertisement
advertisement
গত সপ্তাহেই ০.৪০ শতাংশ রেপো রেট কমিয়েছে আরবিআই ৷ রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তের পর রেপো রেট কমে ৪ শতাংশ হয়ে গিয়েছে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 25, 2020 11:22 PM IST