Bank FD Rates: ফিক্সড ডিপোজিটে সুদের হার বদলাল এই ব্যাঙ্ক !

Last Updated:

নতুন সুদের হার ৮ সেপ্টেম্বর থেকে লাগু করা হয়েছে ৷

#নয়াদিল্লি: ইনভেস্টমেন্টের জন্য ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) সবচেয়ে ভাল বিকল্প বলে মনে করেন বিশেষজ্ঞরা ৷ এফডি-তে (FD) টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি গ্যারেন্টিড রিটার্ন পাওয়া যায় ৷ সেভিংস অ্যাকাউন্টের (Saving Account) থেকে ফিক্সড ডিপোজিটে বেশি সুদ পাওয়া যায় ৷ সম্প্রতি বেসরকারি ব্যাঙ্ক কোটাক মহিন্দ্র ব্যাঙ্ক (Kotak Mahindra Bank)তাদের সুদের হারে বদল করেছে ৷ নতুন সুদের হার ৮ সেপ্টেম্বর থেকে লাগু করা হয়েছে ৷
২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটে ৭ থেকে ৩০ দিনের সময়ে ২.৫ শতাংশ সুদ দেওয়া হবে ৷ ৩১ থেকে ৯০ দিনের এফডি-তে ২.৭৫ শতাংশ মিলবে ৷ ৯১ থেকে ১২০ দিনের এফডি-তে ৩ শতাংশ এবং ১২১ থেকে ১৭৯ দিনের এফডি মিলবে ৩.২৫ শতাংশ সুদ ৷
advertisement
১৮০ থেকে ২৬৯ দিনের এফডি গ্রাহকরা পেয়ে যাবেন ৪.২৫ শতাংশ সুদ ৷ ২৭০ থেকে ৩৬৪ দিনের এফডি-তে পেয়ে যাবেন ৪.৪ শতাংশ সুদ ৷ ৩৬৫ থেকে ৩৮৯ দিনের এফডি-তে মিলবে ৪.৫ শতাংশ সুদ ৷ ৩৯০ দিনের পর এবং ২৩ মাসে আগে ম্যাচিউর হওয়া এফডি-তে মিলবে ৪.৭৫ শতাংশ সুদ ৷
advertisement
সিনিয়র সিটিজেনরা পাবেন বাড়তি সুবিধা
প্রবীণ নাগরিকরা অন্যান্য গ্রাহকদের থেকে এফডি-তে বেশি সুদ পেয়ে থাকেন ৷ সিনিয়র সিটিজেনরা ৭ থেকে ১৪ দিনের এফডি-তে পেয়ে যাবেন ৩ শতাংশ সুদ ৷ ১৮০ দিনের এফডি-তে মিলবে ৪.৭৫ শতাংশ সুদ ৷ ৩৬৪ দিনের ফিক্সড ডিপোজিটে মিলবে ৪.৯ শতাংশ সুদ ৷ ২৩ মাসে এবং ২ বছরের কম এফডি-তে সিনিয়র সিটিজেনরা পেয়ে যাবেন ৫.৪ শতাংশ সুদ ৷ ৫ বছরের এফডি-তে মিলবে ৫.৭৫ শতাংশ সুদ ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank FD Rates: ফিক্সড ডিপোজিটে সুদের হার বদলাল এই ব্যাঙ্ক !
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement