লক্ষ্মীপুজো মানেই নাড়ু, কিন্তু নারকেলের দাম আজ কত জানেন? বিশ্বাস হবে না
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Lakshmi Puja- বাজার ঊর্ধ্বমুখী। ধন-সমৃদ্ধির দেবী লক্ষ্মীর আরাধনায় পকেটে টান মধ্যবিত্ত বাঙালির। ১৬ অক্টোবর বুধবার কোজাগরী লক্ষ্মী পুজা। বাংলার ঘরে ঘরে ধন-সম্পদের দেবীর আরাধনা হয়।
তমলুক: বাজার ঊর্ধ্বমুখী। ধন-সমৃদ্ধির দেবী লক্ষ্মীর আরাধনায় পকেটে টান মধ্যবিত্ত বাঙালির। বুধবার কোজাগরী লক্ষ্মী পুজো। বাংলার ঘরে ঘরে ধন-সম্পদের দেবীর আরাধনা হয়। তার আগেই বিভিন্ন বাজারে বাজারে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী।
ফুল-ফল থেকে শাকসবজি, সবেরই দাম বেশি হওয়ায় সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। অন্যদিকে, বাজারে জিনিসপত্রের দাম বেশি থাকায় বিক্রির পরিমাণ কম, ফলে সমস্যায় পড়েছে বিক্রেতারাও।
আরও পড়ুন- Home Loan বাকি রয়েছে ? তাহলে কি ফ্ল্যাট বিক্রি করতে পারবেন?
বাঙালির বারো মাসে তেরো পার্বণ! তাই দুর্গাপুজোর পিঠোপিঠি আসে কোজাগরী লক্ষ্মী পুজো। আর পরপর উৎসবের মরশুমে বাজারদরে আগুন।
advertisement
advertisement
বিক্রেতারদের কথায়, অক্টোবরে অসময়ে নিম্নচাপের বৃষ্টিতে জেলা জুড়ে প্রভূত ক্ষতি হয়েছে বিভিন্ন চাষবাসে। আর এর প্রভাবে দুর্গাপুজোর পর কোজাগরী লক্ষ্মী পুজোতেও বিভিন্ন জিনিসপত্রের দাম বাজারে চড়া। বিশেষ করে ফুলের দাম।
আরও পড়ুন- ব্যবসা-বাণিজ্যNo Cost EMI-এর মাধ্যমে কেনাকাটা করায় আদৌ কোনও সুবিধা পাওয়া যায় ? সত্যিটা কী ?
অন্যান্য বছর যখন এই সময় গাদা, রজনীগন্ধা, গোলাপ-সহ ফুলের দাম অনেকটাই কম থাকে, এবার সেই ফুলেরই দাম বিগত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।
advertisement
তমলুকের বড়বাজারে পুজোর বাজার করতে আসা এক ক্রেতা জানান, ‘বাজারে ফলমূল থেকে সব জিনিসেরই দাম বেশি। বাজার চড়া হওয়ায় বাড়িতে দেবী লক্ষ্মীর আরাধনা করতে সমস্যা। কিন্তু বাড়িতে লক্ষ্মীপুজো করতেই হয়।’
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক-সহ বিভিন্ন বাজারে ফুলের পাশাপাশি চড়া বিভিন্ন ফলের দাম। কোজাগরী লক্ষ্মী পুজোয় অপরিহার্য নারকেল নাড়ু। তাই বাজারে চড়া দামে বিকোচ্ছে নারকেল।
advertisement
এক একটি নারকেলের দাম ৬০ থেকে ৭০ টাকা দামে বিক্রি হচ্ছে। অন্যান্য সময় যেখানে নারকেলের দাম ২০ থেকে ৩৫ টাকা থাকে।
সৈকত শী
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 16, 2024 8:26 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
লক্ষ্মীপুজো মানেই নাড়ু, কিন্তু নারকেলের দাম আজ কত জানেন? বিশ্বাস হবে না