Banking Service: ব্যাঙ্কে টাকা তোলার সময় রশিদ নিচ্ছেন তো? না নিয়ে থাকলে মস্ত বড় ভুল করছেন
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Bank Account: অনেকেই ব্যাঙ্ক থেকে টাকা তোলার পর রশিদ নিতে ভুলে যান, কিন্তু বিশেষজ্ঞদের মতে এটি হতে পারে একটি বড় আর্থিক ভুল।
নদিয়া: কাউন্টারের সামনে আপনি কম্পিউটার মনিটর ঘোরানো উল্টোদিকে, যদি টাকা তোলার কিংবা জমা দেওয়ার স্লিপ না দেওয়া হয়! তাহলে ভাবতে পারছেন কি হতে পারে? সচেতন হন না হলে কষ্ট অর্জিত অর্থ উধাও হয়ে যাবে এক নিমেষে! শান্তিপুরে অবস্থিত একটি ব্যাঙ্কের কিঅক্স সেন্টার চালানো ব্যক্তির বিরুদ্ধে উঠল বেশি টাকা তুলে কম টাকা দেওয়ার অভিযোগ এবং স্লিপ না দেওয়ার অভিযোগ। যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।
এক গ্রাহক অভিযোগ জানান গত ২০ তারিখে তার একাউন্টে ২০০০ টাকা ঢোকে সেই মতো তুলতেও আসেন কিন্তু অভিযুক্ত ওই কিঅক্স অপারেটর তাকে বলে হাজার টাকা ঢুকেছে এরপর তিনি ১০০০ টাকা তুলে নিয়ে বাড়ি যান কিন্তু পরবর্তীকালে অ্যাকাউন্ট চেক করে দেখেন দুই হাজার টাকা যেমন ঢুকেছে তেমন ওই ২০ তারিখেই ২০০০ টাকা তোলা হয়েছে অথচ তার হাতে দেওয়া হয়েছিল সেদিন এক হাজার টাকা মাত্র। বাকি টাকা কোথায়!
advertisement
advertisement
অন্য এক অভিযোগকারীর দাবি তার মা এই সেন্টারের গ্রাহক আজ থেকে প্রায় একমাস আগে ২০০০ টাকা তোলেন অথচ বাড়িতে তার ছেলের মোবাইলে মেসেজ যায় তিন হাজার টাকার যদিও সে সময় সন্ধ্যা হয়ে যাবার কারণে সেদিন আর যোগাযোগ সম্ভব হয়নি তবে পরের দিন বলার পর একপ্রকার অভিযোগের কথা জানানোর পর সে বাকি ১০০০ টাকা ফেরত দেয় তবে এদিনের এই ঘটনায় এই অভিযোগকারীর মনে হয়েছে অনেকেই পড়াশোনা জানেন না কিংবা নিজের অ্যাকাউন্ট সম্পর্কে সচেতন নন তাই জনরোষ তৈরি হচ্ছে না, তবে মাঝেমধ্যেই এ ধরনের ঘটনা ঘটছে।
advertisement
তবে বেশিরভাগ গ্রাহকদের অভিযোগ প্রকাশ্যে মুখ খুলতে চাওয়া গ্রাহকের সংখ্যা খুব কম কিন্তু অসচেতন ভাবেই হোক কিংবা আইনি জটিলতার সমস্যা এড়াতে অনেকেই প্রকাশ্যে বলছেন না তবে এরকম ঘটনা শুধু একটি নয় প্রতিদিন নিয়মিত হয়ে থাকে নিত্য অহরহ। যদিও অভিযুক্ত কিঅক্স মালিক এবং অপারেটর অবশ্য তার বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন, লিঙ্ক না থাকার কারণে প্রথম ঘটনাটি হয়েছিল তবে সঙ্গে সঙ্গে সে টাকা ফেরত দেওয়া হয়েছে আর দ্বিতীয় অভিযোগ যাতে স্পষ্ট ওনার ২০০০ টাকা সই করে তুলেছেন কিন্তু এখন উনি বলছেন এই সই ওনার নয়। তবে অভিযোগকারীনি ওই বৃদ্ধার পরিচিত ব্যক্তিরা দাবি তোলেন সিসি ক্যামেরা খতিয়ে দেখার জন্য সে ক্ষেত্রেও নাকি অভিযুক্ত ওই অপারেটর জানিয়েছেন সিসি ক্যামেরায় খুব বেশি থাকে না আর এখানেই গ্রাহকরা প্রশ্ন তুলেছেন মাত্র ১০ দিনের স্টোরেজ যদি না থাকে তাহলে সেই কিভাবে অনুমোদন পায় কারণ তারা জেনেছেন ন্যূনতম একমাসের তথ্য রাখা উচিত।
advertisement
তবে বিশেষজ্ঞরা বলছেন অ্যাকাউন্ট থেকে টাকা জমা এবং তোলার পরে অবশ্যই তার রশিদ এবং পাশাপাশি পাসবুক আপডেট করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ।
Mainak Debnath
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 22, 2025 7:58 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Banking Service: ব্যাঙ্কে টাকা তোলার সময় রশিদ নিচ্ছেন তো? না নিয়ে থাকলে মস্ত বড় ভুল করছেন








