নয়াদিল্লি: বিশ্বের বাজারে আবারও খানিকটা বাড়ল অশোধিত তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে পৌঁছল ৮৭.৪৭ ডলারে৷ তাই দেশের বাজারেও বদল এসেছে জ্বালানি তেলের দামে৷ দেশের বেশ কিছু শহরে পেট্রোল ডিজেলের দামে বদল এনেছে দেশের সরকারি তেল সংস্থাগুলি৷
সরকারি তেল সংস্থাগুলির জারি করা নতুন দাম অনুযায়ী রাজস্থানে আজ পেট্রোল ৫২ পয়সা সস্তা হয়ে প্রতি লিটার ১০৮.৫৮ টাকা হয়েছে। এখানে ডিজেল ৪৭ পয়সা কমে ৯৩.৮১ টাকায় নেমে এসেছে। এছাড়াও পাঞ্জাব, ওড়িশা, কর্ণাটক, কেরালা এবং মহারাষ্ট্রে পেট্রোল ও ডিজেলের দাম সামান্য বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে তা কিছুটা কমেছে। তবে কলকাতা-সহ চার মহানগরীতে জ্বালানি তেলের দামে কোনও পরিবর্তন আসেনি৷
আরও পড়ুন: ব্যাঙ্কিং ব্যবস্থাকে এই বছর আমূল বদলে দিতে চলেছে এই ডিজিটাল ট্রেন্ড, আপনি ব্যবহারে অভ্যস্ত তো?
কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা ডিজেল ৯২.৭৬ টাকা
দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা ডিজেল ৮৯.৬২ টাকা
মুম্বাই- পেট্রোল ১০৬.৩১ টাকা ডিজেল ৯৪.২৭ টাকা
চেন্নাই -পেট্রোল ১০২.৬৩ টাকা ডিজেল ৯৪.২৪টাকা
আরও পড়ুন: বাজেটে কোন কোন কর সংশোধনের উপর নজর দেওয়া উচিত সরকারের? জানাচ্ছেন বিশেষজ্ঞরা
নয়ডা-পেট্রোল ৯৭.৭৬ টাকা ডিজেল ৮৯.৯৩ টাকা
গাজিয়াবাদ- পেট্রোল ৯৬.৩২টাকা ডিজেল ৮৯.৫০ টাকা
লখনওউ- পেট্রোল ৯৬.৪৪ টাকা ডিজেল ৮৯.৬৭ টাকা
পাটনা-পেট্রোল ১০৭.২৪ টাকা ডিজেল ৯৪.০৪টাকা
প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল ডিজেলের নতুন দাম জারি করে সরকারি তেল সংস্থাগুলি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।