SBI vs Post Office Term Deposit - কোনটায় কেমন সুদের হার? কোথায় বিনিয়োগ করলে লাভ হবে?

Last Updated:

ব্যাঙ্ক ছাড়াও পোস্ট অফিস ওয়ান টাইম ডিপোজিটও এফডি-র জন্য বেশ নিরাপদ বিকল্প। এক্ষেত্রে ত্রৈমাসিক হিসেবে হারের সংশোধন করা হয়।

কলকাতা: সমস্ত শীর্ষস্থানীয় ব্যাঙ্কই নিজেদের গ্রাহকদের এফডি খোলার দুর্দান্ত বিকল্প প্রদান করে থাকে। নয়া আমানতকারীদের জন্য বেশ কয়েকটি ব্যাঙ্ক আবার সাম্প্রতিক সময়ে আমানতের হার বৃদ্ধি করেছে। ১০ মাস আগেই গড় ৫ শতাংশ থেকে এফডি-র হার বাড়িয়ে ৭ শতাংশেরও বেশি করা হয়েছে। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই, এইচডিএফসি ব্যাঙ্কের মতো ব্যাঙ্কগুলি এফডি-তে সুদের হার বাড়িয়েছে। ব্যাঙ্ক ছাড়াও পোস্ট অফিস ওয়ান টাইম ডিপোজিটও এফডি-র জন্য বেশ নিরাপদ বিকল্প। এক্ষেত্রে ত্রৈমাসিক হিসেবে হারের সংশোধন করা হয়।
পোস্ট অফিস টার্ম ডিপোজিট স্কিম অনেকটাই ব্যাঙ্ক এফডি-র মতো। পোস্ট অফিস ১ থেকে ৫ বছরের জন্য টার্ম ডিপোজিট প্রদান করে। ব্যাঙ্ক এফডি-র মতো বিনিয়োগকারীরা নিশ্চিত রূপে রিটার্ন লাভ করেন পোস্ট অফিস টার্ম ডিপোজিটের মেয়াদের মাধ্যমে। এক বছরের ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার হল ৬.৬ শতাংশ। পাঁচ বছরের ডিপোজিটের জন্য পোস্ট অফিস ৭ শতাংশ সুদের হার প্রদান করে। ১ জানুয়ারি, ২০২৩ তারিখ থেকে এই হার কার্যকর হয়েছে।
advertisement
advertisement
সাম্প্রতিক পোস্ট অফিস টার্ম ডিপোজিট সুদের হার:
১ বছরের আমানত ৬.৬ শতাংশ
২ বছরের আমানত ৬.৮ শতাংশ
৩ বছরের আমানত ৬.৯ শতাংশ
৫ বছরের আমানত ৭.০ শতাংশ
advertisement
সাম্প্রতিক এসবিআই ফিক্সড ডিপোজিট সুদের হার:
৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে এসবিআই এফডি সাধারণ গ্রাহকদের জন্য ৩ থেকে ৭.১ শতাংশ সুদের হার প্রদান করে। ডিপোজিটের উপর প্রবীণ নাগরিকরা ৫০ বেসিস পয়েন্ট অতিরিক্ত পান। ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ থেকে এই সুদের হার কার্যকর হয়েছে।
৭ দিন থেকে ৪৫ দিন - ৩ শতাংশ
advertisement
৪৬ দিন থেকে ১৭৯ দিন - ৪.৫ শতাংশ
১৮০ দিন থেকে ২১০ দিন - ৫.২৫ শতাংশ
২১১ দিন থেকে ১ বছরের নিচে - ৫.৭৫ শতাংশ
১ বছর থেকে ২ বছরের নিচে - ৬.৮ শতাংশ
৪০০ দিন (অমৃত কলস) - ৭.১০ শতাংশ
২ বছর থেকে ৩ বছরের নিচে - ৭.০০ শতাংশ
advertisement
৩ বছর থেকে ৫ বছরের নিচে - ৬.৫ শতাংশ
৫ বছর এবং ১০ বছর পর্যন্ত - ৬.৫ শতাংশ
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
SBI vs Post Office Term Deposit - কোনটায় কেমন সুদের হার? কোথায় বিনিয়োগ করলে লাভ হবে?
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement