কলকাতা: সমস্ত শীর্ষস্থানীয় ব্যাঙ্কই নিজেদের গ্রাহকদের এফডি খোলার দুর্দান্ত বিকল্প প্রদান করে থাকে। নয়া আমানতকারীদের জন্য বেশ কয়েকটি ব্যাঙ্ক আবার সাম্প্রতিক সময়ে আমানতের হার বৃদ্ধি করেছে। ১০ মাস আগেই গড় ৫ শতাংশ থেকে এফডি-র হার বাড়িয়ে ৭ শতাংশেরও বেশি করা হয়েছে। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই, এইচডিএফসি ব্যাঙ্কের মতো ব্যাঙ্কগুলি এফডি-তে সুদের হার বাড়িয়েছে। ব্যাঙ্ক ছাড়াও পোস্ট অফিস ওয়ান টাইম ডিপোজিটও এফডি-র জন্য বেশ নিরাপদ বিকল্প। এক্ষেত্রে ত্রৈমাসিক হিসেবে হারের সংশোধন করা হয়।
পোস্ট অফিস টার্ম ডিপোজিট স্কিম অনেকটাই ব্যাঙ্ক এফডি-র মতো। পোস্ট অফিস ১ থেকে ৫ বছরের জন্য টার্ম ডিপোজিট প্রদান করে। ব্যাঙ্ক এফডি-র মতো বিনিয়োগকারীরা নিশ্চিত রূপে রিটার্ন লাভ করেন পোস্ট অফিস টার্ম ডিপোজিটের মেয়াদের মাধ্যমে। এক বছরের ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার হল ৬.৬ শতাংশ। পাঁচ বছরের ডিপোজিটের জন্য পোস্ট অফিস ৭ শতাংশ সুদের হার প্রদান করে। ১ জানুয়ারি, ২০২৩ তারিখ থেকে এই হার কার্যকর হয়েছে।
সাম্প্রতিক পোস্ট অফিস টার্ম ডিপোজিট সুদের হার:
১ বছরের আমানত ৬.৬ শতাংশ
২ বছরের আমানত ৬.৮ শতাংশ
৩ বছরের আমানত ৬.৯ শতাংশ
৫ বছরের আমানত ৭.০ শতাংশ
আরও পড়ুন: আয়কর দফতরের কড়া নিয়ম; এসব ভুলেও করে থাকলে মাশুল গুণতে হবে আপনাকে!সাম্প্রতিক এসবিআই ফিক্সড ডিপোজিট সুদের হার:
৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে এসবিআই এফডি সাধারণ গ্রাহকদের জন্য ৩ থেকে ৭.১ শতাংশ সুদের হার প্রদান করে। ডিপোজিটের উপর প্রবীণ নাগরিকরা ৫০ বেসিস পয়েন্ট অতিরিক্ত পান। ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ থেকে এই সুদের হার কার্যকর হয়েছে।
৭ দিন থেকে ৪৫ দিন - ৩ শতাংশ
৪৬ দিন থেকে ১৭৯ দিন - ৪.৫ শতাংশ
১৮০ দিন থেকে ২১০ দিন - ৫.২৫ শতাংশ
২১১ দিন থেকে ১ বছরের নিচে - ৫.৭৫ শতাংশ
১ বছর থেকে ২ বছরের নিচে - ৬.৮ শতাংশ
৪০০ দিন (অমৃত কলস) - ৭.১০ শতাংশ
২ বছর থেকে ৩ বছরের নিচে - ৭.০০ শতাংশ
৩ বছর থেকে ৫ বছরের নিচে - ৬.৫ শতাংশ
৫ বছর এবং ১০ বছর পর্যন্ত - ৬.৫ শতাংশ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।