কোথায় বিনিয়োগ করলে লাভ, কোথায় লোকসান? দেখে নিন আজ বাজারের সামগ্রিক পরিস্থিতি!

Last Updated:

আজ বিনিয়োগ বাজারের সামগ্রিক অবস্থা দেখে নেওয়া যাক।

#কলকাতা: ডানা মেলার তেমন জায়গা পাচ্ছে না ভারতীয় স্টক মার্কেট। সোমবার, বিএসই সেনসেক্স ৫১ পয়েন্ট কমে ৬২,১৩০ এবং নিফটি ০.৬০ পয়েন্ট বেড়ে ১৮,৪৯৭-তে পৌঁছয়। মঙ্গলবারও বাজার ফ্ল্যাট যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এসজিএক্স নিফটির প্রবণতা ৩৪ পয়েন্ট বৃদ্ধির ইঙ্গিত রয়েছে। পিভট চার্ট অনুসারে, নিফটির মূল সমর্থন স্তরটি ১৮,৩৮৮-তে, তারপর ১৮,৩৪৬ এবং ১৮২৭৯-তে রাখা হয়েছে। যদি সূচক উপরে যায়, তাহলে লক্ষ্য রাখতে হবে ১৮৫২২-এর পরে ১৮৫৬৩ এবং ১৮৬৩১-এর দিকে। এই পরিস্থিতিতে আজ বিনিয়োগ বাজারের সামগ্রিক অবস্থা দেখে নেওয়া যাক।
ইউএস মার্কেট: ইউএস স্টক ইনডেক্সগুলো ট্রেডিং সপ্তাহের শুরুতে বড়সড় লাফের অপেক্ষায় প্রহর গুণছে। মাইক্রোসফট এবং ফাইজার লাভের মুখ দেখছে। বাড়তে চলেছে তাদের শেয়ার দর। আজ মঙ্গলবার মুদ্রাস্ফীতির দিকে নজর রাখতে হবে বিনিয়োগকারীদের। সপ্তাহের শেষ দিকে ফেডেরাল রিজার্ভ নতুন কোনও আর্থিক নীতি ঘোষণা করতে পারে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ৫২৮.৫৬ পয়েন্ট বা ১.৫৮ শতাংশ বেড়ে ৩৪,০০৫.০৪, এসঅ্যান্ডপি ১.৪৩ শতাংশ বেড়ে ৩,৯৯০.৫৬ এবং নাসডাক কম্পোজিট ১৩৯.৪১ শতাংশ যোগ করেছে।
advertisement
advertisement
এশিয়ার বাজার: মঙ্গলবার ওয়াল স্ট্রিটে প্রভাব বিস্তার করেছে এশিয়ান স্টক। দেখা গিয়েছে বাড়তি উচ্ছ্বাস। ইউএস ফেডারেল রিজার্ভ এবং অন্যান্য কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতির জেরে সুদের হার বাড়ানোর আশা ছিল। জাপানের বাইরে এশিয়া-প্যাসিফিক শেয়ারের এমএসসিআই-এর বিস্তৃত সূচক ০.১৭ শতাংশ বেড়েছে যেখানে জাপানের নিক্কেই এবং সিওলের কেওএসপিআই সূচক যথাক্রমে ০.৩২ শতাংশ এবং ০.০১ শতাংশ বেশি ছিল৷ অস্ট্রেলিয়ান শেয়ার ০.৩৪ শতাংশ বেড়েছে।
advertisement
ডলার ইনডেক্স: মঙ্গলবার ডলালের অবস্থান যথেষ্ট দৃঢ় থাকবে বলেই আশা করছেন বিশেষজ্ঞরা। মুদ্রাস্ফীতি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। এই নিয়ে ফেডারেল রিজার্ভের সঙ্গে একপ্রস্থ বৈঠকও হয়েছে। তা যথেষ্ট আশাপ্রদ বলেই খবর। ফলে বাজারে তার প্রভাব পড়বে। এক মাস আগে বন্ড কেনা এবং ডলার বিক্রির ধুম পড়ে গিয়েছিল। বিনিয়োগকারীরা মনে করছিলেন, মুদ্রাস্ফীতি চরমে পৌঁছবে। ১৩৩০ জিএমটি এখন সেই অনুমানেরই পরীক্ষা নেবে। ডলার রাতারাতি ইয়েনের উপর ০.৮ শতাংশ উঠেছে। এবং মঙ্গলবার এশিয়ার প্রথম বাণিজ্যে ১৩৭.৬২ ইয়েনে স্থির ছিল। এটি অস্ট্রেলিয়ান ডলার প্রতি ০.৬৭৫৬ ডলার লাভ করেছে।
advertisement
এসজিএক্স নিফটি: ভারতে এসজিএক্স নিফটি-র ৩৪ পয়েন্ট বৃদ্ধির ইঙ্গিত রয়েছে। ফলে বাজার ফ্ল্যাট থেকে উপরের দিকে উঠতে পারে। সিঙ্গাপুর এক্সচেঞ্জে নিফটি ফিউচার ১৮,৬৩২ স্তরের কাছাকাছি ট্রেড করছিল।
টাটা মোটরস আইপিও রুটের মাধ্যমে আর্ম টাটা টেকনোলজিসে আংশিক বিনিয়োগের অনুমোদন পেয়েছে: বাণিজ্যিক এবং যাত্রীবাহী যানবাহন নির্মাণ সংস্থা টাটা মোটরস আইপিও রুটের মাধ্যমে সহায়ক প্রতিষ্ঠান টাটা টেকনোলজিস (টিটিএল)-এ আংশিক বিনিয়োগের অনুমোদন পেয়েছে। কোম্পানি খুব শীঘ্রই আইপিও সম্পর্কিত যাবতীয় ঘোষণা করবে।
advertisement
নভেম্বরে সিপিআই মূল্যস্ফীতি ১১ মাসের সর্বনিম্ন ৫.৮৮ শতাংশে নেমে এসেছে: মুদ্রাস্ফীতির জ্বালায় জেরবার ভারত। জিনিসপত্রের সাম বাড়ছে হু হু করে। তবে আশার কথা হল নভেম্বরে মূল্যস্ফীতি ১১ মাসের সর্বনিম্ন ৫.৮৮ শতাংশে নেমে এসেছে। তার আগের মাস অর্থাৎ সেপ্টেম্বরে মুল্যস্ফীতির হার ছিল ৬.৭৭ শতাংশ। ১২ ডিসেম্বর এই তথ্য প্রকাশ করেছে কেন্দ্রের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক। এর প্রভাব শেয়ার বাজারে পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সর্বশেষ কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই) অনুযায়ী মূল্যস্ফীতির হার এই মুহূর্তে সবচেয়ে কম। ১১ মাসে সর্বনিম্ন।
advertisement
অক্টোবরে শিল্প উৎপাদন ৪ শতাংশ কমেছে, গত ২ বছরে সবচেয়ে খারাপ পারফরমেন্স: ভারতের শিল্প উৎপাদন, ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন (আইআইপি) অনুসারে অক্টোবরে ৪ শতাংশ কমেছে। গত ২ বছরের মধ্যে সবচেয়ে খারাপ পারফরমেন্স এটাই। ১২ ডিসেম্বর এই তথ্য প্রকাশ করেছে কেন্দ্রের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক। সেপ্টেম্বরে শিল্প উৎপাদন ৩.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। অগাস্টে শিল্প উৎপাদন ০.৭ শতাংশ সঙ্কুচিত হয়েছে। অক্টোবরে আইআইপির পতন সর্বসম্মত অনুমানের চেয়ে অনেক কম।
advertisement
এফআইআই এবং ডিআইআই ডেটা: এনএসই-তে প্রকাশিত অস্থায়ী তথ্য অনুসারে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ১৪৮.৮১ কোটি টাকার শেয়ার বিক্রি করে দিয়েছে। একই সময়ে দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ১২ ডিসেম্বর ৬৯৫.৬০ কোটি টাকার শেয়ার কিনেছে।
আসছে কারস আইপিও: ল্যান্ডমার্ক কার, প্রিমিয়াম এবং বিলাসবহুল ব্র্যান্ডগুলির জন্য আইপিও খোলার আগে অ্যাঙ্কর বুকের মাধ্যমে ১৬৫.৩০ কোটি টাকা সংগ্রহ করেছে। কোম্পানি তার বিএসই ফাইলিংয়ে জানিয়েছে ৩২.৬৬ লাখ শেয়ার অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ করা হয়েছে। শেয়ার প্রতি মূল্য ৫০৬ টাকা।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কোথায় বিনিয়োগ করলে লাভ, কোথায় লোকসান? দেখে নিন আজ বাজারের সামগ্রিক পরিস্থিতি!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement