পিইউসি না থাকলে গাড়ির বিমা পাওয়া যাবে না? জেনে নিন আইআরডিএআই-এর নিয়ম
Last Updated:
বৈধ পিইউসি সার্টিফিকেট ছাড়া গাড়ির বিমা করবে না ভারতের বিমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ।
#নয়াদিল্লি: দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র না থাকলে কি গাড়ির বিমার দাবি করা যাবে না? পিইউসি বা ‘পলিউশন আন্ডার কন্ট্রোল’ সার্টিফিকেট থেকেই বোঝা যায় সেই গাড়ির ধোঁয়া থেকে কতটা দূষণ ছড়াচ্ছে বা সেই গাড়ি রাস্তায় নামানো নিরাপদ কি না!
যে কোনও অনুমোদিত ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে পিইউসি সার্টিফিকেট নেওয়া যায়। নির্দিষ্ট যান থেকে নির্গত কার্বন মনোঅক্সাইডের পরিমাণ আইনত গ্রহণযোগ্য সীমার মধ্যে রয়েছে কিনা তা নিশ্চিত করে এই সার্টিফিকেট। দেশে গাড়ি চালানোর জন্য প্রয়োজনীয় প্রাথমিক নথিগুলির মধ্যে এটি অন্যতম।
এডেলওয়েস জেনারেল ইনস্যুরেন্সের চিফ টেকনিক্যাল অফিসার নীতিন দেও বলেন, ‘ভারত সরকার ১৯৮৯ সালের সেন্ট্রাল মোটর ভেহিকেলস রুলের অধীনে সমস্ত যানবাহনের জন্য পিইউসি সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে। তাই বৈধ পিইউসি সার্টিফিকেট ছাড়া গাড়ির বিমা করবে না ভারতের বিমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ’।
advertisement
advertisement
আইআরডিএআই-এর বিজ্ঞপ্তি অনুসারে গাড়ির মালিকদের বিমা পুনর্নবীকরনের সময়ও বৈধ পিইউসি শংসাপত্র জমা দিতে হয়। আইন অনুসারে, তৃতীয় পক্ষের বিমা ছাড়া কোনও যানবাহন চলতে পারে না। আইআরডিএআই-এর এই বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের একটি রায়ের উপর ভিত্তি করে জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, পলিসি পুনর্নবীকরণের সময় পিইউসি শংসাপত্র না থাকলে বিমাকারীরা গাড়ি বিমা করাতে পারবেন না। কিন্তু তার মানে এই নয়, বৈধ পিইউসি শংসাপত্র না থাকলে বিমার দাবি করা যাবে না বা প্রত্যাখ্যান হবে।
advertisement
নয়া কেওয়াইসি নিয়ম অনুযায়ী, বিমা দাবি নিষ্পত্তি প্রক্রিয়া সহজ করার জন্য নতুন প্রবর্তিত কেওয়াইসি নিয়মে পিইউসি শংসাপত্রের সঙ্গে কোনও সম্পর্ক নেই। এই প্রসঙ্গে নীতিন দেও বলেন, ‘২০২০ সালের ২৬ অগাস্ট আইআরডিএআই একটি বিজ্ঞপ্তি জারি করে। কিন্তু কিছু সংবাদমাধ্যম সেই নির্দেশিকাকে ভুলভাবে উপস্থাপন করে বলে অভিযোগ। সেখানেই আইআরডিএআই স্পষ্ট ভাবে জানিয়েছিল, বৈধ পিইউসি শংসাপত্র না থাকলে বিমার দাবি করা যাবে না এমনটা নয়’।
advertisement
আরও পড়ুন : করোনা না ডেঙ্গু! জ্বর, ঠান্ডা লাগা, শরীরে ব্যথার মতো সাধারণ লক্ষণগুলো আলাদা করবেন কীভাবে?
এসিকেও-এর মোটর ম্যান্ডাররাইটিং-এর সিনিয়র ডিরেক্টর অনিমেষ দাস বলেন, ‘বিমা দাবি করার সঙ্গে পিইউসি স্ট্যাটাসের সম্পর্ক নেই। বাজারে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছিল। বলা হয়েছিল, বিমা চাইতে গেলে পিইউসি বাধ্যতামূলক, তবে এটি ভুল’। ধরা যাক, পিইউসি সার্টিফিকেটের মেয়াদ শেষ হওয়ার পর কারও গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে বিমাকারী আইনত তাঁর বিমা মিটিয়ে দিতে বাধ্য।
advertisement
বৈধতা: নতুন গাড়ি কেনার পর পিইউসি সার্টিফিকেট প্রথম বছরের জন্য বৈধ। এরপর প্রতি ৩ থেকে ৬ মাসে একবার পিইউসি চেক করাতে হবে সে পেট্রোল বা ডিজেল গাড়ি যাই হোক। সুতরাং, পিইউসি শংসাপত্র পুনর্নবীকরণ করার জন্য গাড়ির দূষণ নির্গমন মাত্রা নিয়মিত পরীক্ষা করা বাধ্যতামূলক।
ইভি: বৈদ্যুতিক যানবাহনের জন্য পিইউসি সার্টিফিকেটের দরকার নেই।
Location :
First Published :
November 10, 2022 2:21 PM IST