North Dinajpur News: কম সময়ে কম খরচে ঝিংয়ে চাষ করে লাখ লাখ টাকা আয়! জেনে নিন সঠিক পদ্ধতি

Last Updated:

বাজারে এখন হাইব্রিড জাতের অনেক ঝিঙে পাওয়া যায়। উচ্চ জৈব পদার্থ সমৃদ্ধ দোঁআশ মাটি ঝিঙে চাষের জন্য উত্তম।

+
title=

উত্তর দিনাজপুর: ঝিংয়ে উত্তর দিনাজপুরের একটি জনপ্রিয় গ্রীষ্মকালীন সবজি। উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন গ্রামে প্রায় কম বেশি এই ঝিংয়ে চাষ করা হয়। তবে সঠিক পদ্ধতিতে ঝিংয়ে চাষ করলে ভাল ফলন পাওয়া যায়। ঝিংয়ে চাষের সঠিক পদ্ধতি সম্পর্কে কৃষক দীপু দেবশর্মা জানান আমাদের দেশে বর্তমানে দুই ধরণের ঝিংয়ে চাষ করা হয়।
দেশি ঝিংয়ে ও হাইব্রিড জাতের ঝিংয়ে। দেশী জাতের ঝিংয়ে আকারে ছোট, দ্রুত আশ হয়ে যায়, স্বাদে কিছুটা তেতো এবং ফলন কম। অপর দিকে হাইব্রিড জাতের ঝিংয়ে আকারে বড় লম্বা, সুস্বাদু এবং বীজ নরম ও রসালো।তাই বর্তমানে হাইব্রিড জাতের ঝিংয়ে চাষ করার প্রতি বেশি আগ্রহ দেখা যায় সকলের।
advertisement
advertisement
বাজারে এখন হাইব্রিড জাতের অনেক ঝিংয়ে পাওয়া যায়।উচ্চ জৈব পদার্থ সমৃদ্ধ দোঁআশ মাটি ঝিংয়ে চাষের জন্য উত্তম।এই ঝিংয়ের বীজ বপনের উত্তম সময় ফেব্রুয়ারি থেকে মার্চ মাস ।দীপু বাবু জানান ঝিংয়ে চাষের পূর্বে জমিকে প্রথমে ভাল ভাবে চাষ ও মই দিয়ে এমনভাবে তৈরি করতে হবে যেন জমিতে কোন আগাছা না থাকে।
advertisement
ঝিংয়ে লাগানোর পর চারাপাতা হলেই মাচা করে দিতে হবে ও নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে। সারি থেকে সারির সাধারণ দূরত্ব ১০০ সেন্টিমিটার হবে ও গোবর সার, খোল, সুপার ফসফেটপ্রয়োগ করতে হবে। রাসায়নিক সার প্রয়োজনে খুব অল্প পরিমাণে প্রয়োগ করতে হবে।
advertisement
ঝিংয়ে বাদামী রঙের ছাতা রোগের আক্রমণদেখা যায়, পাতায় হলুদ ছোপ পড়ে ও পাতার নীচের দিক বাদামী হয়ে যায়, তাই ছত্রাকনাশক রাসায়নিক স্প্রে করা প্রয়োজন। ঝিংয়ে একটি অতি পুষ্টিকর ও সুস্বাদু ফসল, তাই ঝিংয়ের চাহিদাও বেশী। এই চাষ চাষীদের লাভবান করবে সামান্য কিছু খরচে লাভজনক এই ঝিংয়ে চাষ। ঝিংয়ে গাছ লাগানোর দেড় থেকে দুই মাসের মধ্যে ঝিংয়ে সংগ্রহ করা যায়।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
North Dinajpur News: কম সময়ে কম খরচে ঝিংয়ে চাষ করে লাখ লাখ টাকা আয়! জেনে নিন সঠিক পদ্ধতি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement