আধার কার্ডে বার-বার বদলাতে পারবেন না নাম, দেখে নিন কত বার আপডেট করার সুযোগ মিলবে

Last Updated:

কোন তথ্যগুলি আপনি যখন ইচ্ছে বদল করতে পারবেন?

#নয়াদিল্লি: দেশের সব নাগরিকদের জন্য আধার কার্ড (Aadhar card) বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ৷ বাকি ডকুমেন্টের থেকে আধার কার্ড আলাদা এই জন্য কারণ এখানে নাগরিকদের বায়োমেট্রিক তথ্য রয়েছে ৷ আধারে আপনার সমস্ত তথ্য আপডেটেড রাখা অত্যন্ত জরুরি ৷
অনেক সময় দেখা গিয়েছে আধার তৈরির সময় ভুল তথ্য দিয়ে ফেলেছেন অনেকেই ৷ এর জেরে আধার কার্ড ব্যবহারের সময় সমস্যায় পড়তে হতে পারে ৷ আধারে সমস্ত তথ্য সম্পূর্ণ থাকা জরুরি ৷ আধার জারি করে থাকা সংস্থা UIDAI, আধার কার্ডে নাম, জন্মদিন, ঠিকানা, মোবাইল নম্বর, লিঙ্গ ইত্যাদি তথ্য বদলানোর সুবিধা দিয়ে থাকে ৷ কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে বেশি কিছু জিনিস বার বার বদলাতে পারবেন না ৷ দেখে নিন কোন তথ্য কতবার আপডেট করতে পারবেন -
advertisement
advertisement
নাম বদল করতে পারবেন দু’বার-
আধার কার্ডে আপনার নামের বানান ভুল থাকলে বা বিয়ের পর মহিলারা তাদের পদবী বদলাতে চাইলে নাম বদলাতে পারবেন ৷ UIDAI অনলাইন ও অফলাইন, দু’ভাবেই নাম বদল করা যেতে পারে ৷ কিন্তু খেয়াল রাখতে হবে আধার কার্ডে নাম আপডেট (Name Update in Aadhar card) কেবল দু’বার করা যাবে ৷
advertisement
লিঙ্গ কেবল একবার বদলাতে পারবেন
আধার তৈরির সময় যদি লিঙ্গ ভুল দিয়ে ফেলেন UIDAI এর নিয়ম অনুযায়ী, এখানে বদল করা যেতে পারে ৷ আধার কার্ডে জেন্ডার আপডেট (Gender Update in Aadhar card) করার কেবল একটাই সুযোগ দেওয়া হয় ৷
advertisement
জন্মদিন বদলানোর কেবল একটি সুযোগ
UIDAI এক নিয়ম অনুযায়ী, যে কোনও ব্যক্তির আধার কার্ডে ভুল জন্মদিন দেওয়া থাকলে সেটা আপডেট করার কেবল একটি সুযোগ পাবেন (Date Of Birth Update in Aadhar card) ৷ এরপর আর কোনও বদল করা যাবে না ৷
কোন তথ্যগুলি আপনি যখন ইচ্ছে বদল করতে পারবেন?
আধার কার্ডে বাড়ির ঠিকানা, ই-মেল আইডি, মোবাইল নম্বর, ছবি, ফিঙ্গার প্রিন্ট ও রেটিনা স্ক্যান আপনি একাধিকবার আপডেট করতে পারবেন ৷ এগুলি আপডেট করার কোনও নির্দিষ্ট সীমা নেই ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আধার কার্ডে বার-বার বদলাতে পারবেন না নাম, দেখে নিন কত বার আপডেট করার সুযোগ মিলবে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement