Howrah News: জমি ছাড়াই অভিনব উপায়ে হলুদ চাষ! ব্যাপক লাভের মুখ দেখছেন এই কৃষক
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
এবার চাষের পরিমাণ বেড়েছে, অভিনব উপায়ে এই হলুদ চাষে লাগেনা জমি।, বাড়ির উঠান আনাচ কানাচে বা ছাদে হলুদ চাষ হবে সহজেই।
হাওড়া: জমি ছাড়া বিশেষ উপায়ে হলুদ চাষ করে সফল চাষি। প্রথম বছর পরীক্ষামূলক চাষ সফলতা। এবার চাষের পরিমাণ বেড়েছে। অভিনব উপায়ে এই হলুদ চাষ লাগেনা জমি। বাড়ির উঠান আনাচ কানাচে বা ছাদে হলুদ চাষ হবে সহজে। জানা যায়, এই চাষে প্লাস্টিকের বস্তার মধ্যে অর্ধেক পরিমাণ সার বালি মিশ্রণ করা মাটি দিয়ে বীজ পোতা। তারপর নিয়ম করে পরিচর্যা।
এরপর কয়েক মাস পরে প্রচুর হলুদ।হলুদ রান্নার কাজের পাশাপাশি ভেষজ ওষুধ হিসেবে দারুণ উপকারি। রান্নার কাজে প্রতিদিন দারুন ভাবে ব্যবহার হয়। বাজারে সহজে মিলছে হলুদ। তবে হলুদের মান নিয়ে যথেষ্ট প্রশ্ন চিহ্ন। সেই দিকে থেকে এই উপায়ে বাড়িতে হলুদ চাষ করা সম্ভব।
আরও পড়ুন: ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়ে এ কী করলেন গ্রাহক! ভাইরাল ভিডিও দেখে চোখ কপালে উঠেছে আম জনতার
advertisement
advertisement
এই চাষে মাটিতে ২৫ শতাংশ বালি এবং জৈব সার মিশিয়ে বস্তায় রাখা। এক একটি বস্তায় অর্ধেক পরিমাণ মাটি। তাতে হলুদ বীজ দিয়ে পরিচর্যা। জানা যায়, এভাবে এক একটি বস্তায় মিলতে পারে ১ কেজি বা তারও বেশি পরিমাণ হলুদ।এই প্রক্রিয়ায় হলুদ চাষে আয়ের সুযোগ রয়েছে খুব ভালো।
বিস্তারিত জানান হলুদ চাষী পান্নালাল সাঁতরা। কৃষি বিভাগের পরামর্শ মত প্রথম চাষ শুর করে সফল তিনি। গাছ লাগানোর পর বিশেষভাবে লক্ষণীয় গাছের গোড়ায় আগাছা না জন্মাতে দেওয়া।
advertisement
পাশাপাশি কিছুদিন অন্তর গাছের গোড়ার মাটি খুসে দেওয়া। ইচ্ছে হলে দু এক মাস অন্তর অল্প সরিষা খোল বা অল্প পরিমাণ জৈব সার ব্যবহার করা যেতে পারে। তবে প্রথমেই যেহেতু মাটিতে জৈব সার মেশানো রয়েছে তাতে খুব বেশি সার এর প্রয়োজনীয়তা থাকে না।রাকেশ মাইতি
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 03, 2023 4:13 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Howrah News: জমি ছাড়াই অভিনব উপায়ে হলুদ চাষ! ব্যাপক লাভের মুখ দেখছেন এই কৃষক