Mahila Samman Savings Certificate: বিনিয়োগের দুর্দান্ত বিকল্প! মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট ব্যাঙ্ক এফডি-র থেকে কতটা আলাদা?

Last Updated:

এক্ষেত্রে মেয়েরা ২ লক্ষ টাকা জমা রাখার সুবিধা পাবেন এবং মিলবে ৭.৫ শতাংশের স্থায়ী সুদের হার।

কলকাতা: চলতি বছরের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ মহিলা বিনিয়োগকারীদের জন্য একটি দারুন স্কিম ঘোষণা করেছেন। এই এককালীন ছোট সেভিংস প্রোগ্রামের নাম মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট। এক্ষেত্রে কোনও মহিলা অথবা নাবালিকার নামে খোলা যেতে পারে অ্যাকাউন্ট।
এই ক্ষুদ্র সঞ্চয়ের স্কিমে সর্বোচ্চ জমার পরিমাণ ধার্য করা হয়েছে ২ লক্ষ টাকা। আর দুই বছর মেয়াদের এই মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট শুরু হচ্ছে ২০২৩ সালের এপ্রিল মাস থেকে। আর এর মেয়াদ হবে ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত। এক্ষেত্রে মেয়েরা ২ লক্ষ টাকা জমা রাখার সুবিধা পাবেন এবং মিলবে ৭.৫ শতাংশের স্থায়ী সুদের হার।
advertisement
advertisement
ভারত সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রোগ্রামে এখন মিলবে আংশিক প্রত্যাহারের বিকল্পও। আবার আয়কর আইনের ৮০সি ধারার আওতায় স্মল সেভিংস প্ল্যানগুলির ক্ষেত্রে মেলে তাৎপর্যপূর্ণ কর সংক্রান্ত সুবিধাও। যদিও এই স্কিমের ট্যাক্সের কাঠামো এখনও স্পষ্ট নয়। কিছু অতিরিক্ত সুবিধা-সহ মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট কিন্তু ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের তুলনায় বিনিয়োগের ভাল বিকল্প হতে পারে। কারণ মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটের সুদের হার অত্যন্ত বেশি।
advertisement
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই-এর প্রদেয় সুদের হার ৬.৭৫ শতাংশ। যা তাৎপর্যপূর্ণ ভাবে বহু বেসরকারি ব্যাঙ্ক এবং ছোট আর্থিক প্রতিষ্ঠানগুলির তুলনায় অনেকটাই কম। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং এইচডিএফসি-র মতো ব্যাঙ্কগুলি এই ২ বছরের মেয়াদের ডিপোজিটের উপর ৭ শতাংশ হারে সুদ দিয়ে থাকে।
advertisement
এসএজি ইনফোটেক-এর এমডি অমিত গুপ্তার মতে, মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট যে সুদের হার প্রদান করছে, তা কম করে বিখ্যাত প্রতিষ্ঠানগুলির বিদ্যমান ফিক্সড ডিপোজিট হারের তুলনায় ০.৫০ থেকে ১ শতাংশ বেশি। যদিও বিনিয়োগকারীদের ব্যাঙ্কের নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতার বিষয়টাও পরীক্ষা করে নিতে হবে। এটাও মাথায় রাখতে হবে যে, আরবিআই-এর ডিপোজিট ইনস্যুরেন্স প্ল্যানের আওতায় স্মল ফিনান্স ব্যাঙ্ক-সহ নির্ধারিত ব্যাঙ্কগুলির ডিপোজিট কিন্তু ৫ লক্ষ চাকা পর্যন্ত সুরক্ষিত। আর মহিলা সম্মান কিন্তু সরকার দ্বারা সমর্থিত।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Mahila Samman Savings Certificate: বিনিয়োগের দুর্দান্ত বিকল্প! মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট ব্যাঙ্ক এফডি-র থেকে কতটা আলাদা?
Next Article
advertisement
'বন্ধু, রহো সাথে...' চোখের ঈশারাতেই ২৩ বছর পার! বুলি ফোটে না, তবু 'কথা' দিয়ে 'কথা' রেখেছেন উত্তম-উজ্জ্বলা
'বন্ধু, রহো সাথে..' চোখের ঈশারায় ২৩ বছর পার! বুলি ফোটে না, তবু কথা দিয়ে কথা রেখেছেন দম্পতি
  • ২৩ বছর ধরে কথা না বলেও ইশারায় সংসার চালাচ্ছেন উত্তম ও উজ্জ্বলা

  • শিলিগুড়িতে চা-বিস্কুট বিক্রি করে

  • প্রেম ও পাশে থাকার এ এক অনন্য নজির

VIEW MORE
advertisement
advertisement