Jan Dhan যোজনায় মিলছে দারুণ সুবিধা, আপনি কি এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ? জেনে নিন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
প্রধানমন্ত্রী জন ধন যোজনা, সংক্ষেপে PMJDY প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালের ২৮ অগাস্ট চালু করেছিলেন।
কলকাতা: সরকারি তরফে দেশের নাগরিকদের জন্য নানা প্রকল্পের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) ইত্যাদি সুপরিচিত, এগুলোর কথা অনেকেই জানেন। এছাড়াও দেশের নাগরিকদের জীবনযাত্রার উন্নতিকল্পে একাধিক সরকারি প্রকল্প চালু করা হয়েছে। এরই মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী জন ধন যোজনা, যা দেশের নাগরিকদের সঞ্চয় বৃদ্ধি এবং আর্থিক সমৃদ্ধির লক্ষ্যে পরিচালিত হয়ে থাকে। এক নজরে দেখে নেওয়া যাক এই সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য।
প্রধানমন্ত্রী জন ধন যোজনা, সংক্ষেপে PMJDY প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালের ২৮ অগাস্ট চালু করেছিলেন। এটি একটি জাতীয় মিশন, যার লক্ষ্য রেমিট্যান্স, ক্রেডিট, বিমা, পেনশন, ব্যাঙ্কিং সঞ্চয় এবং আমানত অ্যাকাউন্ট সহ বিভিন্ন আর্থিক পরিষেবাগুলিতে অ্যাক্সেস প্রদান করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালের ১৫ অগাস্ট তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে এই প্রকল্পটি প্রথম ঘোষণা করেছিলেন। প্রধানমন্ত্রী জন ধন যোজনা আর্থিক অন্তর্ভুক্তির জন্য জাতীয় মিশন, ২০২০ সালের অগাস্ট মাসে সফল বাস্তবায়নের ৬ বছর পূর্ণ করেছে। এর আর্থিক অন্তর্ভুক্তি হল সুবিধাবঞ্চিত এবং নিম্ন-আয়ের গোষ্ঠীর বিশাল অংশের কাছে সাশ্রয়ী মূল্যে আর্থিক পরিষেবা সরবরাহ করা, তাদের আর্থিক পণ্য এবং পরিষেবাগুলিতে সময়মতো এবং পর্যাপ্ত অ্যাক্সেস প্রদান করা।
advertisement
advertisement
ভারতে কোভিড ১৯-এর প্রাদুর্ভাবের সঙ্গে ভারতের অর্থমন্ত্রী, নির্মলা সীতারমণ ভাতা প্রদানের ঘোষণা করেছিলেন- আগামী তিন মাসের জন্য প্রত্যেক মহিলা জন ধন অ্যাকাউন্ট হোল্ডারদের প্রতি মাসে ৫০০ টাকা। এই ঘোষণাটি ২০২০ সালের ২৬ মার্চ করোনার ফলে সৃষ্ট ক্ষতির দিকে একটি উদ্যোগ হিসাবে করা হয়েছিল। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্পের অধীনে কোভিড ১৯ প্রাদুর্ভাবের ফলে উদ্ভূত আর্থিক অসুবিধাগুলি মোকাবিলা করার জন্য সরকার ১.৭০ লাখ কোটি টাকার একটি ত্রাণ প্যাকেজও সরবরাহ করবে। ২১ দিনের লকডাউনের ফলে ভারতীয় অর্থনীতিতে প্রায় ৯ লাখ কোটি টাকা খরচ হবে বলে অনুমান করা হয়। জানা গিয়েছে যে, ২০২০ সালের ৩ অগাস্ট পর্যন্ত সরকারের ফ্ল্যাগশিপ আর্থিক অন্তর্ভুক্তি অভিযানের অধীনে ৪০ কোটিরও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়। প্রার্থীরা সরকারি ওয়েবসাইটে প্রধানমন্ত্রী জন ধন যোজনার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারে। প্রধানমন্ত্রী জন ধন যোজনা হল একটি আর্থিক অন্তর্ভুক্তি অভিযান যা ব্যাঙ্কিং সুবিধাগুলিতে সর্বজনীন অ্যাক্সেস প্রদান করে। এটি ভারতের প্রতিটি পরিবারের জন্য অন্তত একটি মৌলিক ব্যাঙ্কিং অ্যাকাউন্ট সহ আর্থিক স্বাক্ষরতা প্রদান নিশ্চিত করে৷
advertisement
PMJDY প্রকল্পের সুবিধা –
প্রধানমন্ত্রী জন ধন যোজনা ২০১৫ সালের ২৬ জানুয়ারির মধ্যে ভারতে প্রায় ৭.৫ কোটি অনাবৃত পরিবারের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার লক্ষ্য নিয়ে চালু করা হয়৷ এই স্কিমটি ২০১৫ সালের ৩১ জানুয়ারির মধ্যে প্রায় ১২.৫৪ কোটি অ্যাকাউন্ট খুলতে সফল হয়, যার আমানতের পরিমাণ ১০,০০০ কোটি টাকার বেশি ছিল। PMJDY প্রকল্পটি তার কৃতিত্বের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারাও প্রত্যয়িত হয়েছে। আর্থিক অন্তর্ভুক্তি অভিযানের অংশ হিসাবে এক সপ্তাহে খোলা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যা হল ১৮,০৯৬,১৩০। এই স্কিমের কয়েকটি সুবিধা –
advertisement
– এই স্কিমটি শহর ও গ্রামীণ উভয় অঞ্চলকে কভার করে এবং এর প্রতিটি অ্যাকাউন্ট হোল্ডারকে একটি ডেবিট কার্ড (RuPay কার্ড) প্রদান করা হয়।
– এই স্কিমের অধীনে একটি অ্যাকাউন্ট খোলার জন্য কোনও ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজন নেই৷ সুবিধাভোগী শূন্য ব্যালেন্সে যে কোনও ব্যাঙ্কের শাখা বা বিজনেস করেসপন্ডেন্ট আউটলেটে তার অ্যাকাউন্ট খুলতে পারে।
advertisement
– এটি ইউএসএসডি সুবিধা ব্যবহার করে মোবাইল ব্যাঙ্কিংয়ের সঙ্গে কোর ব্যাঙ্কিং সিস্টেম (সিবিএস) প্রদান নিশ্চিত করে৷ কল সেন্টারের একটি সুবিধা এবং একটি টোল-ফ্রি নম্বর দেশব্যাপী উপলব্ধ।
– প্রধানমন্ত্রী জন ধন যোজনা প্রতিটি সুবিধাভোগীকে বেসিক ব্যাঙ্কিং অ্যাকাউন্টের সঙ্গে একটি ডেবিট কার্ড সহ অন্তর্নির্মিত দুর্ঘটনা বিমা প্রদান করে।
– আধার-সংযুক্ত অ্যাকাউন্টগুলির জন্য ৫,০০০ ওভারড্রাফ্ট সুবিধার পাশাপাশি একটি RuPay ডেবিট কার্ড প্রদান করা হয়। যা ১ লাখ টাকার দুর্ঘটনা বিমা কভার করে। এটি এই প্রকল্পের দ্বারা প্রদত্ত প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি।
advertisement
– ২০১৪ সালের ১৫ অগাস্ট থেকে, ২০১৫ সালের ২৬ জানুয়ারির মধ্যে খোলা অ্যাকাউন্টগুলির জন্য যোগ্য সুবিধাভোগীদের ৩০,০০০ টাকার একটি জীবন বিমা কভার প্রদান করা হয়৷ এছাড়াও ৬ মাস সক্রিয় থাকার পরে, সুবিধাভোগী ৫,০০০ টাকা পর্যন্ত ওভারড্রাফ্টের জন্য যোগ্য হবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 07, 2024 2:12 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Jan Dhan যোজনায় মিলছে দারুণ সুবিধা, আপনি কি এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ? জেনে নিন