গুগল পে এবং ফোন পে কাজ যখন করবে না? চিন্তা নেই, এক নজরে দেখে নিন WhatsApp-এর মাধ্যমে টাকা পাঠানোর উপায়!

Last Updated:

যে অ্যাপটির কথা বলা হচ্ছে তা গ্রাহকদের মোবাইল ফোনে ইতিমধ্যেই ইনস্টল করা রয়েছে। সেটি হল WhatsApp পেমেন্টস নামের WhatsApp UPI ট্রান্সফার।

#কলকাতা: ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই সমস্ত ছোট বা বড় লেনদেনের জন্য অর্থ স্থানান্তরের প্রাথমিক মোড হয়ে উঠছে। রাস্তার ধারের বিক্রেতাদের কাছ থেকে সবজি কেনা, বিদ্যুতের বিল পরিশোধ করা থেকে শুরু করে ভ্রমণের টিকিট বুক করা পর্যন্ত প্রায় সব কাজেতেই UPI আক্ষরিক অর্থে নগদ এবং কার্ডের জায়গা দখল করেছে।
Google Pay, PhonePe এবং Paytm-এর মতো UPI অ্যাপগুলি শুধুমাত্র ঝামেলা-মুক্ত অর্থ স্থানান্তরই অফার করে না বরং এটি নিরাপদ এবং মাসিক পেমেন্ট ট্র্যাক করার মতো অন্যান্য ফিচারও অফার করে। কিন্তু সার্ভার লো থাকার কারণে এই প্রচলিত অ্যাপগুলো গ্রাহকদের শেষ মুহূর্তে ফেলে দেয় অথবা গ্রাহকরা অর্থ প্রদান করতে অক্ষম হয় তাদের অ্যাপ আপডেট করার প্রয়োজনে। এছাড়াও গ্রাহকদের মোবাইল ডেটা শেষ হয়ে গেলে তা করা সম্ভব নয়।
advertisement
advertisement
এমন সময়ে আরেকটি অ্যাপ ব্যবহার করা যেতে পারে, যার মাধ্যমে গ্রাহকরা UPI পেমেন্ট শুরু করতে পারে এবং সেটিও সেই অ্যাপ ডাউনলোড না করে। কারণ যে অ্যাপটির কথা বলা হচ্ছে তা গ্রাহকদের মোবাইল ফোনে ইতিমধ্যেই ইনস্টল করা রয়েছে। সেটি হল WhatsApp পেমেন্টস নামের WhatsApp UPI ট্রান্সফার।
advertisement
WhatsApp নিরন্তর তার ব্যবহারকারীদের নিত্যনতুন সুবিধা অফার করে চলেছ। এটি সারা বিশ্বে অন্যতম জনপ্রিয় চ্যাট অ্যাপ তো বটেই, ব্যবহারকারীদের সুবিধা এবং নিরাপত্তা প্রদানের লক্ষ্যেও সংস্থা নানা ফিচার লঞ্চ করেই চলেছে। এর সঙ্গেই যুক্ত হয়েছে এবার নগদ লেনদেনের মতো প্রয়োজনীয় ফিচারও। সত্যি বলতে কী, WhatsApp তাদের ইউপিআই পেমেন্ট ফিচার কয়েক মাস আগে চালু করা হয়েছিল এবং ব্যবহারকারীদের মেসেজ পাঠানোর মতো একই সুবিধাতে অর্থ স্থানান্তর করতে সাহায্য করে। সুতরাং, একটি অ্যাপ ডাউনলোড না করেও গ্রাহকরা সহজেই যে কোনও মোবাইল নম্বরে বা কিউআর কোড স্ক্যান করে টাকা পাঠাতে পারে। চ্যাট ইন্টারফেস উইন্ডোতে WhatsApp পেমেন্ট সেট আপ করার জন্য ধাপে ধাপে নির্দেশিকা রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
advertisement
WhatsApp-এর মাধ্যমে টাকা পাঠানোর উপায় -
স্টেপ ১ - প্রথমেই নিজেদের Android বা iOS স্মার্টফোনে WhatsApp অ্যাপ খুলতে হবে।
স্টেপ ২ - এরপর যার কাছে টাকা স্থানান্তর করতে হবে তার WhatsApp চ্যাট খুলতে হবে। এরপর উপরের ডানদিকের কোণে তিনটি বিন্দুতে ক্লিক করে সরাসরি অর্থপ্রদানে ক্লিক করা যেতে পারে।
স্টেপ ৩ - এরপর "Add your payment method" অপশনে ক্লিক করতে হবে এবং তারপরে "Add bank account"-এ ক্লিক করতে হবে।
advertisement
স্টেপ ৪ - এরপর যে ব্যাঙ্কে নিজেদের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেটি বেছে নিতে হবে।
স্টেপ ৫ - এরপর নিজেদের ফোন নম্বর যাচাই করতে হবে। উল্লেখযোগ্যভাবে, নিজেদের ফোনে নিবন্ধিত সেই মোবাইল নম্বরই থাকা উচিত। যদি নিবন্ধিত মোবাইল নম্বর থাকে, WhatsApp নম্বরের মতো, তবে WhatsApp স্বয়ংক্রিয়ভাবে তা যাচাই করবে।
স্টেপ ৬ - এরপর নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ যোগ করতে হবে।
advertisement
স্টেপ ৭ - WhatsApp-কে সেই নিবন্ধিত মোবাইল নম্বরের মাধ্যমে টাকা পাঠাতে এবং গ্রহণ করার অনুমতি দিতে হবে।
স্টেপ ৮ - এরপর 'Continue' অপশনে ক্লিক করতে হবে। এভাবে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট WhatsApp-এর মাধ্যমে UPI পেমেন্ট প্রক্রিয়াকরণের সঙ্গে সংযুক্ত হবে।
WhatsApp ইউপিআই পেমেন্ট ব্যবহার করে টাকা পাঠানোর উপায় -
স্টেপ ১ - যার কাছে টাকা পাঠানো দরকার, তার চ্যাট খুলতে হবে বা থ্রি-ডট বোতাম থেকে সরাসরি পেমেন্ট অপশন খুলতে হবে।
advertisement
স্টেপ ২ - এরপর একটি নম্বর বা কিউআর কোড ব্যবহার করে অর্থপ্রদান অপশন বেছে নিতে হবে।
স্টেপ ৩ - এরপর যে পরিমাণ টাকা পাঠানো দরকার তা লিখতে হবে।
স্টেপ ৪ - নিবন্ধিত ব্যাঙ্কের জন্য সেট করা নিজেদের UPI পিন লিখতে হবে এবং পেমেন্ট পাঠাতে ক্লিক করতে হবে।
WhatsApp চ্যাটে নিজেই নিজেদের অর্থপ্রদানের স্টেটাস পরীক্ষা করা যেতে পারে এবং নিজেদের চ্যাটে টাকা লেনদেনের ট্র্যাকও করা যেতে পারে। WhatsApp বিভিন্ন ধরনের স্টিকার এবং ব্যাকগ্রাউন্ডও অফার করে, যাতে কাস্টমাইজ করা যায় এবং অর্থপ্রদানকে মজাদার করা যায়। এই স্টিকার এবং ব্যাকড্রপ যোগ করতে, শুধু "স্টিকার" আইকনে ক্লিক করতে হবে৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
গুগল পে এবং ফোন পে কাজ যখন করবে না? চিন্তা নেই, এক নজরে দেখে নিন WhatsApp-এর মাধ্যমে টাকা পাঠানোর উপায়!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement