যেমন সুরক্ষিত, তেমনই বেশি রিটার্ন; এক নজরে দেখে নিন রিজার্ভ ব্যাঙ্কের রিটেল ডায়রেক্ট স্কিম!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
এই সকল সেক্টরে রিটেল ডায়রেক্ট স্কিমের মাধ্যমে বিনিয়োগ করে রিটেল বিনিয়োগকারীরা ৪০ বছর পর্যন্ত একই হারে সুদ পেতে পারে।
#কলকাতা: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) সম্প্রতি শুরু করেছে রিটেল ডায়রেক্ট স্কিম (Retail Direct Scheme)। নতুন এই স্কিমের মাধ্যমে বিভিন্ন সরকারি ক্ষেত্রে রিটেল বিনিয়োগকারীরা করতে পারবে বিনিয়োগ। রিটেল ডায়রেক্ট স্কিমের মাধ্যমে রিটেল বিনিয়োগকারীরা যে সকল সরাসরি ক্ষেত্রে সরাসরি বিনিয়োগ করতে পারবে সেগুলো হল- বিভিন্ন কেন্দ্রীয় সরকারের সেক্টর, ট্রেজারি, রাজ্য বিকাশ গ্রুপ এবং বিভিন্ন ধরনের গোল্ড বন্ড। এই সকল সেক্টরে রিটেল ডায়রেক্ট স্কিমের মাধ্যমে বিনিয়োগ করে রিটেল বিনিয়োগকারীরা ৪০ বছর পর্যন্ত একই হারে সুদ পেতে পারে।
রিটেল ডায়রেক্ট স্কিমের সুবিধা-
বিনিয়োগ বিশেষজ্ঞ হরিগোপাল পাতিদার জানিয়েছেন যে, রিটেল ডায়রেক্ট স্কিমের মাধ্যমে সুবিধা হবে রিটেল বিনিয়োগকারীদের। কারণ এই স্কিমের মাধ্যমে তারা ক্রয় করা সরকারি সিকিউরিটিজ সহজেই বিক্রয় করতে পারবে। আগে ব্রোকার আর এক্সচেঞ্জের এই প্রক্রিয়া এত সহজ ছিল না।
advertisement
advertisement
নিজেদের পছন্দমতো সময় অনুযায়ী বিনিয়োগ-
রিটেল ডায়রেক্ট স্কিমের ম্যাচিউরিটি সাধারণত ১০ বছর, ১৫ বছর, ৩০ বছর এবং ৪০ বছর পর্যন্ত হয়। কিন্তু এই স্কিমে রিটেল বিনিয়োগকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী সময় বেছে নিতে পারে অর্থাৎ ১১ বছর বা ১৬ বছর ইত্যাদি। নিজেদের পছন্দ অনুযায়ী সময়ে বিনিয়োগ করার জন্য সেকেন্ডারি মার্কেট থেকে কিনতে হবে সিকিউরিটিজ।
advertisement
১০ বছরের বেশি সময়ে পাওয়া যায় ভালো রিটার্ন-
শেয়ারের বাজারের ওঠানামার ওপরেও এর বাজার নির্ভর করে। এর জন্য একটা ভালো রিটার্ন পাওয়ার জন্য কম করে ১০ বছর সময়ের জন্য বিনিয়োগ করতে হবে। ১০ বছর পর এখানে একটা ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকে এখানে লম্বা সময়ের জন্য বিনিয়োগ করে ভালো রিটার্ন পাওয়ার আশায়।
advertisement
উপহার হিসাবেও দেওয়া যেতে পারে-
রিটেল ডায়রেক্ট স্কিমের মাধ্যমে সরকারি সিকিউরিটিজের এই স্কিম উপহার হিসাবেও দেওয়া যেতে পারে। যারা রিটায়ারমেন্ট প্ল্যানের কথা ভাবছে, তাদের জন্য এটি একটি ভালো উপহার। কারণ রিটায়ারমেন্টের পর এখানে ভালো রিটার্ন পাওয়া সম্ভব।
advertisement
ম্যাচিউরিটির আগে বন্ধ করা উচিত নয়-
এই ধরনের স্কিমে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বিনিয়োগ করতে পারলে ম্যাচিউরিটির সময় ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু কেউ যদি ম্যাচিউরিটির আগেই সেটি বন্ধ করে দেয়, তাহলে তার লাভের থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। শেয়ার বাজারের ওঠানামার ওপর এটি নির্ভর করে বলে এখানে লম্বা সময় ধরে বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 27, 2021 7:49 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
যেমন সুরক্ষিত, তেমনই বেশি রিটার্ন; এক নজরে দেখে নিন রিজার্ভ ব্যাঙ্কের রিটেল ডায়রেক্ট স্কিম!