LIC-র নতুন প্ল্যান! একবার প্রিমিয়াম দিয়ে সারা জীবন পেয়ে যাবেন ১২,০০০ টাকা

Last Updated:

এলআইসি-র নয়া Saral Pension scheme www.licindia.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে কিনতে পারবেন ৷

#নয়াদিল্লি: পয়লা জুলাই নতুন স্কিম লঞ্চ করল লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) ৷ দেশের সবচেয়ে বড় বিমা সংস্থা ১ জুলাই নিয়ে এল Saral Pension scheme ৷ এটি একটি নন-লিঙ্কড, সিঙ্গল প্রিমিয়াম যোজনা ৷ এই স্কিমে পলিসি শুরু হওয়ার দিন থেকে ৬ মাস পর লোন নেওয়ার সুবিধা রয়েছে ৷ অনলাইন এবং অফলাইন দু’জায়গায় এই পলিসি পাওয়া যাবে ৷ IRDAI নির্দেশিকা অনুযায়ী, এটি একটি Immediate Annuity plan যেখানে সমস্ত পলিসি হোল্ডারদের জন্য সমান নিয়ম ও শর্ত রয়েছে ৷
এলআইসি-র নয়া Saral Pension scheme www.licindia.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে কিনতে পারবেন ৷ প্ল্যানের নিয়ম অনুযায়ী, প্রতি বছর minimum Annuity ১২০০০ টাকা ৷ প্ল্যানের সময় ও মূল্য সমস্ত কিছু পলিসি হোল্ডারের বয়সের উপর নির্ভর করবে ৷ এই পলিসি ৪০ থেকে ৮০ বছর বয়সের যে কোনও ব্যক্তি নিতে পারবেন ৷
মান্থলি পেনশনের সুবিধা নিতে চাইলে প্রতি মাসে কম পক্ষে ১ হাজার টাকা জমা করতে হবে ৷ ত্রৈমাসিক পেনশনের জন্য ৩০০০ টাকা জমা করতে হবে ৷
advertisement
advertisement
এই পলিসিতে পলিসি হোল্ডার এককালীন প্রিমিয়াম দেওয়ায় দুটি অপশন দেওয়া হবে ৷ প্রথম পলিসি হোল্ডার সারা জীবন পেনশন পাবেন ৷ এবং তাঁর মৃত্যু হলে ১০০ শতাংশ সাম অ্যাসিউর্ড নমিনি পেয়ে যাবেন ৷ দ্বিতীয় বিকল্পে পলিসি হোল্ডার সারা জীবন পেনশন পাবেন ৷ পলিসি হোল্ডারের মৃত্যু হলে তাঁর স্ত্রী বা স্বামী সারা জীবন পেনশন পাবেন ৷ পলিসি হোল্ডারের স্বামী বা স্ত্রীর মৃত্যুর পর নমিনিকে ১০০ শতাংশ সাম অ্যাসিউর্ড দেওয়া হবে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LIC-র নতুন প্ল্যান! একবার প্রিমিয়াম দিয়ে সারা জীবন পেয়ে যাবেন ১২,০০০ টাকা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement