#মুম্বই: আমেরিকার প্রাইভেট ইক্যুয়িটি জায়ান্ট সিলভার লেক জিও প্ল্যাটফর্মের ১ শতাংশ শেয়ার কিনে নিল ৷ ৭৫০ মিলিয়ন ডলারের এই ডিল হয়েছে ৷ এই মুহূর্তে রিলায়েন্স ইন্ড্রাস্ট্রির অর্থাৎ RIL-র ডিজিটাল ইউনিটের মোট বাজারদর ৬৫ বিলিয়ন ডলার ৷
এই ডিলের পর স্বভাবতই উচ্ছ্বসিত Reliance Industries Ltd-র চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি ৷ তিনি বলেছেন, ‘আমি উচ্ছ্বসিত আর আমি স্বাগত জানাই সিলভার লেককে ৷ ভারতীয়দের লাভ হওয়ার জন্য যে ডিজিটাল ইকো সিস্টেম রয়েছে তার বৃদ্ধিতে এই চুক্তি খুব সাহায্য করবে ৷ সিলভার লেক যে কোনও ক্ষেত্রেই খুব মূল্যবান সহযোগী হিসেবে কাজ করেছে ৷ তারা তথ্য প্রযুক্তি ও ফিনান্সে খুবই জনপ্রিয় একটি সংস্থা ৷ ভারতের ডিজিটাল সমাজের পরিবর্তনের জন্য আমরা বিশ্বের তথ্যপ্রযুক্তির সঙ্গে যোগসূত্র তৈরি করছি ৷ ’
দেখে নিন এই বিশাল চুক্তির প্রধান পয়েন্টগুলি
> বিনিয়োগ হল ভারতীয় মুদ্রায় ৫৬৫৬ কোটি টাকা যা মোটের ১.১৫ শতাংশ
>এই মুহূর্তের ইক্যুয়িটি ভ্যালুতে এটা Reliance মোট মোট মার্কেট ক্যাপের ৫২ শতাংশ
> ভারতীয় বাজারকে ভীষণ ভালোভাবে বোঝে জিও আর সেই জন্যেই বিশ্বের সমস্ত জায়গার নজর তাদের ওপর ৷ কোভিড শেষ হয়ে যাওয়ার পর সারা ভারতে যেভাবে ডিজিটাইজেশন কাজ শুরু করবে তাতে AI, Blockchain, AR/VR, এবং বিশাল ডেটা প্রতিটা ভারতীয়র জীবনে বড় ভূমিকা নেবে ৷
>এটা ভারতে SLP -র প্রথম বড় বিনিয়োগ
> এই চুক্তি ফের একবার প্রমাণ করল জিও-র তথ্য প্রযুক্তি বিভাগে ক্ষমতা কোন স্তরে রয়েছে যেখানে করোনা বিধ্বস্ত দুনিয়াতেও এতবড় বিনিয়োগ ক্ষেত্র হয়ে উঠছে
> ২২ এপ্রিল ২০২০ তে Facebook-র সঙ্গে ১২.৫ শতাংশের চুক্তি হয়েছে জিও-র
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Reliance Jio, Silver Lake