Share Market: বিরাট মুনাফা, বদলে যেতে পারে জীবন,এই ৫ স্টকে বিনিয়োগ করুন!

Last Updated:

Share Market: দীর্ঘমেয়াদে বড়সড় মুনাফা দিতে পারে এমন ৫টি স্টকের হদিশ দিলেন বিশেষজ্ঞরা।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#নয়াদিল্লি: করোনার জেরে অর্থনীতির টালমাটাল পরিস্থিতি। তারপরেও ২০২১ সালে প্রচুর বিনিয়োগ হয়েছে শেয়ার বাজারে। প্রায় ৬৩টি কোম্পানি আইপিও-র মাধ্যমে বাজার থেকে ১.২ লক্ষ কোটি টাকা সংগ্রহ করেছে। কোভিডকালে এটাকে আশার রুপোলি রেখা বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। তবে বেশ কিছু কোম্পানির শেয়ার খুব দ্রুত পড়েছেও। তবে করোনা কাটিয়ে ফের ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। এই আবহে দীর্ঘমেয়াদে বড়সড় মুনাফা দিতে পারে এমন ৫টি স্টকের হদিশ দিলেন বিশেষজ্ঞরা।
ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি: এটা একটা পারিবারিক মালিকানাধীন ব্যবসায়িক সংস্থা। এরা মূলত ইন হাউস ক্যাটালিক প্রসেস ব্যবহার করে নতুন প্রযুক্তির উদ্ভাবন করে, যা পরিবেশবান্ধব। শুধু ভারতেই নয়, বিদেশেও ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজির ব্যবসা ছড়িয়ে রয়েছে। এদের একাধিক পণ্য দেশ-বিদেশে প্রভূত জনপ্রিয়তাও পেয়েছে। বাজারে এই সংস্থার কোনও ঋণ নেই। কয়েক বছর ধরে এদের ব্যবসায়িক বৃদ্ধির গ্রাফ উর্ধ্বমুখী। ২৫০৯ টাকার মধ্যে এই সংস্থার শেয়ার কেনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার নিফটিতে কোম্পানির শেয়ার প্রতি শেয়ার ১,৯৮৬ টাকায় বন্ধ হয়েছে।
advertisement
ডেটা প্যাটার্নস (ভারত): দীর্ঘ মেয়াদে এই শেয়ারের বাজার দর বাড়ার ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞরা। ব্রোকারেজ অনুসারে, বিনিয়োগকারীদের ৮৪২ টাকা লক্ষ্য মূল্যের সঙ্গে এতে বিনিয়োগ করা উচিত। নিফটিতে এর একটি শেয়ারের মূল্য বর্তমানে ৭১২ টাকা।
advertisement
advertisement
হেরম্ব ইন্ডাস্ট্রিজ: মূলত সারের ব্যবসা। ব্যাপক বিতরণ নেটওয়ার্ক এবং শক্তিশালী উৎপাদন ক্ষমতার জন্য হেরম্ব ইন্ডাস্ট্রিজে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এছাড়া কোম্পানির সম্প্রসারণ পরিকল্পনাও ভবিষ্যতে এর বৃদ্ধির দিকে নির্দেশ করে। ৮৩২ টাকা লক্ষ্য মূল্যের সঙ্গে হেরম্ব ইন্ডাস্ট্রিজের স্টক কেনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার নিফটিতে কোম্পানির স্টক ৬০৪ টাকায় বন্ধ হয়েছে।
advertisement
লেটেন্ট ভিউ অ্যানালিটিকস লিমিটেড: এই কোম্পানির ভৌগোলিক অবস্থান, সম্প্রসারণ কৌশলের কারণে ভবিষ্যতে এর শেয়ারের দাম বাড়বে বলে আশা করা হচ্ছে। ব্রোকারেজ ৫৩২ টাকার লক্ষ্যমাত্রা মূল্য দিয়ে এর শেয়ার কেনার পরামর্শ দিয়েছে। মঙ্গলবার কোম্পানির স্টক নিফটিতে ৬ শতাংশের বেশি লাভের সঙ্গে ৪২৭ টাকায় বন্ধ হয়েছে।
advertisement
মেডপ্লাস হেলথ সার্ভিস: বিশেষজ্ঞদের মতে, এর ডেলিভারি মডেল অতুলনীয়। নতুন নতুন অঞ্চলে প্রবেশ করে নিজেদের প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই ১২১৫ টাকার লক্ষ্যমাত্রা নিয়ে মেডপ্লাস হেলথ সার্ভিসের শেয়ার কেনার পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বাজার বন্ধ হওয়া পর্যন্ত এর শেয়ার ছিল ১০০৪ টাকার কাছাকাছি।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Share Market: বিরাট মুনাফা, বদলে যেতে পারে জীবন,এই ৫ স্টকে বিনিয়োগ করুন!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement