Fixed deposit: ফিক্সড ডিপোজিটের উপর কোন ব্যাঙ্কের সুদের হার কত? রইল বিস্তারিত...

Last Updated:

Fixed deposit: ফিক্সড ডিপোজিটের উপর কোন ব্যাঙ্কের সুদের হার কত? রইল পিএনবি, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্কের সুদের হার।

জানুন বিস্তারিত
জানুন বিস্তারিত
#নয়াদিল্লি: উচ্চমাত্রার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য পদক্ষেপ করছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। গত মাসে আরবিআই-এর মানিটারি পলিসি কমিটির তরফ থেকে অনুষ্ঠিত হওয়া একটি অফ-সাইকেল মানিটারি পলিসি বৈঠকে বাড়ানো হয়েছিল সুদের হার। আবার ৬ থেকে ৮ জুনের মধ্যে হওয়া আসন্ন নীতি বৈঠকে সুদের হার আরও বাড়ানো হবে বলেও মনে করা হচ্ছে। এমতাবস্থায় বাণিজ্যিক ব্যাঙ্কগুলিও সুবিধা অনুযায়ী তাদের আমানত এবং ঋণের হার বাড়িয়েই চলেছে।
সম্প্রতি আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank), কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক (Kotak Mahindra Bank), এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank) এবং পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank)-সহ বেশ কিছু ঋণদাতা ব্যাঙ্ক আমানতের পাশাপাশি ঋণের ক্ষেত্রেও সুদের হার বাড়িয়ে দিয়েছে। এখানে ২ কোটি টাকার কম জমার উপর পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB), আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক (IDFC First Bank) এবং এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)- এই তিনটি ঋণদাতা ব্যাঙ্কের বর্তমান ফিক্সড ডিপোজিটের সুদের হার তুলনা করা হল–
advertisement
advertisement
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এফডি সুদের হার (২ কোটি টাকার কম জমার উপর):
৭ দিন – ১৪ দিন: সাধারণ নাগরিকদের জন্য ৩.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৫০ শতাংশ
১৫ দিন – ২৯ দিন: সাধারণ নাগরিকদের জন্য ৩.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৫০ শতাংশ
advertisement
৩০ দিন – ৪৫ দিন: সাধারণ নাগরিকদের জন্য ৩.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৫০ শতাংশ
৪৬ দিন – ৯০ দিন: সাধারণ নাগরিকদের জন্য ৩.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৭৫ শতাংশ
৯১ দিন – ১৭৯ দিন: সাধারণ নাগরিকদের জন্য ৪.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৪.৫০ শতাংশ
১৮০ দিন – ২৭০ দিন: সাধারণ নাগরিকদের জন্য ৪.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৫.০০ শতাংশ
advertisement
২৭১ দিন – ১ বছরের কম: সাধারণ নাগরিকদের জন্য ৪.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৫.০০ শতাংশ
১ বছর: সাধারণ নাগরিকদের জন্য ৫.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৫.৬০ শতাংশ
১ বছরের বেশি সময় থেকে ২ বছর: সাধারণ নাগরিকদের জন্য ৫.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৫.৬০ শতাংশ
২ বছরের বেশি সময় থেকে ৩ বছর: সাধারণ নাগরিকদের জন্য ৫.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৫.৬০ শতাংশ
advertisement
৩ বছরের বেশি সময় থেকে ৫ বছর: সাধারণ নাগরিকদের জন্য ৫.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৫.৭৫ শতাংশ
৫ বছরের বেশি সময় থেকে ১০ বছর: সাধারণ নাগরিকদের জন্য ৫.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৫.৭৫ শতাংশ
আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের এফডি সুদের হার (২ কোটি টাকার কম জমার উপর):
৭ দিন – ১৪ দিন: সাধারণ নাগরিকদের জন্য ৩.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৪.০০ শতাংশ
advertisement
১৫ দিন – ২৯ দিন: সাধারণ নাগরিকদের জন্য ৩.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৪.০০ শতাংশ
৩০ দিন – ৪৫ দিন: সাধারণ নাগরিকদের জন্য ৪.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৪.৫০ শতাংশ
৪৬ দিন – ৯০ দিন: সাধারণ নাগরিকদের জন্য ৪.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৪.৫০ শতাংশ
৯১ দিন – ১৮০ দিন: সাধারণ নাগরিকদের জন্য ৪.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৫.০০ শতাংশ
advertisement
১৮১ দিন – ১ বছরের কম: সাধারণ নাগরিকদের জন্য ৫.৭৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.২৫ শতাংশ
১ বছর – ২ বছর: সাধারণ নাগরিকদের জন্য ৬.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৫০ শতাংশ
২ বছর ১ দিন – ৩ বছর: সাধারণ নাগরিকদের জন্য ৬.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৫০ শতাংশ
৩ বছর ১ দিন – ৫ বছর: সাধারণ নাগরিকদের জন্য ৬.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৭৫ শতাংশ
৫ বছর ১ দিন – ১০ বছর: সাধারণ নাগরিকদের জন্য ৬.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৫০ শতাংশ
এইচডিএফসি ব্যাঙ্কের এফডি সুদের হার (২ কোটি টাকার কম জমার উপর):
৭ দিন – ১৪ দিন: সাধারণ নাগরিকদের জন্য ২.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.০০ শতাংশ
১৫ দিন – ২৯ দিন: সাধারণ নাগরিকদের জন্য ২.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.০০ শতাংশ
৩০ দিন – ৪৫ দিন: সাধারণ নাগরিকদের জন্য ৩.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৫০ শতাংশ
৪৬ দিন – ৬০ দিন: সাধারণ নাগরিকদের জন্য ৩.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৫০ শতাংশ
৬১ দিন – ৯০ দিন: সাধারণ নাগরিকদের জন্য ৩.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৫০ শতাংশ
৯১ দিন – ১৮০ দিন: সাধারণ নাগরিকদের জন্য ৩.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৪.০০ শতাংশ
১৮১ দিন – ৯ মাস: সাধারণ নাগরিকদের জন্য ৪.৪০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৪.৯০ শতাংশ
৯ মাসের বেশি সময় থেকে ১ বছরের কম: সাধারণ নাগরিকদের জন্য ৪.৪৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৫.০০ শতাংশ
১ বছর: সাধারণ নাগরিকদের জন্য ৬.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৬০ শতাংশ
১ বছর ১ দিন থেকে ২ বছর: সাধারণ নাগরিকদের জন্য ৫.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৫.৬০ শতাংশ
২ বছর ১ দিন থেকে ৩ বছর: সাধারণ নাগরিকদের জন্য ৫.৪০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৫.৯০ শতাংশ
৩ বছর ১ দিন থেকে ৫ বছর: সাধারণ নাগরিকদের জন্য ৫.৬০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.১০ শতাংশ
৫ বছর ১ দিন থেকে ১০ বছর: সাধারণ নাগরিকদের জন্য ৫.৭৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৫০ শতাংশ
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Fixed deposit: ফিক্সড ডিপোজিটের উপর কোন ব্যাঙ্কের সুদের হার কত? রইল বিস্তারিত...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement