Google Pay: এবার ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমেই করা যাবে ইউপিআই পেমেন্ট! জানুন বিস্তারিত....
- Published by:Suman Biswas
Last Updated:
Google Pay: এখন থেকে GPay এবং PhonePe-এর মতো জনপ্রিয় অ্যাপগুলিতে ইউপিআই (UPI) ব্যবহার করে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে অর্থ লেনদেন করা যেতে পারে।
#নয়াদিল্লি: এখন যে কোনও জায়গায় এবং যে কোনও সময়ে পেমেন্ট করার ক্ষেত্রে ইউপিআই বা UPI (Unified Payments Interface)-এর ব্যবহার বাড়ছে। আসলে এর জনপ্রিয়তার অন্যতম বড় কারণ চটজলদি ও সুরক্ষিত ভাবে পেমেন্টের সুবিধা। অর্থাৎ এক ক্লিকেই হবে পেমেন্ট। শুধুমাত্র কিউআর (QR) কোড স্ক্যান করে অথবা গ্রহীতার মোবাইল নম্বর এবং টাকার পরিমাণ দিলেই পেমেন্ট হয়ে যাবে। প্রাথমিক ভাবে ইউপিআই-এর সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করেই টাকাপয়সার লেনদেন চলতো। এখন ব্যবসায়িক ক্ষেত্রে ইউপিআই অ্যাপগুলির মাধ্যমে টাকাপয়সা লেনদেনের বিষয়টি যাতে আরও সহজ হয়ে ওঠে, তার জন্য ওই অ্যাকাউন্টে ক্রেডিট এবং ডেবিট কার্ডের যোগ করারও সুবিধা দেওয়া হচ্ছে। তবে ব্যবসায়ী নন, এমন কারওর সঙ্গে টাকা লেনদেনের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে না।
কিন্তু এখন থেকে GPay এবং PhonePe-এর মতো জনপ্রিয় অ্যাপগুলিতে ইউপিআই (UPI) ব্যবহার করে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে অর্থ লেনদেন করা যেতে পারে। এক্ষেত্রে আর পিওএস (POS) মেশিনে কার্ড সোয়াইপ করতে হবে না। পেমেন্টের ক্ষেত্রে শুধুমাত্র কিউআর কোড স্ক্যান করতে হবে এবং অ্যাড করা ক্রেডিট অথবা ডেবিট কার্ড বেছে নিতে হবে। এভাবে ইউপিআই অ্যাপে ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করার সময় রেজিস্টার করা মোবাইল নম্বরে একটা ওয়ান-টাইম পাসওয়ার্ড বা ওটিপি (OTP) আসবে। ওই ওটিপি দিলে তবেই সম্পূর্ণ হবে অর্থ লেনদেনের প্রক্রিয়া। GPay ব্যবহার করে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে অর্থপ্রদান করতে, প্রথমে UPI অ্যাপে কার্ডের নম্বর যোগ করতে হবে। GPay ওয়েবসাইট অনুসারে, ব্যবহারকারীরা নিম্নলিখিত ব্যাঙ্কগুলির ডেবিট, ক্রেডিট কার্ড যোগ করতে পারেন, অবশ্য যদি তাঁরা ভিসা এবং মাস্টারকার্ড পেমেন্ট গেটওয়ের সুবিধে পান তবেই।
advertisement
advertisement
Gpay-তে ক্রেডিট অথবা ডেবিট কার্ড যোগ করতে এই নিয়মগুলি অনুসরণ করা যেতে পারে:
advertisement
advertisement
কোন কোন ক্ষেত্রে Gpay-র মাধ্যমে অর্থ প্রদান করা যাবে:
advertisement
advertisement
PhonePe-তে পেমেন্ট করতে গেলেও অ্যাপে কার্ড যোগ করতে হবে। আর তার পদ্ধতিও Gpay-এর মতোই। সেটিংসে গেলেই মিলবে পেমেন্ট মেথডস্। আর সেখানে 'Add new card'-এ ক্লিক করতে হবে। সেখানে কার্ডের সমস্ত তথ্য দিলে পেনি-ড্রপ মেথড (গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ১টাকা কাটা যাবে)-এর মাধ্যমে ভেরিফাই হয়ে যাবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 06, 2022 5:29 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Google Pay: এবার ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমেই করা যাবে ইউপিআই পেমেন্ট! জানুন বিস্তারিত....