Google Pay: এবার ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমেই করা যাবে ইউপিআই পেমেন্ট! জানুন বিস্তারিত....

Last Updated:

Google Pay: এখন থেকে GPay এবং PhonePe-এর মতো জনপ্রিয় অ্যাপগুলিতে ইউপিআই (UPI) ব্যবহার করে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে অর্থ লেনদেন করা যেতে পারে।

দারুণ সুবিধা
দারুণ সুবিধা
#নয়াদিল্লি: এখন যে কোনও জায়গায় এবং যে কোনও সময়ে পেমেন্ট করার ক্ষেত্রে ইউপিআই বা UPI (Unified Payments Interface)-এর ব্যবহার বাড়ছে। আসলে এর জনপ্রিয়তার অন্যতম বড় কারণ চটজলদি ও সুরক্ষিত ভাবে পেমেন্টের সুবিধা। অর্থাৎ এক ক্লিকেই হবে পেমেন্ট। শুধুমাত্র কিউআর (QR) কোড স্ক্যান করে অথবা গ্রহীতার মোবাইল নম্বর এবং টাকার পরিমাণ দিলেই পেমেন্ট হয়ে যাবে। প্রাথমিক ভাবে ইউপিআই-এর সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করেই টাকাপয়সার লেনদেন চলতো। এখন ব্যবসায়িক ক্ষেত্রে ইউপিআই অ্যাপগুলির মাধ্যমে টাকাপয়সা লেনদেনের বিষয়টি যাতে আরও সহজ হয়ে ওঠে, তার জন্য ওই অ্যাকাউন্টে ক্রেডিট এবং ডেবিট কার্ডের যোগ করারও সুবিধা দেওয়া হচ্ছে। তবে ব্যবসায়ী নন, এমন কারওর সঙ্গে টাকা লেনদেনের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে না।
কিন্তু এখন থেকে GPay এবং PhonePe-এর মতো জনপ্রিয় অ্যাপগুলিতে ইউপিআই (UPI) ব্যবহার করে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে অর্থ লেনদেন করা যেতে পারে। এক্ষেত্রে আর পিওএস (POS) মেশিনে কার্ড সোয়াইপ করতে হবে না। পেমেন্টের ক্ষেত্রে শুধুমাত্র কিউআর কোড স্ক্যান করতে হবে এবং অ্যাড করা ক্রেডিট অথবা ডেবিট কার্ড বেছে নিতে হবে। এভাবে ইউপিআই অ্যাপে ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করার সময় রেজিস্টার করা মোবাইল নম্বরে একটা ওয়ান-টাইম পাসওয়ার্ড বা ওটিপি (OTP) আসবে। ওই ওটিপি দিলে তবেই সম্পূর্ণ হবে অর্থ লেনদেনের প্রক্রিয়া। GPay ব্যবহার করে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে অর্থপ্রদান করতে, প্রথমে UPI অ্যাপে কার্ডের নম্বর যোগ করতে হবে। GPay ওয়েবসাইট অনুসারে, ব্যবহারকারীরা নিম্নলিখিত ব্যাঙ্কগুলির ডেবিট, ক্রেডিট কার্ড যোগ করতে পারেন, অবশ্য যদি তাঁরা ভিসা এবং মাস্টারকার্ড পেমেন্ট গেটওয়ের সুবিধে পান তবেই।
advertisement
advertisement
  • অ্যাক্সিস ব্যাঙ্ক
  • এসবিআই, এসবিআই কার্ড
  • কোটাক ব্যাঙ্ক
  • এইচডিএফসি ব্যাঙ্ক
  • ইন্ডাসইন্ড ব্যাঙ্ক
  • ফেডারেল ব্যাঙ্ক
  • আরবিএল ব্যাঙ্ক
  • এইচএসবিসি ব্যাঙ্ক
  • আইসিআইসিআই ব্যাঙ্ক
  • ওয়ানকার্ড (ভিসা ক্রেডিট কার্ড)
  • Gpay-তে ক্রেডিট অথবা ডেবিট কার্ড যোগ করতে এই নিয়মগুলি অনুসরণ করা যেতে পারে:
    advertisement
    • অ্যাপটি খুলে নিজের প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে
    • পেমেন্ট মেথডে ক্লিক করলে ব্যবহারকারীর বর্তমান ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি দেখাবে, যা অ্যাপে আগে থেকেই যোগ করা হয়েছে। এবার কার্ড যোগ করতে গেলে 'Add credit or debit card'-এ ক্লিক করতে হবে
    • ব্যবহারকারীকে তাঁর কার্ড নম্বর, কার্ডের মেয়াদ শেষ হওয়ার তারিখ, সিভিভি (CVV) নম্বর, কার্ড হোল্ডারের নাম এবং বিলিং অ্যাড্রেস লিখতে হবে
    • advertisement
    • Save অপশনে ক্লিক করতে হবে
    • প্রযোজ্য শর্তাবলীতে ক্লিক করতে হবে
    • এরপর 'Activate' অপশনে ক্লিক করলে ব্যবহারকারীর মোবাইল নম্বরে কার্ড যাচাইকরণের জন্য একটি OTP আসবে।
    • একবার OTP কোড যাচাই হলেই ব্যবহারকারী অর্থ লেনদেনের জন্য প্রস্তুত হয়ে যাবেন
    • কোন কোন ক্ষেত্রে Gpay-র মাধ্যমে অর্থ প্রদান করা যাবে:
      • এনএফসি পেমেন্ট টার্মিনালগুলি ট্যাপ করে অর্থ প্রদান করা যেতে পারে
      • advertisement
      • অনলাইন এবং অফলাইন ব্যবসা করেন এমন ব্যক্তিরা ‘Bharat QR code’ ভিত্তিক কোড ব্যবহার করে অর্থপ্রদান করতে পারবেন
      • Google Pay-তে বিল পেমেন্ট এবং রিচার্জ করা যাবে
      • Myntra, Dunzo, Yatra, MagicPin, Coolwinks, EaseMyTrip, Confirmtkt ইত্যাদি অ্যান্ড্রয়েড অ্যাপে অনলাইনে পেমেন্ট করা যাবে।
      • advertisement
        PhonePe-তে পেমেন্ট করতে গেলেও অ্যাপে কার্ড যোগ করতে হবে। আর তার পদ্ধতিও Gpay-এর মতোই। সেটিংসে গেলেই মিলবে পেমেন্ট মেথডস্। আর সেখানে 'Add new card'-এ ক্লিক করতে হবে। সেখানে কার্ডের সমস্ত তথ্য দিলে পেনি-ড্রপ মেথড (গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ১টাকা কাটা যাবে)-এর মাধ্যমে ভেরিফাই হয়ে যাবে।
        বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
        Google Pay: এবার ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমেই করা যাবে ইউপিআই পেমেন্ট! জানুন বিস্তারিত....
        Next Article
        advertisement
        পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
        পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
        VIEW MORE
        advertisement
        advertisement