গ্রাহকদের জন্য বড়সড় ধাক্কা! ভারতে এই গাড়ি লঞ্চের তারিখ পিছিয়ে দিল কোরিয়ান সংস্থা!

Last Updated:

কিন্তু সম্প্রতি সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে, তারা অটো এক্সপো-তে সেলটোস ফেসলিফ্ট লঞ্চ করছে না।

#কলকাতা: যাঁরা এই মুহূর্তে গাড়ি কেনার জন্য অপেক্ষা করছিলেন, তাঁদের সেই অপেক্ষায় যেন জল ঢেলে দিল কোরিয়ার গাড়ি নির্মাতা সংস্থা কিয়া! আসলে ওই কোম্পানির বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ গাড়ি সেলটোসের ফেসলিফ্ট নয়ডায় অনুষ্ঠিত অটো এক্সপো-র সময় লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে, তারা অটো এক্সপো-তে সেলটোস ফেসলিফ্ট লঞ্চ করছে না। কোম্পানি সূত্রে খবর, সেলটোসের ফেসলিফ্ট ২০২৩ সালের শেষের দিকে চালু করা হবে। অন্য দিকে, কিয়া-র ক্রসওভার ইভি৬ গাড়ি অটো এক্সপো-তে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।
ভারতে কিয়া কোম্পানির সবচেয়ে বেশি বিক্রি হওয়া এবং জনপ্রিয় মডেল হল সেলটোস। তার পরে রয়েছে সনেট এবং কেয়ার্নস। সংস্থাটি ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে সেলটোস ফেসলিফ্ট লঞ্চ করেছে এবং এর বিক্রিও ভালই চলছে। এর আগে কিয়া জুলাই মাসে বুসান মোটর শো-তে সেলটোসের আপডেটেড মডেলটি প্রদর্শন করেছিল।
advertisement
advertisement
কেমন হবে গাড়ির ডিজাইন?
কিয়া কোম্পানির সেলটোসের ফেসলিফ্টের ডিজাইনে উল্লেখযোগ্য নতুনত্ব দেখা গিয়েছে। গাড়ির কিছু ফিচার সম্প্রতি সামনে এসেছে, যার থেকে জানা গিয়েছে যে, এই গাড়িতে শার্প এলইডি হেডল্যাম্প, গ্রিলের মধ্যে নতুন এলইডি ডিআরএল এবং একটি বিশাল ফ্রন্ট বাম্পার রয়েছে। গাড়ির উপরের অংশে ফগ ল্যাম্প দেওয়া রয়েছে। এয়ার ইনটেক দেওয়া হয়েছে বনেটে, যা স্কিড প্লেট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং এর উপর অ্যালুমিনেশন দেওয়া রয়েছে। পিছনে নতুন এলইডি টেইল ল্যাম্প বসানো হয়েছে।
advertisement
কী কী ফিচার্স থাকবে এই গাড়িতে?
ডিজাইনের পাশাপাশি সেলটোসের প্রোফাইলেও বড় ধরনের পরিবর্তন এসেছে। এতে নতুন অ্যালয় হুইল দেওয়া হয়েছে। গাড়ির ভিতরে ইভি৬-এর মতো একই ১০.২৬-ইঞ্চি স্ক্রিন রয়েছে। এসি-র অপারেশনাল স্যুইচেও পরিবর্তন করা হয়েছে। গিয়ার লিভারের পরিবর্তে রোটারি ডায়াল দেওয়া হয়েছে। অনুমান করা হচ্ছে যে, এই নতুন গাড়িতে এডিএএস দেখা যেতে পারে। এ-ছাড়া, টায়ারের আকারেও পরিবর্তন এসেছে। কোম্পানিটি সেলটোস গাড়িতে একটি সানরুফ বিকল্প যোগ করার কথাও ভাবনা-চিন্তা করছে। গাড়ির বডি লাইনে তেমন কোনও পরিবর্তন করা না হলেও ইন্টেরিয়রের ক্ষেত্রে থাকবে বেশ নতুনত্ব।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
গ্রাহকদের জন্য বড়সড় ধাক্কা! ভারতে এই গাড়ি লঞ্চের তারিখ পিছিয়ে দিল কোরিয়ান সংস্থা!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement