#নয়াদিল্লি: আপনি কী গাড়ি কেনার পরিকল্পনা করছেন ? তাহলে আপনার কাছে রয়েছে দারুণ সুযোগ ৷ এবার এই গাড়ি কিনলে ৩.৭ লক্ষ টাকার সেভিংস করতে পারবেন ৷ সম্প্রতি গ্রাহকদের জন্য Kia নিয়ে এসেছে একটি নতুন প্যাকেজ ৷ এই নতুন অফারে কার্নিভলের দাম কমিয়ে ২১.২০ লক্ষ টাকা করা হয়েছে ৷ MPV Kia Carnival কিনলে ৩.৭৫ লক্ষ টাকার বাম্পার ছাড় দেওয়া হচ্ছে ৷ এই ছাড়ের পর গাড়ির দাম হয়ে যাবে ২১.৪০ লক্ষ টাকা ৷ এর আগে এই মডেলের দাম ছিল ২৪.৯৫ লক্ষ টাকা ৷
কার্মিভলের তিনটি ট্রিম- প্রিমিয়াম, প্রেস্টিজ ও লিমোজিন ৷ এখানে ৭,৮ ও ৯ সিটারের অপশনের পাশাপাশি তিনটি সিটিং লেআউটের বিকল্প রয়েছে ৷ গাড়ির কোনও ফিচারে কোনও বদল করা হয়নি ৷
এই ছাড়ের পর এই মডেলের দাম Toyota Innova VX MT এর থেকে কম হয়ে যাবে ৷ দুটি গাড়িতেই এমবিপি ডিজেল ইঞ্জিন রয়েছে ৷ তবে কার্নিভালে অটোম্যাটিক ট্রান্সমিশনের পাশাপাশি অন্যান দুর্দান্ত ফিচার্স রয়েছে ৷ দেশজুরে কার্নিভালের বিক্রি ধীরে ধীরে বাড়ছে ৷ গাড়ির প্রিমিয়াম লুক ও দুর্দান্ত ফিচার্সের জন্য বেশ জনপ্রিয় হয়েছে ৷
সম্প্রতি কিয়া ইন্ডিয়া গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিশেষ একটি অফার ৷ আপনি MUV Kia Carnival কিনলে এবং পছন্দ না হলে ৩০ দিনের মধ্যে ফেরত দেওয়ার সুবিধা রয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: KIA Carnival, KIA Motors