Dream11 Winner: ৩৯ টাকায় ৪ কোটি জয় ! সকালে উঠে মেসেজ দেখেই চিৎকার, ড্রিম ইলেভেনে জ্যাকপট জয় যুবকের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
চার কোটি টাকা জেতার পর প্রথমে বিশ্বাসই হচ্ছিল না উত্তর প্রদেশের কৌশাম্বির ছেলে মঙ্গল প্রসাদের ৷ তিনি প্লাই বোর্ড তৈরির সংস্থায় কাজ করেন। গত ২৯ এপ্রিল ড্রিম ১১-এ দল তৈরি করেছিল মঙ্গল। আর তাতেই জিতলেন জ্যাকপট ৷
কৌশাম্বি, উত্তর প্রদেশ: উত্তর প্রদেশের কৌশাম্বি জেলায় এক যুবকের রাতারাতি ভাগ্য বদলে গেল ৷ রাতে আইপিএল ম্যাচ চলাকালীন ড্রিম ইলেভেন অ্যাপে মাত্র ৩৯ টাকার দল তৈরি করে জিতলেন চার কোটি টাকা ! সকালে উঠে ফোনে মেসেজ দেখে চমকে উঠলেন ! প্রথমে বিশ্বাসই হচ্ছিল না উত্তর প্রদেশের কৌশাম্বির ছেলে মঙ্গল প্রসাদের ৷ তিনি প্লাই বোর্ড তৈরির সংস্থায় কাজ করেন। গত ২৯ এপ্রিল ড্রিম ১১-এ দল তৈরি করেছিল মঙ্গল। আর তাতেই জিতলেন জ্যাকপট ৷
পঞ্জাব এবং চেন্নাইয়ের মধ্যে ম্যাচে ড্রিম ইলেভেনে মঙ্গল প্রসাদ কোটি কোটি টাকা জিতে নিয়েছেন। যখন তাঁর কোটিপতি হওয়ার খবর গ্রামে ছড়িয়ে পড়ে, লোকেরা শুভেচ্ছা জানাতে চলে আসেন। সোশ্যাল মিডিয়ায় মঙ্গল প্রসাদ এখন ছেয়ে গিয়েছেন। মঙ্গল অবশ্য এই জেতা টাকার থেকে মাত্র ২ কোটি ৮০ লাখ টাকা পাবেন, বাকি ৩০ শতাংশ টাকা ট্যাক্সে কাটা যাবে। উল্লেখ্য, মঙ্গল এবারই প্রথম ড্রিম১১-এ দল তৈরি করা শুরু করেছিলেন। তিনি গত ২৯ এপ্রিল ড্রিম ১১-এ ৩৯ টাকা লাগিয়ে জিতলেন ৪ কোটি টাকা ৷
advertisement
advertisement
তিনি গত কয়েক মাস ধরে ড্রিম ১১-এ দল তৈরি করে জেতার স্বপ্ন দেখছিলেন। মঙ্গলের বাবা সুখলাল সরোজ একজন কৃষক এবং গ্রামে চাষাবাদ করেন। জয়ের পর মঙ্গল সরোজ জানিয়েছেন যে তিনি মার্চ থেকে ৪৯ টাকা দিয়ে ড্রিম ১১-এ খেলছেন। সম্প্রতি হরিয়ানার অনেকেই এবার কোটি কোটি টাকা জিতেছেন। একজন গ্রাম প্রধান এবং একজন চৌকিদার মাত্র ৪৯ টাকায় কোটি কোটি টাকা জিতেছেন।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kaushambi,Uttar Pradesh
First Published :
May 05, 2025 6:12 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Dream11 Winner: ৩৯ টাকায় ৪ কোটি জয় ! সকালে উঠে মেসেজ দেখেই চিৎকার, ড্রিম ইলেভেনে জ্যাকপট জয় যুবকের