দেশে ফিচার ফোনের বাজারে বাকীদের পিছনে ফেলে শীর্ষে JioPhone

Last Updated:
#মুম্বই: ফিচার ফোনের বাজারে এখন দেশে বাকী সব সংস্থাকে পিছনে ফেলে দিয়েছে জিওফোন ৷ রিলায়েন্স জিও-র ফিচার ফোন এখন দেশের মধ্যে দারুণ জনপ্রিয় ৷ ২০১৯-এর প্রথম ত্রৈমাসিকের যা ফল, তাতে ভারতের বাজারের ৩০ শতাংশ শেয়ার এখন জিওফোনের হাতে ৷
স্মার্টফোনের রমরমার বাজারে ফিচার ফোনের বাজারও যে খারাপ নয়, সাম্প্রতিক রিপোর্টেই তা বোঝা সম্ভব ৷ দেশে ফিচার ফোন ব্যবহারকারীর সংখ্যা ৪০০ মিলিয়নেরও বেশি ৷ যাদের মধ্যে দারুণ জনপ্রিয় এখন জিওফোন ৷ কারণ একটাই, ফিচার ফোন হয়েও জিও-র এই ফোন অনেকটাই ‘স্মার্ট’ ৷
ফিচার ফোনের বাজারে জিওফোনের পরেই রয়েছে স্যামসাং ৷ বাজারে তাদের শেয়ার ১৫ শতাংশ ৷ অন্যদিকে ১৩ শতাংশ শেয়ার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে LAVA ৷ গত তিন বছর ধরে ফিচার ফোনের বাজারে দারুণ উন্নতি করেছে বলেই রিপোর্টে জানা গিয়েছে ৷
advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দেশে ফিচার ফোনের বাজারে বাকীদের পিছনে ফেলে শীর্ষে JioPhone
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement