বেড়ে গেল জিও-র দিনে ২ জিবি অফারের মেয়াদ,কী ভাবে চেক করবেন জানেন

Last Updated:
#কলকাতা : রিলায়েন্স জিও প্রতিদিন ২ জিবি ডেটা অফার দিয়েছে ৷ ৪ জি স্পিডে প্রতিদিন ২ জিবি ডেটা প্রাথমিকভাবে ৬ অগাস্ট অবধি দিয়েছিল ৷ কিন্তু সেটা এখন বাড়িয়ে ১৪ তারিখ অবধি করা হয়েছে  ৷
ভারতের রিলায়েন্স টেলিকম সংস্থা নিজেদের এই অফারের মেয়াদ খানিকটা বাড়িয়ে দিয়েছে ৷ এই ফ্রি ২ জিবি ডেটার জন্য গ্রাহকদের কোনও অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে না ৷
এই ডেটা অফারের সঙ্গে ফ্রি আনলিমিটেড কলিং, ফ্রি এসএমএস সবকিছুই দেওয়া হচ্ছে ৷ তবে এই অফারের উপভোকাক্তা হতে পারবেন কিছু  সৌভাগ্যবান গ্রাহকই ৷
advertisement
advertisement
আপনি তার মধ্যে পরছেন কিনা সেটা জানতে আপনাকে নিজের জিও অ্যাপে চেক করে নিতে হবে আপনি ৷
Screen Shot Grab Screen Shot Grab
এছাড়া রিলায়েন্সের ৪১ অ্যানুয়াল জেনেরল মিটিং -য়ে ঘোষণা হওয়া জিও-র নতুন ফিচারের ফোন ১৫ অগাস্ট বাজারে আসবে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বেড়ে গেল জিও-র দিনে ২ জিবি অফারের মেয়াদ,কী ভাবে চেক করবেন জানেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement