Money Savings: খালি টাকা জমানোটাই নিরাপদ না কি বিনিয়োগও প্রয়োজনীয়? মাথায় রাখুন দুইয়ের তফাত!
Last Updated:
Money Savings: দুটোই জীবনে দরকার। কিন্তু তফাতটা কোথায়, সেটা বুঝলে আর্থিক পরিকল্পনা অনেক সহজ হয়ে আসে।
প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে হাতে যা পড়ে থাকে, তা-ই সঞ্চয়। ওই অংশ থেকে আবার যেটুকু লগ্নি করা হয়, সেটাই হল বিনিয়োগ। অতএব, গুরুত্ব দুইয়েরই সমান। দুটোই জীবনে দরকার। কিন্তু তফাতটা কোথায়, সেটা বুঝলে আর্থিক পরিকল্পনা অনেক সহজ হয়ে আসে।
অর্থ: অর্থকে একটি নির্দিষ্ট সময়ে বৃদ্ধি করার লক্ষ্যে ব্যবহার করার প্রক্রিয়াই বিনিয়োগ। যদিও সঞ্চয় বলতে বোঝায় জরুরি পরিস্থিতিতে আর্থিকভাবে সুরক্ষিত থাকার উদ্দেশ্য নিয়ে ধীরে ধীরে, বিশেষ করে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রাখা।
উদ্দেশ্যে: ভাল রিটার্নের জন্যই বিনিয়োগ করা হয়। এটাই প্রধান উদ্দেশ্য। যাতে বড়সড় মূলধন তৈরি করা যায়। ভাল টাকা রিটার্ন পেতে চাইলে বিনিয়োগ করার আগে অবশ্যই পুঙ্খানুপুঙ্খ গবেষণা করতে হবে। উল্টো দিকে স্বল্পমেয়াদি এবং জরুরি প্রয়োজনীয়তা পূরণের উদ্দেশ্য নিয়ে সঞ্চয় করা হয়। এখানে মোটা রিটার্নের কোনও ব্যাপার নেই।
advertisement
advertisement
ঝুঁকি: সঞ্চয় সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। এখানে টাকা হারানোর কোনও ব্যাপার নেই। যাঁরা ঝুঁকি নিতে পছন্দ করেন না কিন্তু টাকা বাড়াতে চান, অনিশ্চিত সময়ের ধাক্কা থেকে বাঁচতে চান, তাঁদের জন্য সঞ্চয়ই আদর্শ। অন্য দিকে, বিনিয়োগ ঝুঁকিপূর্ণ বিকল্প। তাই বিনিয়োগ ফলপ্রসূ হবে কি না তা বোঝার জন্য গভীর গবেষণার প্রয়োজন। কিন্তু এখানে একটা ব্যাপার আছে। ঝুঁকি যত বেশি, তত বেশি পরিমাণে লাভের সম্ভাবনা। তাই যাঁরা ঝুঁকি নিতে পিছ-পা হন না তাঁদের জন্য বিনিয়োগ সেরা বিকল্প।
advertisement
আরও পড়ুন- বর্ষাতেও তাপপ্রবাহ এই রাজ্যগুলিতে! রয়েছে প্রবল বর্ষণ, শিলাবৃষ্টির পূর্বাভাসও!
রিটার্ন: আগেই বলা হয়েছে, বিনিয়োগে ঝুঁকি আছে। কিন্তু রিটার্নের মাত্রাও তত বেশি। সফল বিনিয়োগের রিটার্ন সঞ্চয়ের তুলনায় অনেক অনেক বেশি। অন্য দিকে, সঞ্চয়ের রিটার্ন নামমাত্র। কখনও কখনও যা শূন্য বা উল্লেখযোগ্যভাবে কম।
লিকুইডিটি: তাৎক্ষণিক অর্থের প্রয়োজন হলে বিনিয়োগ থেকে টাকা তুলে নেওয়া প্রায় অসম্ভব। করা যায় না বললেই চলে। অতএব বিনিয়োগের লিকুইডিটি তুলনামূলকভাবে কম। অন্য দিকে, সঞ্চয়ের লিকুইডিটি অত্যন্ত বেশি। তাৎক্ষণিক প্রয়োজনীয়তা পূরণের জন্য হাতে নগদ সবসময় প্রস্তুত থাকবে।
advertisement
সঞ্চয় এবং বিনিয়োগের মাধ্যে সংক্ষিপ্ত পার্থক্য:
বৈশিষ্ট্য – সঞ্চয়, অ্যাকাউন্টের ধরন: ব্যাঙ্ক, রিটার্নস: ফিক্সড রিটার্ন, ঝুঁকি: টাকা বাঁচাতে ঝুঁকিমুক্ত বিকল্প, পণ্য: সেভিংস অ্যাকাউন্ট, সিডি, সময় বা মেয়াদ: একটি সংক্ষিপ্ত মেয়াদ অন্তর্ভুক্ত, লিকুইডিটি: সর্বাধিক লিকুইডিটি মিলবে।
বৈশিষ্ট্য – বিনিয়োগ, অ্যাকাউন্টের ধরন: ডিম্যাট অ্যাকাউন্ট, ইউলিপ প্ল্যান, রিটার্ন: তুলনামূলকভাবে বেশি রিটার্ন, ঝুঁকি: ঝুঁকিপ্রবণ (ঝুঁকি নেওয়ার ক্ষমতার উপরে ভিত্তি করে বিনিয়োগ করা উচিত), পণ্য: স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড, সম্পদ, ইউলিপ, সময় বা মেয়াদ: দীর্ঘ মেয়াদ, অর্থাৎ, কমপক্ষে পাঁচ বছর এবং তার বেশি, লিকুইডিটি: অত্যন্ত কম। কারণ বিনিয়োগকারী যে পরিমাণ বিনিয়োগ করেছেন তা থেকে নগদ হাতে পেতে কিছুটা সময় প্রয়োজন।
advertisement
আসলে এলোমেলোভাবে সঞ্চয় বা বিনিয়োগ কোনওটাই ভাল নয়। পার্থক্য জানতে হবে, ভাল-মন্দ বুঝতে হবে তারপর সিদ্ধান্ত নিতে হবে। সঞ্চয় এবং বিনিয়োগের পার্থক্য এখন স্পষ্ট, তাই টাকা কোথায় ঢালা উচিত সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যাবে। মাথায় রাখতে হবে, জরুরি অবস্থার জন্য সঞ্চয় করা যায় আর দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্য অর্জনের জন্য বিনিয়োগ!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 20, 2023 4:05 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Savings: খালি টাকা জমানোটাই নিরাপদ না কি বিনিয়োগও প্রয়োজনীয়? মাথায় রাখুন দুইয়ের তফাত!