সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমেই সব টাকা রাখছেন মা-বাবা? কাজটা ঠিক হচ্ছে তো?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
অপেক্ষাকৃত কম-ঝুঁকিপূর্ণ বিনিয়োগে স্থির আয় নিশ্চিত করতে পারে এমন কয়েকটি বিনিয়োগ বিকল্পের হদিশ এখানে দেওয়া হল সিনিয়র সিটিজেনদের জন্য।
কলকাতা: প্রবীণ নাগরিকদের কাছে অবসর পরবর্তী স্থিতিশীল আয় নিশ্চিত করাই শীর্ষ অগ্রাধিকার। জিনিসপত্রের দাম ক্রমবর্ধমান। চিকিৎসা খরচও দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে প্রবীণ নাগরিকদের সমস্ত চাহিদা মেটাতে নিয়মিত অবসরকালীন আয়ের প্রয়োজন। বর্তমানে মাসিক পেনশন ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতিকে হারানোর জন্য যথেষ্ট নয়।
স্থির আয় নিশ্চিত করতে বিনিয়োগ ভাল বিকল্প। এটা সিনিয়র সিটিজেন পিতা-মাতাদের আর্থিক নিরাপত্তা এবং আয়ের স্থিতিশীলতা প্রদান করবে। এদিক দিয়ে দেখলে অনেকেই বেছে নেন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। কিন্তু এখানেই একসঙ্গে সব টাকা রাখা উচিত নয়, বিনিয়োগের পোর্টফোলিওতে সব সময়েই বৈচিত্র্যের পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। অপেক্ষাকৃত কম-ঝুঁকিপূর্ণ বিনিয়োগে স্থির আয় নিশ্চিত করতে পারে এমন কয়েকটি বিনিয়োগ বিকল্পের হদিশ এখানে দেওয়া হল সিনিয়র সিটিজেনদের জন্য।
advertisement
advertisement
ফিক্সড ডিপোজিট: এফডি-কে প্রবীণ নাগরিকদের জন্য সবচেয়ে নিরাপদ হাতিয়ার হিসেবে বিবেচনা করা হয়। প্রবীণ নাগরিকদের জন্যে এতে সুদের হারও বেশি। আয়কর আইনের ধারা ৮০ টিটিবি-এর অধীনে, এক অর্থবর্ষে প্রবীণ নাগরিকদের জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত সুদের আয় সম্পূর্ণ করমুক্ত।
advertisement
এছাড়া পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমেও বিনিয়োগ করা যেতে পারে। এতে জমা টাকার উপর প্রতি মাসে সুদ পাওয়া যায়। মেয়াদ ১২ মাস থেকে ৬০ মাস পর্যন্ত ব্যক্তির প্রয়োজনের উপর নির্ভর করে। মনে রাখতে হবে, সুদের হার প্রতি বছর সংশোধিত হয়।
advertisement
ডেট ফান্ড/বন্ড: ডেট ফান্ডকে নিরাপদ মনে করা হয়। কারণ এগুলো স্থায়ী-আয় বিনিয়োগের উপর ফোকাস করে। বাজারের কর্মক্ষমতার উপর নির্ভর করে দীর্ঘমেয়াদে ডেট ফান্ড থেকে ভাল রিটার্ন মেলে। ঝুঁকির ক্ষুধা সাধারণত অবসর গ্রহণের পরে হ্রাস পায় এবং মূলধনের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হয়ে ওঠে। তাই, ডেট মিউচুয়াল ফান্ড বা হাইব্রিড মিউচুয়াল ফান্ডগুলি কম ইক্যুইটি এক্সপোজার সহ প্রবীণ নাগরিকদের জন্য নিরাপদ বিকল্প হতে পারে।
advertisement
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম: প্রবীণ নাগরিকদের জন্য সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমকে সর্বাধিক লাভজনক হিসেবে বিবেচনা করা হয়। এই স্কিম ভারত সরকার সমর্থিত। ফলে নিরাপদ। ৭.৪ শতাংশ হারে সুদ পাওয়া যায়। একই সুদের হারে ভারত সরকার সমর্থিত আরেকটি স্কিম হল প্রধানমন্ত্রী বয়ঃ বন্দনা যোজনা। জীবন বিমা কর্পোরেশন (এলআইসি) দ্বারা পরিচালিত, এই প্রকল্পের মেয়াদ ১০ বছর।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 29, 2023 7:34 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমেই সব টাকা রাখছেন মা-বাবা? কাজটা ঠিক হচ্ছে তো?