দুশ্চিন্তা বাড়াচ্ছে কর্মী ছাঁটাই! এখন থেকেই জব লস কভারের জন্য বিমা নেওয়া কি ঠিক হবে?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
এই মুহূর্তে কর্মী ছাঁটাইয়ের বিষয়টি সংবাদ শিরোনামে বারবার উঠে আসছে, তাই অনেকেই চাকরি হারানোর ভয়ে সেই সংক্রান্ত বিমা কিনছেন।
#কলকাতা: বড়-ছোট সংস্থাগুলি হামেশাই কর্মী ছাঁটাই করে থাকে। আর আজকাল এই বিষয়টাই যেন উদ্বেগের বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। ইতিমধ্যেই ট্যুইটার এবং মেটা-র মতো বড় সংস্থা প্রচুর কর্মী ছাঁটাই করেছে। এখন রিপোর্ট বলছে, অ্যামাজনও নিজেদের ১০ হাজার কর্মচারীকে ছাঁটাই করার কথা ভাবনা-চিন্তা করছে।
আর কর্মী ছাঁটাই এমন একটা বিষয়, যা বিধ্বস্ত করে দেয় কর্মচারীদের। আসলে মাসিক আয়ের পথ আমচকাই বন্ধ হয়ে যাওয়ায় নানা রকম সমস্যা দেখা দিতে পারে। কারণ হোম লোন অথবা কার লোন অনেকেই নিয়ে থাকেন। প্রতি মাসে যার ইএমআই পরিশোধ করতে হয়। যেহেতু এই মুহূর্তে কর্মী ছাঁটাইয়ের বিষয়টি সংবাদ শিরোনামে বারবার উঠে আসছে, তাই অনেকেই চাকরি হারানোর ভয়ে সেই সংক্রান্ত বিমা কিনছেন। কারণ চাকরি খোওয়ালে এই বিমাই আর্থিক নিরাপত্তা কিছুটা হলেও সুনিশ্চিত করতে পারবে।
advertisement
advertisement
এই ক্ষেত্রে কিছু নির্দিষ্ট বিমা পরিকল্পনা রয়েছে। যা এই ধরনের ঝুঁকির ক্ষেত্রকে কভার করে। এটাই সেরা উপায় নয়। আসলে একটি বিমা পলিসি সবথেকে ভাল কাজ না-ও করতে পারে, কারণ এই ক্ষেত্রের বেশির ভাগ পলিসি শুধুমাত্র অনৈচ্ছিক চাকরি হারানোর বিষয়টাকেই কভারেজ দেয়। এক জন কর্মচারীর জন্য এটা প্রমাণ করা খুবই কঠিন হয়ে দাঁড়ায় যে, তিনি স্বেচ্ছায় চাকরি হারাননি। এমনকী কোনও কোনও অফিসে তো কর্মীদের জোর করে তাঁদের ইচ্ছের বিরুদ্ধেই পদত্যাগ করতে বাধ্য করা হয়। কিন্তু দীর্ঘায়িত বেকারত্বের ক্ষেত্রে এই ধরনের কভারেজের জন্য বিদ্যমান বিমা পরিকল্পনাগুলি পুনর্নবীকরণ না-করা ঠিক হবে না। এর উপযুক্ত উদাহরণ হতে পারে চিকিৎসা বিমা।
advertisement
কাজ হারিয়ে ফেলা কর্মচারীদের সমস্যা কিন্তু এখানেই শেষ হয়ে যায় না। কারণ কর আধিকারিকরা এর পর সামনে আসেন। আসলে কর আধিকারিকদের আসার কারণ হচ্ছে সেভারেন্স প্যাকেজ হল করযোগ্য। কিন্তু তাঁদের দাবি, কিছু শর্ত পূরণের ক্ষেত্রে ছাড় প্রয়োজন। যা ট্যাক্স কনসালটেন্টরা খুব ভাল ভাবে ব্যাখ্যা করতে পারেন। উদাহরণ স্বরূপ বলা যায় যে, লিভ ট্রাভেল অ্যালাওয়েন্স সেভারেন্স প্যাকেজের অংশ। যা করযোগ্য আয় থেকে কেটে নেওয়া হয়। চাকরি নিরাপত্তাহীনতা সংক্রান্ত সময়ে যাঁরা কাজ করছেন, তাঁদের আর্থিক ক্ষতির পরিমাণ সীমিত করার জন্য পার্সোনাল ফিনান্সের ক্ষেত্রে একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করা দরকার।
advertisement
লোন পরিশোধ করা হচ্ছে সব থেকে সমস্যার বিষয়। তাই চাকরি থাকাকালীনই লোন পরিশোধের একটি কৌশল ছকে ফেলা আবশ্যক। পার্সোনাল ফিনান্স এক্সপার্টদের পরামর্শ, একটি কন্টিনজেন্সি ফান্ড সব সময়ই তৈরি করে রাখা উচিত। যা অন্ততপক্ষে তিন মাসের জন্য লোন পরিশোধের বিষয়টাকে নিরাপত্তা প্রদান করতে পারে। অর্থাৎ কন্টিনজেন্সি ফান্ড দুঃসময়ে ভীষণই কাজে লাগে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 20, 2022 1:23 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দুশ্চিন্তা বাড়াচ্ছে কর্মী ছাঁটাই! এখন থেকেই জব লস কভারের জন্য বিমা নেওয়া কি ঠিক হবে?